নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।
ক্ষমা নেই ঐ খুনের
দৃশ্যত নয়, ভেতরে যে
মেরেছিলে মানুষটাকে।
সমাজের সাইলেন্সার
লাগিয়েছিলে নলে,
কফিনে দিয়েছিলে
এলকোহলের প্রলেপ।
বোবাকান্না তুমি পিয়ানো বলে
ভুল করেছিলে।
শেষমুহুর্তের একটি উঠে আসা আর্তনাদকে
রুপান্তরিত করেছিলে ব্যাঙ্গাত্মক শিসে।
সর্বোপরি তুমি খুন করেছিলে
ভেতরের মানুষটাকে।
ক্ষমা নেই ঐ খুনের।
১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
ৎৎৎঘূৎৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
শুভ নববর্ষ ভাই।।
আপনার নতুন লেখা কই??
ডায়েরী খুঁজে পান নি???
৩| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২
ৎৎৎঘূৎৎ বলেছেন: শুভ নববর্ষ। খুজে ফিরছি ডায়েরী। ভাল থাকবেন। নতুন বছর ভাল কাটুক আপনার।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩
বিজন রয় বলেছেন: আপনার নিকটার নাম কি?
এবার একটি নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগল
+++