নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি পত্রিকা থেকে
সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণ ও দেশের সার্বিক পরিস্থিতি বাদ দিয়ে শুধু দ্রব্যমূলের উর্ধ গতির কথাই বলি। চাল,তেল,বেগুন এগুলি ছাড়াও গত দুদিন ধরে বাড়ছে পেঁয়াজের দাম। কেন বাড়ছে ,করা বাড়াচ্ছে সব জানার পরেও যদি সরকারের করণীয় কিছু না থাকে বা না করে ,বা সরকারকে করতে না দেয়া হয়। তা হলে গরিবের তাকে হাতি পুষে লাভ কি ,হাতির কোনো কাজ তো নাই !?
পত্রিকা হুবহু
আমদানি বন্ধ: প্রতি কেজি পেঁয়াজের দাম বাড়লো ৫ থেকে ১০ টাকা
কৃষকের স্বার্থ বিবেচনায় সরকার আপাতত পেঁয়াজ আমদানির অনুমোদন দেবে না। যাতে পেঁয়াজের দাম বাড়লে কৃষক উপকৃত হয়। এদিকে পেঁয়াজ আমদানি বন্ধের প্রভাবে রাজধানীর খুচরা বাজারে গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে মানভেদে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
অর্থনীতিবিদ মহাহয়গোন এই পোস্টে কিছু বলতে আসবেন না। এটা অল্প শিক্ষিত নিম্ন আয়ের মানুষের মনের কথা।
১১ ই মে, ২০২২ সকাল ১১:৩৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ , সহমত। তবে -[ইচ্ছা করলে সরকার পারে ,করে না (যেহেতু সরকারের কিছু করেনা , বা করার নাই ,তাই গরিবের টাকায় হাতি পোষার দরকার নাই !)]
বিটপি বলেছেন: দাম যতই বাড়ুক - কৃষকের তাতে কোন উপকার হবেনা। পাইকারেরা তাদের কাছ থেকে ৬ টাকা মন দরে আগেই কিনে রেখেছে। এখন মজুত করে দাম বাড়াচ্ছে। মজুতদারী রোধে সরকারের কিছু করার নেই - কারণ এই ব্যাপারে শক্ত কোন আইন নেই দেশে। তাই মধ্য সত্ত্ব ভোগী, দালাল বা ফড়িয়ারা ইচ্ছেমত বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। সরকারী দলের গুন্ডা পান্ডারাই যেহেতু এসব কাজ করে এবং তাদের উপর সরকারী দলের রাজনীতি অনেকটা নির্ভরশীল, তাই সরকারের সদিচ্ছা থাকলেও আসলে করার কিছু নেই।
২| ১১ ই মে, ২০২২ সকাল ১০:৪৬
খাঁজা বাবা বলেছেন: ওয়ার্ড কমিটির সদস্য থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য, সবাই কোন না কোন পর্যায়ের মজুদদার।
দেশ তো এখন ব্যবসায়ী আর সরকারী কর্মকর্তারা চালান।
আর সবার উপরে আছেন তিনি। মাঝে কোন রাজনীতিবিদ নেই যারা জনগনের কথা ভাবেন।
১১ ই মে, ২০২২ সকাল ১১:৩২
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ , সহমত।
[ইচ্ছা করলে সরকার পারে ,করে না (যেহেতু সরকারের কিছু করেনা ,তাই গরিবের টাকায় হাতি পোষার দরকার নাই !)]
৩| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:০০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সত্যি কথা বলার লোক কই ?
১১ ই মে, ২০২২ দুপুর ২:১৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। গন্ধরের চামড়া সরকারের
ফলন বেশি হলে ,যোগান বেড়ে দাম কমে কৃষক মরে
ফলন কম হলে চাহিদা বেড়ে গুদামে ঢুকে সিন্ডিকেট ধনী হয়.
অর্থাৎ - গরিবের হাতি পোষার দরকার নাই।
৪| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:০৫
বিজন রয় বলেছেন: দুনিয়ায় সরকার প্রথা চালু করেছিল কে?
১১ ই মে, ২০২২ দুপুর ২:১৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। আমরা দুনিয়ার বাইরে
ফলন বেশি হলে ,যোগান বেড়ে দাম কমে কৃষক মরে
ফলন কম হলে চাহিদা বেড়ে গুদামে ঢুকে সিন্ডিকেট ধনী হয়.
