নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ের আগে নর নারী র ভালোবাসা,পৃথিবীর শ্রেষ্ঠ ধোকা
শারীরিক সম্পর্ক ছাড়া ভালোবাসা রেজিস্ট্রি(দুজনের মৌখিক) হয় না,আর পূর্ণতা পায় না সন্তান উৎপাদনের আগে পর্যন্ত।অর্থাৎ :-
ভালোবাসার মূল লক্ষ-বিয়ে, সংসার, সন্তান উৎপাদন ও পরিচর্যা।যদি তাই হয় ,তবে ,বিয়ের আগে
এই ভালোবাসা র অর্থ হলো ধোকা বা জালিয়াতি। যা পৃথিবীর জঘন্য তম কাজ। !
কেনো ?
উত্তর -
প্রথম ধোকা :-
এই সময়টাতে নরনারী জানেনা তাদের বিয়ে হবে হবেনা ,তারপরেও দুজনেরই আশা আশ্বাস প্রতিজ্ঞা`য় মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ আশা আশ্বাস প্রতিজ্ঞা (অর্থাৎ পৃথিবীর শেষ্ঠ ধোকা ,যদি বিয়ে হয়েও যায় পরবর্তী সংসার, সন্তান উৎপাদন ও পরিচর্যা `য় অমিল ঘটবেই )
দ্বিতীয় ধোকা :-
পিতামাতা ও পরিবারের সাথে ধোকা
ভালোবাসারত সেই নরনারী জানে না ,তাদের মিলনে পরিবার মত দিবেন কিনা ! তার পরেও যে সম্পর্কে জড়ায় তার অর্থ হলো -পরিবারকে ধোকা দেয়া (অর্থাৎ পৃথিবীর শেষ্ঠ ধোকা।তারপর যারা পরিবারের অমতে বিয়ে করবে,তাদের বিষয়ে বলা যায় );-যাদের মাধ্যমে পৃথিবীতে এলো,বড়ো হলো,শিক্ষিত হলো ,যে নরনারী তাদের ধোকা দিতে পারে তারা পারেনা এমন কিচি পৃথিবীতে নাই অর্থাৎ পরবর্তী ধোঁকার জন্য নরনারী যেন প্রস্তুত থাকে।
১৩ ই মে, ২০২২ বিকাল ৪:৪২
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
পক্ষে নয় ,বিপক্ষে পয়েন্টে বলুন বা নীরব থাকুন
২| ১৩ ই মে, ২০২২ বিকাল ৫:৪১
নতুন বলেছেন: বিয়ের আগে নর নারী র ভালোবাসা,পৃথিবীর শ্রেষ্ঠ ধোকা
শারীরিক সম্পর্ক ছাড়া ভালোবাসা রেজিস্ট্রি(দুজনের মৌখিক) হয় না,আর পূর্ণতা পায় না সন্তান উৎপাদনের আগে পর্যন্ত।
নরনারী একে অপরের প্রতি আর্কষন অনুভব করে মানবিক বোধ থেকে, বিয়ে সামাজিক একটা নিয়ম যেটা সমাজে একসময় সৃস্টিকরেছিলো মাত্র।
শারিরিক আর্কষন থেকে কাছে আশা পরে মনের মিল থেকে ভালোবাসা এর সাথে বিয়ের কোন সম্পর্ক নাই।
একটা সময় বিয়ের নিয়ম সমাজে দরকার ছিলো হয়তো এমন একটা সময় আসবে যখন সেটার আর দরকার থাকবেনা।
আমার কথা আপনার পছন্দ হবেনা। সম্ভবত বুঝতে কস্ট হবে পুরো বিষয়টা।
১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
নতুন বলেছেন:
একটা সময় বিয়ের নিয়ম সমাজে দরকার ছিলো হয়তো এমন একটা সময় আসবে যখন সেটার আর দরকার থাকবেনা।
আমার কথা আপনার পছন্দ হবেনা। সম্ভবত বুঝতে কস্ট হবে পুরো বিষয়টা।
..............................
