নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী`র কৃচ্ছতা সাধন মানতে না পারায় দুঃখিত নন তারা !

১৭ ই মে, ২০২২ সকাল ৮:০০

মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের চার সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল সন্ধ্যা সাতটায়। [ফর্মাল টাই নেই একজনেরও(যদিও বাধ্যবাধকতা নেই !) ,দেশের কি উদ্ধারে যাচ্ছেন ,নাকি ব্যাক্তিগত সম্পদ তদারকিতে জনতার জানার কথা নয় তবে - প্রধানমন্ত্রীর ঘোষণা টুকু সন্মান দেখতে পারতেন ]
সফরটি হবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির পক্ষ থেকে। এই কমিটির সভাপতি ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দলে আরো রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি কমিটির সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের সংসদীয় এই দল। পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা। সফরে প্রতিনিধি দলের সদস্যরা ৬-৭
দু`দিন আগেই প্রধানমন্ত্রী বলেছেন -
মহামারী করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা চলছে। বাংলাদেশেও সরকারের ব্যয় বাড়লেও কমে গেছে রাজস্ব আদায়। এমন পরিস্থিতিতে আর্থিক সংকটের কারনে সকলকে মিত্যব্যয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আপ্যায়ন, স্টেশনারি পন্য, বিদেশ সফর, গাড়ি কেনার জন্য ব্যয় কমাতে বলেছেন মন্ত্রনালয়গুলোকে।
রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতিয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অনেকেই বলতে পারেন
১)এই সফর দেশের জন্য গুরুত্ত্বপূর্ণ
২)অনেক আগেই নির্ধারিত ছিল ,তাই যেতেই হবে ,তাই যাচ্ছে।
আসলে ,
নিৰ্দিষ্ট কোনো গুরুত্ত্বপূর্ণ আলোচনা থাকলে অবশ্যি সফরের ঘোষণায় থাকতো ,যা থাকে সর্বদা। !

[ছবি ও লেখা -পত্রিকা থেকে প্রায় হুবহু ]

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২২ সকাল ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্ত্রী এমপিরা নিজেদের মে-মেয়র জামাই-ভাবি, ভাতিজাদের নিয়ে সফর করে কৃচ্ছতা সাধন করে।

১৭ ই মে, ২০২২ সকাল ১১:৫২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বয়স হয়েছে ,দেখাশুনার লোক লাগে। অর্থাৎ যাদের নিজেদের দেখতে লোক লাগে,তারা দেখাশুনা করে ১৭ কোটির (প্রতি বছরের নোবেল যায় কোই !)

২| ১৭ ই মে, ২০২২ দুপুর ১:৩৫

নতুন বলেছেন: এটাতো যারে দেখতে নারি তার চলন বাকার মতন লেখা।

আয়ামিলিগ যা করে সেটাই খারাপ এই মন মানুষিকতা থেকে বের হয়ে আশা উচিত্

১৭ ই মে, ২০২২ দুপুর ২:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ভালো বলেছেন।
[আ `লীগের প্রধানমন্ত্রীর পক্ষে বললে,আ `লীগের নেতাদের/এমপিদের বিপক্ষে গেল করণীয় কি ,আমার জানা নেই ]

৩| ১৭ ই মে, ২০২২ দুপুর ২:৪৩

নতুন বলেছেন: [ফর্মাল টাই নেই একজনেরও(যদিও বাধ্যবাধকতা নেই !) ,দেশের কি উদ্ধারে যাচ্ছেন ,নাকি ব্যাক্তিগত সম্পদ তদারকিতে জনতার জানার কথা নয় তবে - প্রধানমন্ত্রীর ঘোষণা টুকু সন্মান দেখতে পারতেন ]

মিটিং সম্ভবত ২দিন আগে ঠিক হয়নাই। যে প্রধানমন্ত্রীর কথা এরা রাখে নাই।

আর অন্য দেশের সাথে আলোচনা খারাপ কিছু না। যদি বঙ্গবন্ধুর স্টাচু বানাতে যদি এরা স্টাচু অফ লিবাটি দেখতে যাইতো তবে সেটা নিয়া বলতেন।

১৭ ই মে, ২০২২ দুপুর ২:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক বলেছেন।
প্রধানমন্ত্রীর এমন হটকারী সিদ্ধান্ত মণ যায় না !
.
.
[আ `লীগের প্রধানমন্ত্রীর পক্ষে বললে,আ `লীগের নেতাদের/এমপিদের বিপক্ষে গেল করণীয় কি ,আমার জানা নেই ]

৪| ১৭ ই মে, ২০২২ বিকাল ৪:০৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: খরচার টাকা গুলো কি জনগনের না তাহাদিগের?

১৭ ই মে, ২০২২ বিকাল ৫:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সরকারের টাকা না নিলে ,সরকারকে আপমান করা হবে বিধায়,সন্মান রেখেছে !

৫| ১৭ ই মে, ২০২২ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: সরকারি ভ্রমনের মজাই আলাদা।

১৮ ই মে, ২০২২ ভোর ৫:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ , বুঝাই যাচ্ছে , সাহেবরা কাজে নয়,ভ্রমণে আছেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.