নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

কখনো বই চুরি করেছেন কি? নামটা কি?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

আমি সর্বপ্রথম একটি বই চুরি করি তাও পাব্লিক গ্রন্থাগার থেকে। আসলে স্বীকার করতে কোন বাধা নেই যে আমি সাধু নই। আসলে বইটা খুজে পাচ্ছিলাম না। একবার পড়েই প্রেমে পড়ে গিয়েছিলাম। বইয়ের নাম 'সবকিছু ভেঙে পড়ে'। আসলে গোয়েন্দা কাহিনীতে মগ্ন থাকা আমি বুঝতেই পারছিলাম না যে অন্য বই আমাকে এতটা নাড়িয়ে দিতে পারে। আবার কিশোর বয়সের নিষিদ্ধ আনন্দ নেয়ার উপলক্ষও ছিল। আর হতচ্ছাড়া লাইব্রেরিয়ান আমাকে বইটি ধারও দিতে চাচ্ছিল না। হুমায়ুন আজাদের এই বইটি আমার ভেতরের নোংরামী ধরিয়ে দিয়েছিল আবার কিছু অমোঘ সত্য চিনিয়ে দিয়েছিল। মোট কথা আজকের ভুমিকম্পের মত নাড়িয়ে দিয়েছিল। আমি বইটি আর ফেরত দিইনি। আবার আমার থেকেও চুরি হয়ে গেছে। অসাধারন একটি বই। আপনাদের আছে কোন বই এমন, যা আসলে চুরি বলতে ইচ্ছা হয়না। পড়ে নিতাম। নামটা বললেও চলবে। কি বিপদে পড়লেন?

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন: এলাকায় একটা পাঠাগার খুলেছিল বড় ভাইয়েরা।
আমাকে সহ-সাংগঠনিক এর পদ দিয়েছিল। বই তোলার কাজ ছিল আমার।

ঐখানে সেবার কিছু বই আমার অপড়া ছিল। কলেজে পরীক্ষা চলছিল তাই তড়িঘড়ি পড়তেও পারছিলাম না। পরে পড়েও আর ফেরত দেই নাই। বই আবার নিজের হাতছাড়া করতে কষ্ট লাগে আমার।

এইটাকে চুরি কাউন্ট করলে - বেশ কিছু বই ই চুরি করেছি।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

ফুয়াদ আল আবীর বলেছেন: আসলে আমি প্রথম যে বইটা চুরি করি, সেটা স্কুলের লাইব্রেরী থেকে, ক্লাস সিক্‌স বা সেভেনের সহপাঠ... তখনও আমাদের সহপাঠ পড়ার বয়েস হয় নি... তারপর আসেপাশের ভাই-বেরাদারদের কত যে বই চুরি করেছি তার ইয়ত্তা নেই...

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

শায়মা বলেছেন: না করিনি!!!!!!!!

ধরা পড়লে কি বলবে মানুষ!!!!!!!!!!!

সেই ভয়ে করিনি!!!!!!!!!!!!

আমি খুবই ভীতু তো!!!!!!!!:(

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

ৎৎৎঘূৎৎ বলেছেন: বিদ্যা আহরনে হিংস্র আপু। এছাড়া আর কিছু না। ভাবছিলাম কয়েকটা বইয়ের নাম পেয়ে যাব রিকমান্ডেশন হিসেবে।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

হাসান মাহবুব বলেছেন: কুয়েটের লাইব্রেরিতে হাজারো পাঠ্যবইয়ের মাঝে কীভাবে যেন "সমকালীন জার্মান সাহিত্য" বা এর কাছাকাছি নামের একটা বই ছিলো। ওটা চুরি করেছিলাম। ওখানে একটা দারুণ স্যাটায়ার গল্প ছিলো 'i' । আমার অত্যন্ত প্রিয় একটা গল্প। বইটা হারায়ে ফেলছি। আফসোস লাগছে ভেবে। আরেকটা পাঠ্যবইও চুরি করেছিলাম পাওয়ার সিস্টেমের ওপর।
এই দুটোই।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

আরণ্যক রাখাল বলেছেন: অসংখ্য। লিস্ট করতে বসলে দিন রাত আর রাত ভোর হয়ে যাবে!

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

রাবেয়া রব্বানি বলেছেন: একটা। পাখিদের ও আছে নাকি মন বইটা।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

ৎৎৎঘূৎৎ বলেছেন: এইরে! এত শোয়াজনিগারের স্বীকারোক্তি। "আমি সাধু নই"। আমার উক্তি, বই চুরিতে আমার পাপবোধ নেই।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

তার আর পর নেই… বলেছেন: নেওয়ার সময় বলে নিতাম, ভাল লাগলে ফেরত দিতাম না।

গার্সিয়া মার্কেজের এই বইটা আমি পড়তে চেষ্টা করেছিলাম, কিন্তু শুরুটা দেখে কোনভাবেই আর এগোতে পারিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.