ঠিক বলেছেন
সমাজে ভিন্নমত থাকা স্বাবাবিক। যাদের বিয়ের দরকার নাই ,তাদের পাত্র পাত্রী পরিবর্তনেরও জবাবদিহিতা নাই। এমতাবস্থায় সন্তানের মাতৃ পরিচত থাকলেও পিতৃপরিচয়ের দরকার নাই (ডিএনএ টেস্ট সার্টিফিকেট ছাড়া উপায় নাই)
বিয়ে ছাড়া সন্তান উৎপাদন আগেও ছিল আছে থাকবে। যে যার নিয়মে চলবে সমাজের মাথা ব্যাথা নাই।
৩| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৪
মিরোরডডল বলেছেন:
নতুনের সাথে সহমত ।
বিয়ে একটা সামাজিক রীতি নারী পুরুষের সম্পর্কের বৈধতা এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয় জড়িত যেটা যুগ যুগ ধরে চলে আসছে । ধর্মীয় অনুশাসনেও বিয়ে বাধ্যতামূলক করা হয়েছে বলেও মানুষ এখনও বিয়ে করে । তা না হলে মনে হয়না কেউ বিয়ে করতো ।
মানুষের প্রতি মানুষের আকর্ষণ এটা একটা সহজাত প্রবৃত্তি । ভালোলাগা, ভালোবাসা থেকে কাছে আসা । অনেকেই বিয়ে করেও আবার আলাদা হয়ে যাচ্ছে, আবার অনেকে বিয়ে না করেও সেই ভালোবাসা, কমিটমেন্ট আর শ্রদ্ধাবোধ নিয়ে লাইফটাইম একসাথে কাটিয়ে দিচ্ছে ।
১৩ ই মে, ২০২২ রাত ৮:০৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,ঠিক বলেছেন
মিরোরডডল বলেছেন:
মানুষের প্রতি মানুষের আকর্ষণ এটা একটা সহজাত প্রবৃত্তি । ভালোলাগা, ভালোবাসা থেকে কাছে আসা ।
..............................
মানুষের প্রতি মানুষের এই আকর্ষণ
যাদের বিয়ের দরকার নাই ,তাদের পাত্র পাত্রী পরিবর্তনেরও জবাবদিহিতা নাই। এমতাবস্থায় সন্তানের মাতৃ পরিচত থাকলেও পিতৃপরিচয়ের দরকার নাই (ডিএনএ টেস্ট সার্টিফিকেট ছাড়া উপায় নাই)
বিয়ে ছাড়া সন্তান উৎপাদন আগেও ছিল আছে থাকবে। যে যার নিয়মে চলবে সমাজের মাথা ব্যাথা নাই।
৪| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৭
জ্যাকেল বলেছেন: ইসলামের সবচেয়ে বড় অপরাধ বিয়ের বয়স ঠিক করে না দেওয়া। বিয়ের আগে নর-নারীর ভালবাসা শতকরা ৮০ ভাগ সময়েই দেখা যায় শুধু ঠকা খাওয়া। তাই বিয়ের আগের পুংটামি নিরুৎসাহিত করা উচিত।
১৩ ই মে, ২০২২ রাত ৮:১০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ধর্ম বিষয়ে ভিন্ন মত থাকতেই পারে যদিও ধর্ম নিয়ে কিছু বলিনি
বাকিটা একমত
৫| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৯
শায়মা বলেছেন: ভাইয়ু,
ধোকা খাবার লেখা লিখতে গিয়ে তো নিজেই বোকা হয়ে গেলে.....
১৩ ই মে, ২০২২ রাত ৮:১৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
পোস্ট নাপড়ে মন্তব্যের মন্তব্য করা স্রোতে হা ভাসানো।
আর আর অতি আধুনিকতায় যারা বলছে তারা নিজ সন্তানের পরিচয় ডিএনএ টেস্ট ছাড়া বলতে পারবেনা।সমাজে সমাজে প্রতিষ্ঠা ও করতে পারবেনা বা পারেনা (পারে শুধু তর্ক করতে ) কারণ :-
যাদের বিয়ের দরকার নাই ,তাদের পাত্র পাত্রী পরিবর্তনেরও জবাবদিহিতা নাই। এমতাবস্থায় সন্তানের মাতৃ পরিচত থাকলেও পিতৃপরিচয় নাই (ডিএনএ টেস্ট সার্টিফিকেট ছাড়া উপায় নাই)
বিয়ে ছাড়া সন্তান উৎপাদন আগেও ছিল আছে থাকবে। যে যার নিয়মে চলবে
৬| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: একমত নই।
১৩ ই মে, ২০২২ রাত ৮:২১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
