নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

অটোফোকাস (ছবিব্লগ)

১৫ ই মে, ২০২২ সকাল ৮:০৯

১। প্রকৃতির সাদা ছাতা।



২। জন্মটা মুখ্য কখনোই ছিলোনা।



৩। টিনের চালে বৃস্টির শব্দে পৃথিবীর নির্ঘুম মানুষটি হয়ে যায় ঘুমকাতুরে।



৪। বাসার শুকনো মরিচগুলোর মাঝে মাঝে যত্নের প্রয়োজন। সম্পর্কের মতো।



৫। প্রকৃতির সাদা ছাতা ( মেলবার আগে)।



৬। উচুতে থাকলে সবাই খুব একা হয়ে যায়।



৭। পৃথিবীতে একজনও খারাপ বাবা নেই।



৮। কে আঁকে এমন ক্যানভাসে?



৯। আর করার কিছু ছিলোনা । চেয়ে চেয়ে দেখা ছাড়া।




১০। নদী মেঘনায় একদিন বিকেলে।



১১। তোমাদের বিশ্বাস করে আমার পুর্বপুরুষরা একদিন জংগল ছেড়ে লোকালয়ে চলে এসেছিলো। আমাকে ক্ষত-বিক্ষত করে তার এই প্রতিদান দিচ্ছো?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ৩ আর ৭ নম্বর ছবি ভালো হয়েছে।

২| ১৫ ই মে, ২০২২ দুপুর ২:৪৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ৭ নাম্বারে দ্বিমত
১১ নাম্বার বাজিমাৎ।

৩| ১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৩৯

শেরজা তপন বলেছেন: ক্যাপসান গুলো চমৎকার হয়েছে। ছবি মাঝারিমানের।

৪| ২০ শে মে, ২০২২ রাত ৯:৪১

ৎৎৎঘূৎৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.