নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

আবার তুমি, নতুন কোন পর্বে ।

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:১৮

- মাননীয়া , দেখুন এই মেয়েটির দিকে। কত অল্প বয়সে তার গর্ভে সন্তান এসে গেছে। সে কি এখনও সন্তান লালন পালনের কিছু বুঝে?
- তার বয়স কত বললেন ?
- তেইশ বছর মাননীয়া।
- আম.........আহেম... ।
- এই বাচ্চা মেয়েটির দিকে দেখে মনে হয় সে এখন এসব বড় দায়িত্বের জন্য প্রস্তুত?
- আপনার বক্তব্য পেশ করুন ।
- মাননীয়া , শোয়েব নামের এই সরল চেহারার অতি ধূর্ত ছেলেটিই এই পাপের মূল হোতা । সে মেয়েটির সরলতার সুযোগ নিয়ে তার সাথে জোর পূর্বক দৈহিক মিলন ঘটায় যার ফলে মেয়েটি নিত্যান্তই অপরিণত বয়সে গর্ভবতী হয়ে পড়ে । মাননীয়া, আপনিও একজন নারী । আশা রাখি এর শক্ত একটা বিহিত অবশ্যই করবেন ।
- হুম...... তোমার কিছু বলার আছে ?
- ম্যাম, কিছুই বলার নেই। আপনি যা শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। যেহেতু এক হাতেও তালি বাজে । কিন্তু সাথী কে বলুন বাচ্চা আমাকে দিয়ে দিতে। ও বলেছে এবরশন করে ফেলবে। ম্যাম , আর দেড় মাস ম্যাম... প্লিজ ম্যাম ......।

কিছুদিন আগে এক কাঠবাদাম গাছ তলায় ......
- আমাকে বাচ্চাটা ইগ্নোর করতে হবে ।
- কি বলছ? এটা তুমি অবশ্যই করবেনা। তুমি আমাকে দিয়ে দাও । আমি ওকে মানুষ করব। প্লিজ এমন করো না । ঘোর পাপ হবে । ওর তো কোন দোষ নেই । ও কেন আমাদের শাস্তি পাবে?
- তোমার ...
- হ্যা । আমার শাস্তি ও কেন পাবে?
- বাচ্চাটা নিলে আমার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। তোমার কি তাতে তাইনা? জব ভাল । কেউ একজন পেয়ে যাবে । আমার কি হবে ভেবে দেখেছ?
- তুমি কি আমার সাথে...
- কখনই না। তুমি কি কর যে তোমার সাথে যাব ?
- এই না বললে ভাল জব আমার ?
- নট এনাফ । যাক ছাড় । আমি বাচ্চাটার ব্যাপারে কাল কথা বলতে যাব।
- তাহলে কোর্টে দেখা হচ্ছে ।
- কি?
- ভুল শোননি।

অনেকদিন আগে এক শ্রাবণ সন্ধ্যায় ...
- কি বলে এসেছ ?
- হি হি হি । বন্ধুরা ঘুরতে যাবে । আর কি বলব ? এতেই কাজ হয় ।
- তোমার সাহস আছে দেখছি ।
- এ আর তেমন কি ? ট্রেনে উঠলাম , চলে এলাম । এখন ? পুরোদিন অপেক্ষা করতে করতে শেষ । তুমি এখন এলে ।
- জব । কি করব ?
- কি আর করবে ? আম......
- এসব কিন্তু এখন চলবে না । পরিণতি ভাল হবে না ।
- তুমি খুব সেকেলে । আমার কিন্তু রাগ হচ্ছে ।
- তুমিই একদিন দোষারোপ করবে কিন্তু ।
- আমি তোমার মত নই । ভয় পাচ্ছ?
- আমি সাধু নই তেমন । প্রটেকশন নেই কিন্তু সাথে ।
- উফফ... তুমি মুখটা একটু অফ রাখতে পারবে ?

এর পরের দিন ......
- এখন আসার সময় হল?
- রেগে আছ কেন? কি হয়েছে ?
- আমি বাড়ি যাব ?
- মানে ?
- এখানে আমার ভাল লাগছেনা ।
- আচ্ছা হয়ত সারাদিনে বোর হয়ে গেছ । রেডি হও । বস পার্টি থ্রো করেছে ।
- আমাকে স্টেশনে ড্রপ করে তারপর যা খুশি কর তুমি ।
- কি হয়েছে বলবে তো?
- কিছু হয়নি । আমি বাড়ি যাব ।
- আজব তো । আমি কিছু করেছি ?
- না। ব্যাগ গোছানো আছে ।
- আচ্ছা......চল...। আজ থেকে গেলে পারতে।
- নোংরামী করার জন্য?

