নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ছবি -নেট থাকে ]
বাংলাদেশকে নিয়ে ভয়ের(দেউলিয়া) কিছু নাই।কোনো দেশের সাথে তুলনায় করছি না। বরং ভিন্ন ভাবে বিষয়টি বলতে চাইছি।সরকারের পক্ষে/বিপক্ষে নয়। উদাহন স্বরূপ বলা যায় :- বাংলাদেশ সরকারের সমস্ত উন্নয়ন প্রকল্প বিভিন্ন দেশি/বিদেশী ঋণে তৈরী হচ্ছে। প্রতিটি প্রকল্পে ঋণের অংশ প্রায় শতভাগ। (পৃথিবীর সকল দেশই ঋণ করে। )
আমার দেখা অনুযায়ী :-
ফ্রান্সের পিএসজি ফুটবল ক্লাবটি ঋণ করেছে কি না সেটা জানি না তবে গত মৌসুমে ২২০ মিলিয়ন ইউরোর বেশি লোকসানের কথাদিয়েয়েছিল। তার আগের মৌসুমে ৭০০ মিলিয়ন ইউরোর বেশি লোকসানের কথা বলেছিল। অথচ তারাই এখন ৬০০ মিলিয়নের অধিক পারিশ্রমিকে এমবাপেকে দলে রাখছে।(বিভিন্ন সময়ে পরিশোধ করবে)
অতএব দেখা যাচ্ছে ,ভবিশ্বতে লাভবানের আশায় এই বিনিয়োগ গুলি হচ্ছে।
মূল কথা :-
একটি দেশ ও একটি দল ঋণ করে(ধরেনেই পিএসজি তার মালিকের কাছ থেকেই ঋণ করেছে) যে বিনিয়োগ করছে তাতে
বাংলাদেশের লক্ষ ক্ষুদা নিবারণ এবং পিএসজির লক্ষ মর্যাদা বৃদ্ধি করুন। পিএসজির বিনিয়োগ বৃথা গেলে তাদের সম্মানটা আগের মতোই থাকবে তবে বাড়বেনা। আর বাংলাদেশের বিনিয়োগ বৃথা গেলে। ....কি হবে যানা নেই !?
২২ শে মে, ২০২২ রাত ১১:৩৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
সবচেয়ে বেশি ঋণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ (এমব্যাপে!)
২| ২২ শে মে, ২০২২ রাত ১০:০৮
জগতারন বলেছেন:
মন্তব্য পরে করবো এখন লাইক দিয়ে গেলাম।
২২ শে মে, ২০২২ রাত ১১:৩৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
(লাইক চাইনা) ,এরচেয়ে বিস্তারিত পোষ্ট লিখুন
সরকারের পক্ষে/বিপক্ষে নয় ,দেশের পক্ষে।
৩| ২২ শে মে, ২০২২ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: আপাতে ভরসা রাখুন।
আপা কে চিনতে পেরেছেন নিশ্চয়ই?
২৩ শে মে, ২০২২ রাত ১২:২৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ভরসা রেখেছি বলেই বিশ্লেষণ
৪| ২৪ শে মে, ২০২২ রাত ৮:৩৪
জগতারন বলেছেন:
দলের নির্ভরতা আত্মবিশ্বাসের জন্য বাহির থেকে ধার করায় সমর্থন করি।
তবে এবার বিশ্বকাপটি আর্জেনটিনা ও মেসি'র কলে এসেই পড়ুক প্রার্থনা করি।
.।.।.।
আমার দেশের ভালোর জন্যও আমার একই ভাবনা।
আপনি ভ্লো থাকুন প্রতিদিন বাংলা কামনা করি।
আমি আপনার প্রতিটী পোষ্ট পড়ে থাকি।
আজথেকে আপনার অনুস্মরন নিলাম।
২৬ শে মে, ২০২২ দুপুর ১২:০০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আসলেই সে একবার বল দখলে নিলে,অন্তত ইটা মনে হয় বলটি নষ্ট হবে না (টিমের কাছেই থাকবে)
আমরা পাবলিকরা সরকারের চেয়ে ও খারাপ।
.................
আমি লিখি বিভিন্ন সংবাদ এর নিজের মতামত। পোস্ট/ব্লগ/কলাম /..... এর আওতায় পরে কিনা জানিনা ,জানতেও চাইনা।
মুলু সংবাদটি হুবহু নিয়ে এসে আগে পরে নিজ মতামত বলি
অনুসরণ করার কিছু নেই (ব্যাক্তি ইচ্ছা ) আসলে যে যার ভালো চায় ,মন থেকেই চলে আসে সংবাদ এর মতামত
আপনিও লিখুন ,ফলাফল যা হবে দেখা যাবে।
আল্লাহ সহায় (যার যার ধর্ম অনুযায়ী )
৫| ২৪ শে মে, ২০২২ রাত ৮:৪৪
জগতারন বলেছেন:
রাজীব নুর বলেছেন:
আপাতে ভরসা রাখুন।
আপা কে চিনতে পেরেছেন নিশ্চয়ই?
প্রথম বাক্য লিখুনঃ
আপা'তে ভরসা রাখুন।
.।.।
আমার বক্তব্যও ঐ একই রকম;
আপা'তে বা আপা-এর কর্মকান্ডে ভরসা রাখুন দেশবাসী।
আপা দেশের প্রতি ও দেশের মানুষদের জন্য যেনেশুনে কনও মুনাফেকী করতে পারেন না।
দেশের জন্য ও দেশের মানুষদের জন্য কল্যানকর কাজ করা তার নৈতিক দায়ীত্ব।
এই দেশের জন্যই সে, তার ম্যা, বাবা, ভাই-ভাইবৌ ও আত্মীয় স্বজনদের স্নেহ ও ভালোবাসা চিরদিনের হারিয়েছেন।
২৬ শে মে, ২০২২ দুপুর ১২:১১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ভরসা বেশি ছিল,(মুজিবের বেটি ,রেহানাও আসবে সম্ভবত ) কিছু আছে,কিছু নেই (দেশ চালাতে অনেকের অনেক অন্যায় আবদার তিনি মেনে নিচ্ছেন মনে হয়) যেমন রেন্টাল বিদ্যুৎ (ফারুক সিন্ডিকেট ) ,ঢাকার জ্যাম(ফ্লাই ওভার মেট্রো রেল সম্ভব অপরিকল্পিত) ,স্টক (দরবেশ) বিভিন্ন হাওর নদীর বাঁধ। ......
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
সরকারের এমবাপ্পে কে?