একমত হওয়া বাধ্যতামূলক নয়
[আর অতি আধুনিকতায় যারা বলছে তারা নিজ সন্তানের পরিচয় ডিএনএ টেস্ট ছাড়া বলতে পারবেনা।সমাজে সমাজে প্রতিষ্ঠা ও করতে পারবেনা বা পারেনা (পারে শুধু তর্ক করতে )] কারণ :-
যাদের বিয়ের দরকার নাই ,তাদের পাত্র পাত্রী পরিবর্তনেরও জবাবদিহিতা নাই। এমতাবস্থায় সন্তানের মাতৃ পরিচত থাকলেও পিতৃপরিচয় নাই (ডিএনএ টেস্ট সার্টিফিকেট ছাড়া উপায় নাই)
বিয়ে ছাড়া সন্তান উৎপাদন আগেও ছিল আছে থাকবে। যে যার নিয়মে চলবে
৭| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪২
মিরোরডডল বলেছেন:
জ্যাকেল বলেছেন: ইসলামের সবচেয়ে বড় অপরাধ বিয়ের বয়স ঠিক করে না দেওয়া। বিয়ের আগে নর-নারীর ভালবাসা শতকরা ৮০ ভাগ সময়েই দেখা যায় শুধু ঠকা খাওয়া। তাই বিয়ের আগের পুংটামি নিরুৎসাহিত করা উচিত।
শুধু বিয়ের আগে বিয়ে আগে করলে হবে, বিয়ের পরেও যে মানুষ এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ করে বেড়াচ্ছে, সেটার কি হবে ? নামাজও পড়ে, হজ্বও করে আবার বিবাহিত সম্পর্কের বাইরেও দু একজন না হলে হয় না ।
যে মানুষের এথিকস আছে, মনুষ্যত্ব মূল্যবোধ আছে সে এমন কাজ করবে না যাতে তার লাইফ পার্টনারের প্রতি অসন্মান করা হয় । যে না মানার, তাকে ধর্ম সমাজ গুলিয়ে খাওয়ালেও সে তার অনৈতিক কাজকর্ম করেই যাবে । সে বিয়ের আগে হোক বা পরেই হোক । ধর্ম সমাজের বেঁধে দেয়া নিয়ম, নিয়মের মধ্যেই সীমাবদ্ধ থাকে ।
১৩ ই মে, ২০২২ রাত ৮:২৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কোনো ধর্ম বিষয়ে কিছু বলা হয়নি।
সমাজ ও পরিবার ভিত্তিক বলেছি নিজের মতো। সহমত বা ভিন্নমত তাকাতেই পারে।
যাদের বিয়ের দরকার নাই ,তাদের পাত্র পাত্রী পরিবর্তনেরও জবাবদিহিতা নাই। এমতাবস্থায় সন্তানের মাতৃ পরিচত থাকলেও পিতৃপরিচয় নাই (ডিএনএ টেস্ট সার্টিফিকেট ছাড়া উপায় নাই)
৮| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
নতুন বলেছেন: শুধু বিয়ের আগে বিয়ে আগে করলে হবে, বিয়ের পরেও যে মানুষ এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ করে বেড়াচ্ছে, সেটার কি হবে ? নামাজও পড়ে, হজ্বও করে আবার বিবাহিত সম্পর্কের বাইরেও দু একজন না হলে হয় না ।
যে মানুষের এথিকস আছে, মনুষ্যত্ব মূল্যবোধ আছে সে এমন কাজ করবে না যাতে তার লাইফ পার্টনারের প্রতি অসন্মান করা হয় । যে না মানার, তাকে ধর্ম সমাজ গুলিয়ে খাওয়ালেও সে তার অনৈতিক কাজকর্ম করেই যাবে । সে বিয়ের আগে হোক বা পরেই হোক । ধর্ম সমাজের বেঁধে দেয়া নিয়ম, নিয়মের মধ্যেই সীমাবদ্ধ থাকে ।
সহমত @মিরোরডডল
এই সাধারন বিষয়টা মানুষ বুঝতে পারেনা। তারা মনে করে ধর্মের আইনে মানুষকে বাধতে পারলেই সম্ভবত দুনিয়া বেহেস্ত হয়ে যাবে।
মানুষের মনের ভেতরে নিজেস্ব জীবন দর্শন, এথিকস , মনুষ্যত্ব মূল্যবোধ তৌরি না হলে সে দেখতে মানুষ হলেও আচরন অন্য সাধারন দশটা পশুর মতনই করতে।
১৩ ই মে, ২০২২ রাত ৮:৩৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ[সকল পর্যায় বুঝতে বিয়ের আগেব্যবহৃত হয়েছে ]
সমাজ ও পরিবার ভিত্তিক বলেছি নিজের মতো। সহমত বা ভিন্নমত থাকাতেই পারে।
................
যাদের বিয়ের দরকার নাই ,তাদের পাত্র পাত্রী পরিবর্তনেরও জবাবদিহিতা নাই। এমতাবস্থায় সন্তানের মাতৃ পরিচত থাকলেও পিতৃপরিচয় নাই (ডিএনএ টেস্ট সার্টিফিকেট ছাড়া উপায় নাই)
৯| ১৩ ই মে, ২০২২ রাত ৯:০৮
জ্যাকেল বলেছেন: @নতুন এবং মিরোরডল
ইসলামকে আপনারা জেনেছেন প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে। আমি যে দৃষ্টিকোন থেকে দেখছি সেই ইসলামের সাথে আপনারা পরিচিত না।
১। মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার সততা।
২। বিয়ে খুবই সিম্পল ব্যাপার এবং এর কনটেক্সট হল ব্যয়বহুল না হওয়া। (বাস্তবে অপজিট)
৩। নিজের পছন্দের সংগীর সাথে সেক্স করতে ইসলাম মোটেও নিরুৎসাহিত করে না। এমনকি কিছুদিন পরে মত না মিললে পৃথক হইবার নির্দেশনা আছে। আমাদের সমাজ ব্যবস্থা এবং ধারণাই ইহাকে জটিল করে তুলতেছে।
৩। জুডি/পেয়ার সংক্রান্ত অবসেশন আপনাদের ভুল ধারণা দিচ্ছে। অভিজ্ঞতা এবং বয়স এই দুটি ভ্যারিয়েবল এর কারণে মানুষের আকাংখিত যৌনসংগী পরিবর্তিত হয়।
৪। নিজের আকাংখাকে লাগাম টানার মধ্যে খারাপ কিছু নাই, ইসলাম চায় ব্যাভিচার/যৌনতা বিশৃংখলতার কারণ না হোক।
৫। ইসলামের প্রধান বৈশিষ্ট হচ্ছে সদয় হওয়া, সৎ থাকা, সভ্য থাকা, নিজের সম্পদ খরচ করে অন্যের দুঃখ দূর করা।
৬। পর্দা হচ্ছে শালীন পোশাক পরিধান করা।
কেউ যদি ইসলামের পথ মেনে নেয় তবে সে তার নফস কন্ট্রোল করতে পারবে। মানে সে পরকীয়া, অন্যের সম্পদ লোভ করা থেকে ১০০% বিরত থাকবে। ইসলামে দুয়া দুরুদ করতে ২ বার বলা হলে ২০০ বার বলা হইসে সৎ থাকতে। সত্যি কথা বলতে ইসলাম মানুষকে একটা প্রিন্সিপল এর মধ্যে দেখতে চায়। যেখানে একে অপরকে সর্বদা শান্তির পথে আহবান করবে। (প্রমাণ সালাম)
তাই অন্য ধর্মের সাথে ইসলামকে গুলিয়ে ফেললে আপনারা মারাত্মক ভুল করবেন।
১৪ ই মে, ২০২২ দুপুর ২:৩৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ভালো বলেছেন।
১০| ১৩ ই মে, ২০২২ রাত ৯:২৯
নতুন বলেছেন: কেউ যদি ইসলামের পথ মেনে নেয় তবে সে তার নফস কন্ট্রোল করতে পারবে। মানে সে পরকীয়া, অন্যের সম্পদ লোভ করা থেকে ১০০% বিরত থাকবে। ইসলামে দুয়া দুরুদ করতে ২ বার বলা হলে ২০০ বার বলা হইসে সৎ থাকতে। সত্যি কথা বলতে ইসলাম মানুষকে একটা প্রিন্সিপল এর মধ্যে দেখতে চায়। যেখানে একে অপরকে সর্বদা শান্তির পথে আহবান করবে। (প্রমাণ সালাম)
তাই অন্য ধর্মের সাথে ইসলামকে গুলিয়ে ফেললে আপনারা মারাত্মক ভুল করবেন।
ধর্ম তো ভাই মানুষকে নিয়ন্ত্রনের জন্যই সৃস্টি হয়েছে। তাই ধর্ম মানুষকে বিভিন্ন নিয়ম দিয়েছে এবং না মানলে কি সাজা সেটা বলেছে, পালন করলে কি পুরুস্কার সেটা বলেছে। সিম্পল।
কিন্তু মানুষের চেহারা যত রকমের হয় ভাবনাও তত রকমের হয়। তাই যতদিন মানুষ সমগ্রিক ভাবে মৃত্যু ভয়ে ভীত ছিলো ততদিন ধর্ম মানুষকে বোকা বানাতে পেরেছে। বর্তমানে মানুষের সামগ্রীক জ্ঞান ধর্মের বইয়ের চেয়ে অনেক বেশি তাই মানুষ ধর্মের পুরহিতের কাছে পরামর্শ নিতে যায় না।
এখন সমাজের মানুষ ধর্মের পুরহিত রাখে মন্দির, মসজিদ, গ্রীজাতে ধর্মীয় রিচুয়াল সম্পর্ন করতে বেতন দিয়ে রাখে।
এই ধর্ম ব্যবস্থার প্রভাব এই বিশ্বের উপরে কমতে শুরু করেছে এবং আরো কমে যাবে।
সামনের দিনে মানুষ আরো মানবিক হবে , মানবিকতা নৈতিকতার ভিক্তি হবে। আলো আসবেই।
১৪ ই মে, ২০২২ রাত ৩:০৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
চমৎকার বলেছেন।
আসলে এই পোস্টে ধর্ম (যে কোনো ধর্মই আনতে চাইনি এবং আনিনি ,তাহলে মূল বিষয় রেখে ধর্ম নিয়ে শুরু হবে পক্ষে/বিপক্ষে )। যেখানে বিয়ের আগে/পরে ভালোবাসা ঠিক/বেঠিক অর্থাৎ মাত্র দুটি পক্ষ ,তাতেই মন্তব্যের যে নমুনা!! আর যদি ধর্ম (ইসলাম,হিন্দু,খ্রিষ্টান .....) দিয়ে উদাহরণ দিতাম তাহলে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াবে। !
পোস্টে নিজের মত বলেছি ,কাউকে মানতে বাধ্য হতে বলিনি। ভিন্ন মত থাকলে যে কেউ বলতে পারে নিজের পক্ষে। ধস্তধস্তিরতো কিছু নেই।
প্রথম মন্তব্য দেখুন ভদ্রলোক (বেচারা !) নিজের মত বলতে কিছু নেই তবুও পন্ডিতি জাহিরে কিছু বলে গেলো ,লেজে পারা দেয়ায় সে নীরবতা পালন করছে (ধন্যবাদ প্রাপ্য )
১১| ১৩ ই মে, ২০২২ রাত ১০:০৪
জ্যাকেল বলেছেন: ধর্ম তো ভাই মানুষকে নিয়ন্ত্রনের জন্যই সৃস্টি হয়েছে। তাই ধর্ম মানুষকে বিভিন্ন নিয়ম দিয়েছে এবং না মানলে কি সাজা সেটা বলেছে, পালন করলে কি পুরুস্কার সেটা বলেছে। সিম্পল।
নফস সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু জানি না। তবে আমি নফস বলতে যা বুঝি সেটা হল মানুষের এবসলিউট ডেজায়ার, প্রবৃত্তি, চাহিদা, ভোগ ইত্যাদি।
মানুষ মানুষকে কেন হত্যা করে?
কেন আরাকানের রোহিংগাদের এই মানবেতর অবস্থা?
কেন ব্যবসায়ীরা ভেজাল দেয়?
ঘুষ দুর্নিতি অর্থ পাচার কেন করে মানুষ?
পরকিয়া/লালসা কেন?
চুরি, লুট, গুম/খুন রাহাজানি
----
এই সব খারাপ হল সামান্য কয়টা উদাহরণ। আরো কত খারাপ আছে যা বলা সম্ভব নয় এক কমেন্টে।
কথা হইতেছে মানুষ জাতি এগিয়ে যাবার একমাত্র অন্তরায় হচ্ছে খারাপ পথে চাওয়া, আদিম পথে যাওয়া, সততার চেয়ে প্রবৃত্তির পথে হাঁটা। এক কথায় ইহাই নফস।
ইসলাম এই নফস কন্ট্রোল করতে বলে, মানুষ নয়। বরং ইসলামের সরল লক্ষ্য হইতেছে মানবতা, আলোর পথ। মানবতার সুমহান পথ প্রতিষ্টা করতেই আল্লাহ ইসলাম/কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন।
১৪ ই মে, ২০২২ রাত ২:৪৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
চমৎকার বলেছেন।
আসলে এই পোস্টে ধর্ম (যে কোনো ধর্মই আন্তে চাইছি না ,তাহলে মূল বিষয় রেখে ধর্ম নিয়ে শুরু হবে পক্ষে/বিপক্ষে )আনতে চাইছি না.যেখানে বিয়ের আগে/পরে ভালোবাসা ঠিক/বেঠিক অর্থাৎ মাত্র দুটি পক্ষ ,তাতেই মন্তব্যের নমুনা দেখুন। আর যদি ধর্ম (ইসলাম,হিন্দু,খ্রিষ্টান .....)দিয়ে উদাহরণ দিতাম তাহলে বুঝতেই পারেন বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াবে। !
১২| ১৩ ই মে, ২০২২ রাত ১০:০৭
বিজন রয় বলেছেন: প্রকৃত ভালবাসা কোন কিছু মানে না। সেটা বিয়ের আগে হোক আর পরে হোক।
হিসাব করে ভালবাসা হয় না।
১৪ ই মে, ২০২২ রাত ৩:১৬
প্রতিদিন বাংলা বলেছেন: বিজন রয় বলেছেন: প্রকৃত ভালবাসা কোন কিছু মানে না। সেটা বিয়ের আগে হোক আর পরে হোক।
হিসাব করে ভালবাসা হয় না।
ধন্যবাদ ,ঠিক বলেছেন।
যাদের বিয়ের দরকার নাই ,তাদের পাত্র পাত্রী পরিবর্তনেরও জবাবদিহিতা নাই। এমতাবস্থায় সন্তানের মাতৃ পরিচত থাকলেও পিতৃপরিচয় নাই (ডিএনএ টেস্ট সার্টিফিকেট ছাড়া উপায় নাই)এবং তখন হিসাব করতেই হয় ,সমাজ মানতেই হয় হয়েছে হবে
[মুখে বলে আধুনিক পশ্চিমা সাজা যায়, দ্বায়িত্ব নেয়া সহজ নয় ]
১৩| ১৩ ই মে, ২০২২ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে শ্রেষ্ঠ সময় হলো প্রেম ভালোবাসার সময়টা। ধোঁকা আসলে সবাই দেয় না। প্রিয় মানুষটাকে কে ছেড়ে যেতে চায়?
১৪ ই মে, ২০২২ রাত ৩:২৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সেটাই বলেছি। ধোকা যেন দিতে না হয় বা ধোকায় যেন পরতে না হয় বিয়ে করে ফেলো। বিয়ের কথায় বয়স কম ,কেরিয়ার নাই.পরিবার মানবেনা ...এতো অজুহাত কেন (যাকে না ভালোবাসলে জীবন বৃথা ,তার জন্য বয়স কম ,কেরিয়ার নাই.পরিবার মানবেনা.....এগুলি কোনো অজুহাতের পর্যায়েই পরেনা )
[মুখে বলে আধুনিক পশ্চিমা সাজা যায়, দ্বায়িত্ব নেয়া সহজ নয় ]
১৪| ১৪ ই মে, ২০২২ সকাল ৯:০৪
নূর আলম হিরণ বলেছেন: বিয়ের মত গুরুত্বপূর্ণ সিদ্বান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের মতামত নেওয়া অবশ্যই প্রয়োজনীয় বিষয়। যে মানুষ গুলো এত কষ্ট করে লালন পালন করেছে তারা এটা ডিজার্ব করতেই পারে।
১৪ ই মে, ২০২২ দুপুর ১২:৪০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,ঠিক বলেছেন।
এই সাধারণ কথা না বুঝে বেশিরভাগ মন্তব্যকারী পশ্চিমা`দের উপরে পশ্চিমা সাজতে চাইছে।
যাদের বিয়ের দরকার নাই ,তাদের পাত্র পাত্রী পরিবর্তনেরও জবাবদিহিতা নাই। এমতাবস্থায় সন্তানের মাতৃ পরিচত থাকলেও পিতৃপরিচয় নাই (ডিএনএ টেস্ট সার্টিফিকেট ছাড়া উপায় নাই)এবং তখন হিসাব করতেই হয় ,সমাজ মানতেই হয় হয়েছে হবে
[মুখে বলে আধুনিক পশ্চিমা সাজা যায়, দ্বায়িত্ব নেয়া সহজ নয় ]
১৫| ১৪ ই মে, ২০২২ সকাল ১০:২৮
রানার ব্লগ বলেছেন: বিয়ের পরে নর নারীর ভালোবাসা যে এক্কে বারে পিউর গদোগদো প্রেম এটা আপনাকে কে বললো ?? এমন হাজারো বৈবাহিক জীবন আছে যারা দুইজন দুইজনকে সারা জীবন ঘৃনা করেই আসছে কিন্তু লোক লোউকিকতার ভয়ে ছাড়তে পারে না । এই সব ফালতু চিন্তা থেকে যতো তাড়াতাড়ি বের হয়ে আসবেন ততই আপনার ও দেশের জন্য মঙ্গল ।