বসের পার্টি এপিসোড ...
- কি হয়েছে ? কোনায় পড়ে পড়ে অত গিলছেন কেন?
- কি আর করব বস। ফ্রি খাওয়াচ্ছেন , সামলানো যায় ?
- আমার কিন্তু আরো গেস্ট আছে ?
- হা হা হা হা হা হা
- হাসির রিদম টা ভাল আসলো না । কি হয়েছে ?
- কিছু হয়নি তো!
- আমার তো মনে হচ্ছে ... ধুর ... একটু ... হ্যা বল...... মানে কি ? ......না আজকে দেরী হবে...... মাসে একবার করা যাবে না নাকি ? ...... অবশ্যই ......হ্যা হ্যা ......ভাগো......সকালে ? .........না এখন গাড়ি পাঠাবো ? ...... কোথায় যেন ছিলাম ?
- বস আপনি বরং বাসায় যান ।
- আরে ধুর । ওটা নিয়ে ভাববেন না । এরা অদ্ভুত বুঝলেন। আমার একটা কেস আছে এমন। শোনাব ?
- অবশ্যই । সেইম কেসে তো ভুগছি বস।
- আরে ওরম সবাই ভুগে । আমি তখন মাত্র জবে ঢুকেছি । আর একজন আমাকে নিয়ে খুব খেলছে । বুঝতে পারছি না । ওকি আমাকে চায় নাকি চায় না । আবার জানতে পারলাম তার আরেকজনের সাথে চলাফেরা। মনটা হল খারাপ। কয়েকদিন এমন যাবার পর সে লোকের সাথে দেখা করলাম। সে একটা অদ্ভুত কথা বলল জানেন ?
- কি কথা ?
- বলেছে , ভাই আমি যদি আপনার থেকে ভাল জব পেয়ে যাই তবে সে আমার কাছে চলে আসবে। আমি অনেক আগে থেকেই আছি । কিন্তু আমার তো জব নেই , তাই বেচারী দোলাচলে আছে । হয়ত জব না পেলে আপনাকেই ... । আরো দেখলাম লোকটা আমার থেকে স্মার্ট তো বটেই । সেদিন থেকে একটা থিওরি ক্লিয়ার হল জানেন। তারা অপেক্ষা করবে, সবাইকে সুতোয় টানবে কিন্তু কারো কাছে ধরা দেবেনা । হয়ত কোন কোন সময় অনেক ফিল করবে কিন্তু জানাবে না। হাবভাবেও বুঝতে পারবেন না।কেন্দ্রে থেকে পুরো বৃত্তের মানুষের ইম্পরটেন্স চাইবে। এমনও হতে পারে, আপনি নিয়ে এলেন কিন্তু ফিরে গেল আপনার বসের গাড়িতে । অত খাবেন না। এমন কিছু হয় নি । বাসায় যান ।
- থ্যাঙ্কস বস । বস ...
- হু ?
- পরে মেয়েটির কি হল ?
- মাত্র ফোনে কথা বললাম। ভেবেছিলাম ঐ ছেলেটির জন্য একটা চাকরীর ব্যবস্থা যদি করতে পারতাম ঘটনা ঘুরতে পারত । কিন্তু তখন আমি নিজেই কিছু করতে পারতাম না । আপনি এই ভুল না করলেই হল। যে একবার সরে যাবে তার জন্য আবার চেয়ার ছেড়ে উঠবেন না দেখবেন ।

কয়েক বছর পর ......
- বাবা দেখো তো কে এল ?
- আমি পারবো না । আমি খেলা দেখছি ।
- তোমার দুই হাত সামনে । একটু চেষ্টা করো । এই তো ।
- তোর জ্বালায় ভাল লাগে না । ...আরে ...তুমি ? কেমন আছো ?
- তুমি এখান থেকে যাবেনা ?
- কোথায় যাবো ? কত কষ্টে জায়গাটা পেয়েছি জানো ?
- তুমি আমাকে কষ্ট দেয়ার জন্য এখানে ফ্ল্যাট নিয়েছ তাইনা ?
- তানভীরের মাঝে মাঝে মাকে দেখা উচিত ।
- তোমার ছেলে তো আমার মুখই দেখতে চায় না। আমি জানি তুমি ওকে বিষিয়ে দিয়েছ ।
- সব খালি আমার উপর দিয়ে দিচ্ছ । আমি বুঝি এতই ক্ষতি করেছিলাম তোমার ?
- এতদিন পর কেন এখানে এলে ?
- তুমি বহুত আগেই মৃত আমার কাছে । কিন্তু সবচেয়ে বড় জিনিসটা আমাকে দিয়েছ বলে ভুলে যেতে পারছি না । এটাও কারণ নয় এখানে আসার । যদি তোমার ছেলে ঘুমের ঘোরে মা বলে ডাক না দিত তাহলে আসতাম না । তানভীর...... বাবা তোমার মা এসেছে ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৪

বর্ষন হোমস বলেছেন: একটি সম্পর্কের শেষ পরিণতি

১৩ ই মে, ২০১৭ রাত ১১:২০

ৎৎৎঘূৎৎ বলেছেন: শেষ পরিণতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.