অর্থাৎ - গরিবের হাতি পোষার দরকার নাই।
৫| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাড়লেই কি আর না বাড়লেই কি তেনাদের তো আর পরিশ্রম করে খেতে হয়না।
১১ ই মে, ২০২২ দুপুর ২:১৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।হক কথা
ফলন বেশি হলে ,যোগান বেড়ে দাম কমে কৃষক মরে
ফলন কম হলে চাহিদা বেড়ে গুদামে ঢুকে সিন্ডিকেট ধনী হয়.
অর্থাৎ - গরিবের হাতি পোষার দরকার নাই।
৬| ১১ ই মে, ২০২২ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: হাসিনা বলেছেন, এসব কথা বলে উন্নয়ন বাঁধা গ্রস্ত করা যাবে না।
১১ ই মে, ২০২২ দুপুর ২:১৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। গন্ধরের চামড়া
ফলন বেশি হলে ,যোগান বেড়ে দাম কমে কৃষক মরে
ফলন কম হলে চাহিদা বেড়ে গুদামে ঢুকে সিন্ডিকেট ধনী হয়.
অর্থাৎ - গরিবের হাতি পোষার দরকার নাই।
৭| ১১ ই মে, ২০২২ দুপুর ২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: পেঁয়াজের দাম বাড়লে কৃষক উপকৃত হয়।
কেমনে?
পিয়াইজ কি চাষার ঘরে আছে নি? সবতো বেপারির আরতে।
১১ ই মে, ২০২২ দুপুর ২:১৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। সহজ হিসাব
ফলন বেশি হলে ,যোগান বেড়ে দাম কমে কৃষক মরে
ফলন কম হলে চাহিদা বেড়ে গুদামে ঢুকে সিন্ডিকেট ধনী হয়.
অর্থাৎ - গরিবের হাতি পোষার দরকার নাই।
৮| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:১২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ওদের ইচ্ছা। পেয়াজ আগের মতো কেজিপ্রতি ২০০ হলেও আমরা মেরুদণ্ড হীন কখনো কিছু করতে পারবোনা।
১২ ই মে, ২০২২ সকাল ১১:২৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,ঠিক তাই।
ফলন বেশি হলে ,যোগান বেড়ে দাম কমে কৃষক মরে
ফলন কম হলে চাহিদা বেড়ে গুদামে ঢুকে সিন্ডিকেট ধনী হয়.
অর্থাৎ - গরিবের হাতি পোষার দরকার নাই।
৯| ১১ ই মে, ২০২২ রাত ৯:০২
ঢাবিয়ান বলেছেন: সবই উপরলাদের ইচ্ছা। দুই দিন আগেও বাদাম তেল খাবার পরামর্শ দেয়া হল!! মন্ত্রী বললেন যে ব্যবসায়ীরা নাকি কথা দিয়ে কথা রাখেনি!! আবার আজ দেখছি দেশের বিভিন্নস্থানে ১ লাখ ৮১ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার ।
শ্রীলিংকার ঘটনা প্রভাব ফেলছে মনে হচ্ছে। পেয়াজেের দামও তাহলে কমে যাওয়ার সম্ভাবনা আছে ।
১২ ই মে, ২০২২ সকাল ১১:২৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
ফলন বেশি হলে ,যোগান বেড়ে দাম কমে কৃষক মরে
ফলন কম হলে চাহিদা বেড়ে গুদামে ঢুকে সিন্ডিকেট ধনী হয়.
অর্থাৎ - গরিবের হাতি পোষার দরকার নাই।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২২ সকাল ৯:৫২
বিটপি বলেছেন: দাম যতই বাড়ুক - কৃষকের তাতে কোন উপকার হবেনা। পাইকারেরা তাদের কাছ থেকে ৬ টাকা মন দরে আগেই কিনে রেখেছে। এখন মজুত করে দাম বাড়াচ্ছে। মজুতদারী রোধে সরকারের কিছু করার নেই - কারণ এই ব্যাপারে শক্ত কোন আইন নেই দেশে। তাই মধ্য সত্ত্ব ভোগী, দালাল বা ফড়িয়ারা ইচ্ছেমত বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। সরকারী দলের গুন্ডা পান্ডারাই যেহেতু এসব কাজ করে এবং তাদের উপর সরকারী দলের রাজনীতি অনেকটা নির্ভরশীল, তাই সরকারের সদিচ্ছা থাকলেও আসলে করার কিছু নেই।