প্রেম তা যে কোন সময় যে কোন রুপে আসতে পারে ।
১৪ ই মে, ২০২২ দুপুর ১২:২১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
রানার ব্লগ বলেছেন: বিয়ের পরে নর নারীর ভালোবাসা যে এক্কে বারে পিউর গদোগদো প্রেম এটা আপনাকে কে বললো ?? এমন হাজারো বৈবাহিক জীবন আছে যারা দুইজন দুইজনকে সারা জীবন ঘৃনা করেই আসছে কিন্তু লোক লোউকিকতার ভয়ে ছাড়তে পারে না । এই সব ফালতু চিন্তা থেকে যতো তাড়াতাড়ি বের হয়ে আসবেন ততই আপনার ও দেশের জন্য মঙ্গল ।
লেখক-
কোথাও বলিনি বিয়ের পর গদগদ ভালোবাসা বা অমুক তমুক!
পোস্টের পক্ষে/বিপক্ষে পারলে যুক্তি দিন বা নীরব থাকুন। এটাই নিজের ও পৃথিবীর জন্য মঙ্গল।
১৬| ১৪ ই মে, ২০২২ সকাল ১১:৪১
নতুন বলেছেন: নফস সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু জানি না। তবে আমি নফস বলতে যা বুঝি সেটা হল মানুষের এবসলিউট ডেজায়ার, প্রবৃত্তি, চাহিদা, ভোগ ইত্যাদি।
মানুষ মানুষকে কেন হত্যা করে?
কেন আরাকানের রোহিংগাদের এই মানবেতর অবস্থা?
কেন ব্যবসায়ীরা ভেজাল দেয়?
ঘুষ দুর্নিতি অর্থ পাচার কেন করে মানুষ?
পরকিয়া/লালসা কেন?
চুরি, লুট, গুম/খুন রাহাজানি
----
এই পৃথিবিতে মানুষই অন্যায় করে এটা ঠিক। অন্য কোন প্রানী মানুষের মতন অন্যায় করে না।
কিন্তু মানুষ যত অন্যায় করে তার চেয়ে বেশি ভালো কাজ করে। এজন্যই দুনিয়া এগিয়ে যাচ্ছে।
আগে হয়তো ধর্ম গুলি মানুষকে ভালো কাজে গাইড করতো। এখন সম্ববত আর করতে পারছেনা।
বাংলাদেশ, পাকিস্তান, আফগান,ভারত, সব অনেক দেশের নামই আপনি জানেন যেখানে ধর্ম অনেক শক্তিশালী অবস্থানে আছে কিন্তু মানবিক মূল্যবোধ সেখানে খুবই খারাপ এবং দূনিতি সবচেয়ে বেশি।
ইউরোপে অনেক দেশই আছে যেখানে ধর্মর প্রভাব খুবই কম এবং মানবিক বোধ অনেক বেশি, র্দনিতি খুবই কম।
১৪ ই মে, ২০২২ দুপুর ১২:৪১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আপনি অহেতুক বিশ্বের ডায়রি দেখাচ্ছেন।বিশ্ব উন্নয়ন মানবতা
ধর্ম বিষয়েও কিছু বলা হয়নি ।
পোস্টের পক্ষে/বিপক্ষে যা বলেছেন তার উত্তর দেয়া হয়েছে।
আপনার এই কথাগুলো নিয়ে পোস্ট করুন ,সেখানে মন্তব্য জানানো যাবে।
১৭| ১৪ ই মে, ২০২২ দুপুর ১:২৪
নতুন বলেছেন: আপনি ভালোবাসাকে বিয়ের চশমা দিয়ে দেখছেন যেটা একটা ভুল, আর আপনার এই চশমা পড়াইছে ধর্ম,
তাই এই সব আসে...
রাগ হইয়েন না ভাই। ধর্মের চশমা পড়ে দুনিয়ার সব কিছু আজিব ই লাগবে...
১৪ ই মে, ২০২২ দুপুর ২:১৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জেনে ভালো লাগলো।
..............
( খ্রিষ্টান ,হিন্দু ,বৈদ্ধ ,ইসলাম ....এর কোনো ভূমিকা নেই পোস্টে,
আছে ব্যাক্তি ও পরিবার )
১৮| ১৪ ই মে, ২০২২ দুপুর ১:৩৭
আরইউ বলেছেন:
“সন্তান উৎপাদন“ এই ভালোবাসা পূর্ণতা পায় - কই পেয়েছেন এসব কথা!! আমি এসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল এদের কথা বাদ দিলাম। সাধারন কত নর-নারী বিয়ের পর সন্তান নিতে পারেনা তাদের কি ভালোবাসা পূর্ণতা পায়নি? আমি এমন কাপলকে চিনি যারা নিজেদের ইচ্ছায় বাচ্চা নেবেনা। তাদের ভালোবাসায় তো কোন অপূর্ণতা দেখিনা।
১৪ ই মে, ২০২২ দুপুর ২:২০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ব্যাতিক্রম কখনো উদাহরণ হয় না
১৯| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:১৪
জ্যাকেল বলেছেন: বাংলাদেশ, পাকিস্তান, আফগান,ভারত, সব অনেক দেশের নামই আপনি জানেন যেখানে ধর্ম অনেক শক্তিশালী অবস্থানে আছে কিন্তু মানবিক মূল্যবোধ সেখানে খুবই খারাপ এবং দূনিতি সবচেয়ে বেশি।
ইউরোপে অনেক দেশই আছে যেখানে ধর্মর প্রভাব খুবই কম এবং মানবিক বোধ অনেক বেশি, র্দনিতি খুবই কম।
বাংলাদেশ, পাকিস্তান, আফগান,ভারত সহ যেকোন দেশেই ইসলাম ধর্ম রেজিস্টার্ড লোকদের আপনি ইসলামের প্রকৃত অনুসরণ করতেছে এমন বলতে পারেন না।
ইসলাম সঠিক উপায়ে ইনারা পালন করতেছে না বলেই ইসলামের প্রভাব/নফস কন্ট্রোল করার সুযোগ এইসকল লোকদের হয়ে ওঠে না। ভাই আপনি হাতে দা দিয়ে সবজি কাটতে পারেন আবার একই দা দিয়ে মানুষের কল্লা ফালাইতে পারেন। দোষ কিন্তু ঐ অস্ত্রের না। তাই আপনি ইসলামের দোষ দিতে পারেন না কিংবা এর ব্যর্থতা বলতে পারেন না মানবিক না হইতে পারায়।
আমি তো এই কথাই বলতে চাইতেছি, আসল ইসলাম যা আল্লাহ কর্তৃক নাজিলকৃত সেই ইসলামের সুশীতল ছায়ায় আসুন। তাহলে দেখতে পাবেন মানবতা প্রতিষ্টার সবচেয়ে সফল রাস্তা।
১৪ ই মে, ২০২২ দুপুর ২:৩০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
চমৎকার বলেছেন। এই কথাগুলি আলাদা পোস্ট করলে কেমন হয় !
এই পোস্টে,
খ্রিষ্টান ,হিন্দু ,বৈদ্ধ ,ইসলাম ....এর কোনো ভূমিকা নেই,যে কোনো ধর্মের জন্য প্রযোজ্য আবার ধর্মবিহীনদের জন্যও
উপরের মন্তব্যেও বলেছি। আবারো বলছি
আসলে এই পোস্টে ধর্ম (যে কোনো ধর্মই আনতে চাইছি না ,তাহলে মূল বিষয় রেখে ধর্ম নিয়ে শুরু হবে পক্ষে/বিপক্ষে )আনতে চাইছি না.যেখানে বিয়ের আগে/পরে ভালোবাসা ঠিক/বেঠিক অর্থাৎ মাত্র দুটি পক্ষ ,তাতেই মন্তব্যের নমুনা দেখুন। আর যদি ধর্ম (ইসলাম,হিন্দু,খ্রিষ্টান .....)দিয়ে উদাহরণ দিতাম তাহলে বুঝতেই পারেন বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াবে। !
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০২২ বিকাল ৪:৩১
সোনাগাজী বলেছেন:
সম্পুর্ণ ভুল ধারণার উপর অনেক গরুর রচনা লিখে যাচ্ছেন!