নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি নেট থেকে
যুক্তরাজ্যের ২৫ শতাংশ মানুষ এক বেলা কম খাচ্ছে: এক জরিপে সে কথা প্রকাশ পেয়েছে। বিষয় সেটা নয় ,বিষয় হলো ,এই কথাটি যদি বাংলাদেশ মন্ত্রী আমলা ব্যাবসায়ীরা জানে তখন কি অবস্থা হবে। প্রথমেই আমার মনে এই প্রশ্নটি এসেছে । [আমরা সমবেদনা জানাই]
আর ভাবি ,আমাদের মন্ত্রীরা কি বলবেন এবার ,মানে মিষ্টিকুমড়া, বাদাম তেল..... তবুও খাওয়ার উপদেশ পেয়েছিলাম এখন না জানি কি হয় বা বলে সরকার !? ....
হয়তো বলতেও পারে -
"দু`চার দিন না খেলে মানুষ মরেনা"
গ্রেটব্রিটেনের দিকে তাকালেই আমরা বুঝি !?
সংবাদে প্রকাশ (হুবহু )
মূল্যস্ফীতির কারণে নানা দেশ এখন বিপদে। এ জন্য পণ্যমূল্য বাড়ছে। বিপাকে পড়ছে মানুষ। উন্নত বিশ্বের দেশগুলোও পড়ছে এ বিপাকে। বাদ পড়েনি যুক্তরাজ্য। বর্তমানে দেশটির মূল্যস্ফীতি ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে বেড়েছে জীবনযাপনের খরচ। ঘর গরম রাখার জন্য যে হিটিং ব্যবস্থা, তা–ও বন্ধ রাখছেন তিনজনের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক। গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন অনেকে। কেউ কেউ কোনো কোনো বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন। ইপসোস নামের জরিপ সংস্থার এক সমীক্ষা প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এসব কথা বলা হয়েছে। ইপসোস গ্রুপ একটি বহুজাতিক বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান। এদের সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে।
জরিপে বলা হয়েছে, জীবনযাপনের খরচ অনেকটাই বেড়েছে যুক্তরাজ্যে। এ কারণে গ্যাস–বিদ্যুতের বিল বাঁচাতে ঘর গরম রাখার হিটিং ব্যবস্থা বন্ধ রাখছেন প্রতি তিনজনের মধ্যে দুজন। গাড়ি চালানো কমিয়েছেন ৫০ শতাংশ মানুষ। ২৫ শতাংশ মানুষ কোনো কোনো বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন। নিম্ন আয়ের অনেক মানুষের মধ্য এক-তৃতীয়াংশ জানিয়েছেন, মূল্যস্ফীতির কারণে তাঁরা কোনো কোনো বেলার খাবার খেতে পারেননি।
১৯ শে মে, ২০২২ বিকাল ৫:৪৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমাদের সম্মানার্থে ওদের ত্যাগঅতুলনীয় !
২| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা!
১৯ শে মে, ২০২২ বিকাল ৫:৪৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক কিনা !
আমাদের সম্মানার্থে ওদের ত্যাগঅতুলনীয় !
৩| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাংলাদেশে চলে আসুক। বাংলাদেশ ভাল অবস্থায় আছে।
১৯ শে মে, ২০২২ বিকাল ৫:৪৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
প্ররিত আপ্যায়নে রাউন্ড টিকেট (বা) দেয়া ভদ্রতা !
৪| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ বেশি খায়। খেয়ে অসুস্থ হবে। তবু খাবে।
১৯ শে মে, ২০২২ বিকাল ৫:৪৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক তবে
সরকার বেশি মহান
৫| ১৯ শে মে, ২০২২ রাত ৯:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরকা, হিলেতের মানুষের কথা
ভেবে দুঃ চন্তা করে ঘুম নষ্ট করার
সিময় কই! আমরাও সে দিকে
যাচ্ছি।
১৯ শে মে, ২০২২ রাত ৯:৩৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমাদের জাতীয় চরিত্র হচ্ছে -
নিজের অবস্থা যাই হোক ,অন্যের সমস্যায় পুলকিত হই !
