নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।
আমাকেও ঝুলিয়ে দিন। আমি বোবাকালা পুরুষ। আমি পুরুষজাতির প্রতিনিধিত্ব করি। আমি তনু হত্যার বিচার চাওয়ার আগে প্রশ্ন তুলি,এটাই কি সবচেয়ে শালীন ড্রেস ছিল মেয়েটার? ব্যানারে দেয়া? আমি হেরে যাই নারীর কাছে। আমি আবার কুত্তা প্রমানিত হই। আমি খবর নেই তখন যখন ফেসবুকের হোমপেজে নিউজ দেখি। আমি ভুলে যাওয়ার চেস্টা করি এই ঘটনাকে। অপেক্ষা করি আরো একটি ঘটনার। আমি মোমবাতি বা মশাল দেখিনা। আমি দেখি দাঁড়িয়ে থাকা মেয়ে গুলোকে। তাদের অবয়ব দেখি। সেলফি তোলা দেখি। দেহসৌষ্ঠব দেখি। আমি বিচার চাইতে যাইনি। আমি রক্তে লাল হাতের ছাপ যেটা ব্যানারে ছিল তা দেখতে গিয়েছিলাম। আমার কোন মেয়ের বিচার চাওয়ার ভঙ্গি দেখে চোখে কান্না আসেনা। আমি দেখি আজ ও কি পড়ে এসেছে পড়নে। আমি তনুর মৃত্যুর কারনে বিচলিত হইনা। মৃত্যুর হিংস্রতা দেখে বিশ্লেষনে মত্ত হই আর জ্ঞান ছাড়ি। আমি কোন নিকট জনের স্ট্যাটাসে পুরুষবর্জনের কথা শুনে ঠিক করি তাদের থেকে দূরে থাকার। আমি বোবাকালা পুরুষ। আমাকেও ঝুলিয়ে দিন। আমি অন্তত কোন নারীর কাছে হারতে চাই না। বড় ইগোতে লাগে। আর কতবার ক্ষমা চাইবো? কয়জনের কাছে চাইবো?
এরা অসুস্থ। এদের সাহায্য দরকার। যদি কিছুই পাওয়া না যায় এদের মগজে,,,,,,,,,,
প্লিজ ঝুলিয়ে দিন। তনুর জন্য নয়। আমার জন্য। যাতে পুরুষ হবার কারনে আমার ইগোটা ঠিক থাকে।
মা, আবার যে হেরে গেলাম তোমার কাছে।
©somewhere in net ltd.