নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

আপনি ভাবছেন এ লোকটা ক্লান্ত ননীর পুতুল!!!

২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০০



আপনি ভাবতেই পারেন আমি ক্লান্ত। অন্তত আমাকে দেখে তাই মনে হবে। কিন্তু এর কারণ এটা নয় যে, বিদ্যালয় যেতে আসতে ভাংগা রাস্তাগুলোয় আমার স্কুটার দিয়ে দু ঘন্টা ব্যাপি জার্নি করি বিধায় আমি ক্লান্ত। আবার এটাও নয় যে, সিনিয়র রা ক্লাস ফাকি দেন বিধায় তাদের ক্লাস গুলো আমার নিতে হয় বলে আমি ক্লান্ত। আপনি এটা ভেবে বসবেন না যে এমন এক ব্যস্ত দিন শেষে প্রি-প্রোটিন নিয়ে এক ঘন্টা হার্ডকোর শরীরচর্চার কারণে আমি ক্লান্ত। হয়তো এটা ভেবে বসতে পারেন যে আমার মানসিক বিকারগস্ত বাইপোলার বাবা আমাকে ক্লান্ত করে দিচ্ছে। এছাড়া আমার সফল মা আমি এমন দায়সারা গোছের জীবন কাটাচ্ছি বলে টিপ্পনী করতে থাকেন বিধায় ক্লান্ত। আমার সামাজিক অবস্থান আমাকে ক্লান্ত করছে বলেও আপনি ধরে নিতে পারেন।

আদতে ব্যাপার টা তা নয়। আমার চারপাশ আমার বিবেক চুষে নিয়ে নিচ্ছে বলে আমি ক্লান্ত হয়ে পড়ছি। অর্থলিপ্সু অগ্রজেরা আমাকে ক্লান্ত করে দিচ্ছে। এই কোমলমতি হতদরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষার শুন্য খাতারা আমাকে খুব ক্লান্ত করে দিচ্ছে। রুচিহীন কূপমন্ডুক অভিভাবকগণ আমাকে খুব ক্লান্ত করে দিচ্ছে। আমি ক্লান্ত বিবেকবোধহীন শিক্ষক নামের কসাই গুলোকে দেখতে দেখতে। তারা নিজেদের কে নিয়ে কেন লজ্জিত নন তা ভেবে ভেবে আমার চোখ কোটরে চলে যাচ্ছে। কিভাবে কাজ করার অভিনয় করতে হয় তা দেখে দেখে আমার এই ক্লান্তি। ঐ পাপে আমার নিজেকে আবিস্কার করে আমি ক্লান্ত।

আর আপনি ভেবে বসে আছেন যে নিদ্রাহীনতাই আমার ক্লান্তির প্রধান কারণ। ধুর মশাই!!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার পোষ্ট পড়ে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। কারণ আপনার পোষ্টের কারণে আপনার ক্লান্তির বিষয়গুলো নিয়ে আমাকে নতুন করে ভাবতে হচ্ছে।

২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:২২

ৎৎৎঘূৎৎ বলেছেন: আন্তরিক ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

২| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:০৯

সোনাগাজী বলেছেন:



আপনি কোন লেভেলে (স্কুল/ মাদ্রাসা/কলেজ/ইউনিভার্সিটি )শিক্ষকতা করছেন?

২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:২৪

ৎৎৎঘূৎৎ বলেছেন: আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন নবীন শিক্ষক। ধন্যবাদ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি কভু।।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৪

ৎৎৎঘূৎৎ বলেছেন: আগে আয়রনিক্যালি শুনতাম। এখন খুব খুবই প্রার্থনা সংগীত লাগে। আপনার প্রতি কৃতজ্ঞ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: ক্লান্ত হওয়া দোষের কিছু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.