৬| ১৯ শে মে, ২০২২ রাত ৯:৩৬
খাঁজা বাবা বলেছেন: ওরা হয়ত ডায়েটে আছে।
আমাদের দেশেও টাকাওয়ালারা না খেয়ে থাকে।
ওদের দেশে মূল্যস্ফিতি কত আর আমাদের দেশে কত দেখেছেন?
যদিও আমাদের দেশের মূল্যস্ফিতির তথ্য সঠিক নয়।
১৯ শে মে, ২০২২ রাত ১১:২৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সেটাই, ধনীদের ব্যাপারে তাই !
৭| ১৯ শে মে, ২০২২ রাত ১০:১০
গরল বলেছেন: অবস্থা সব খানেই একই রকম, আমরাও এখন অপ্রয়োজনীয় সব কিছু এড়িয়ে চলছি। আগে দুবেলা কেনা রেডি খাবার খেতাম, এক বেলা রান্না খাবার। এখন শুধু ব্রেকফাস্ট বাদে বাকি সব কিছু রান্না করে খাওয়ার চেষ্টা করছি। গ্যাস প্রাইসের কারণে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি বাদ দিচ্ছি। ঘরের তাপমাত্রা এক-দু ডিগ্রি কমিয়ে রাখছি যাতে হিটার কম চলে। কিছু কিছু আইটেম শুধু সেলে পেলেই কিনছি, সেল না পেলে কিনছি না।
১৯ শে মে, ২০২২ রাত ১১:৪০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ডলারের হিসাবে (মূল ইইউ ১১/১২ দেশে ইউকে সহ )
গ্যাসের লিটার পানির চেয়ে কম (২ ডলার এদিক ওদিক )
বিদ্যুৎ বিল গড় মূল বেতনের ৬০%-৭০% ভাগের ১(মাসে ২৫০০ ডলার বেতন)
যদি আয় না থাকে তবে সেটা ভিন্ন কথা !
......
অতএব ওখানে জীবন যাত্রা প্রায় স্বাবাবিক (জরিপে বেশি বলেছে ) !?
৮| ১৯ শে মে, ২০২২ রাত ১১:৩৭
কলাবাগান১ বলেছেন: [link|1 US dollar= 200 Pakistani Rupees
৯| ১৯ শে মে, ২০২২ রাত ১১:৪৭
কলাবাগান১ বলেছেন: Click This Linkpakistani-rupee-to-inr-dollar-usd-pkr-all-time-low-
উপরের লিং ঠিক হয় নাই .। মুছে দিবেন প্লিজ।
১৯ শে মে, ২০২২ রাত ১১:৫৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
অপ্রয়োজনীয় লিংক ,তাই মুছবো না ,সরি
১০| ২০ শে মে, ২০২২ রাত ১২:১২
ক্ষুদ্র খাদেম বলেছেন: এইখানে তো কোনও অভাব দ্যাকতে পাইতে আছি না ... আপনে আবার ভায়া কই থিকা আইলেন???
২০ শে মে, ২০২২ রাত ১২:৫৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমাদের ডিকশনারিতে অভাব শব্দ নাই,আছে উ.... !
১১| ২০ শে মে, ২০২২ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: আমি কম খাই না।
আমি প্রচুর খাই।
২০ শে মে, ২০২২ রাত ১২:৫৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
খেতে পারা ভালো
১২| ২০ শে মে, ২০২২ বিকাল ৪:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিশ্বাস হচ্ছে না। অতিরঞ্জিত খবর মনে হচ্ছে।
২০ শে মে, ২০২২ রাত ৮:০৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সব না হলেও কিছুতো সত্য !
কত প্রতিষ্ঠান ই তো কত ভাবে জরিপ করে
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:০১
জুল ভার্ন বলেছেন: