নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি শেখ হাসিনা ও শেখ রেহানা -ফোকাস বাংলা
[কেমন হয় যদি !]
বর্তমানে আ `লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি লাগাতার ৩ বার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ত্ব পান করছেন। গত দুবছর তিনি আকার ইঙ্গিতে বুঝাচ্ছেন আগামীতে নতুন নেতৃত্ত্ব আসবে সরকার পরিচালনায়। সত্য মিথ্যা আমরা জানিনা ,আমাদের ধারণা ভুলও হতে পারে। নতুন নেতৃত্ত্ব যদি আসে তবে সরকার প্রধান কে হতে পারে (ভোট জয়ের পর )?
বিভিন্ন আয়োজনে প্রায় এখন প্রধানমন্ত্রী`র সাথে শেখ রেহানাকে দেখা যায়!সর্বশেষ গতকাল বনানী কবরস্থানে দুজনকে একত্রে দেখা গিয়েছে।
পত্রিকা থেকে হুবহু ;-বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তারা শহীদদের আত্মার শান্তি কামনা করেন।’
আমার মনে হয় আগামী নির্বাচনে জয় নিশ্চিত হলে,
প্রধানমন্ত্রীর পদে শেখ রেহানাকে দেখা যেতে পারে ,এবং আ `লীগের সভাপতির পদে শেখ হাসিনাই থাকবেন বলে মনে হয়। যা হলে ভালোই হবে (!?)
পদ্মা সেতু
০৫ ই মে, ২০২২ রাত ৩:১৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আমরাতো পরিবারতন্ত্রের বাইরে কিছু ভাবতেই শিখিনি !
২| ০৫ ই মে, ২০২২ রাত ১২:৫৭
নূর আলম হিরণ বলেছেন: আওমীলীগের দল ও সরকারের মাঝে একটা লাইন টানা উচিত ছিল অনেক আগেই। কোনটা আওমীলীগ কোনটা সরকার বুঝা যায় না, এবার এটার ইতি টানা উচিত।
০৫ ই মে, ২০২২ রাত ৩:২৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সেটা করলো তৃণমূলের সংবাদ ,জেলা পর্যায়েও জানেনা ,জানবেও না। সকল দৃষ্টি সরকারের চেয়ারে।
৩| ০৫ ই মে, ২০২২ রাত ৩:২৭
মাস্টারদা বলেছেন: চিরকাল সবাই থাকবে না। আবার হঠাৎ কিছু হয়ে গেলে শুরু হবে ক্ষমতার দ্বন্দ্ব। এখনই শিখিয়ে নেবার তাই উপযুক্ত সময় ছিল।
কিন্তু জলদস্যুদা'র মতও প্রতিষ্ঠিত সত্য। দেখা যাক কী হয়। আমরা শান্তি চাই, দেশের - দশের সবার ভালো হোক---আশা করি।
০৫ ই মে, ২০২২ রাত ৩:৪৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
আসলে আমরা জনগণও ব্যাক্তি প্রাপ্তিতে ধাবমান,পার্শপ্রতিকৃয়ায় কিছুই যায় আসেনা
৪| ০৫ ই মে, ২০২২ সকাল ১০:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাতে ভালো কিছু হলে জনগণ উপকৃত হবে।
০৫ ই মে, ২০২২ সকাল ১১:৩৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ, দেশ এগিয়ে ,আয় বেড়েছে, টাকা পাচার বেড়েছে ....
এরচে ভালো !
৫| ০৫ ই মে, ২০২২ দুপুর ১২:৩২
ইমরোজ৭৫ বলেছেন: শেখ হাসিনা একজন দক্ষ রাজনীতিবিধ। আমি তাহার সাফল্য কামনা করি।
০৫ ই মে, ২০২২ দুপুর ১:০৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
তিনি দেশকে ভালবাসেন এটা প্রমাণিত
৬| ০৫ ই মে, ২০২২ দুপুর ২:১৮
বিজন রয় বলেছেন: দেশ কোন দিকে যাচ্ছে বোঝা মুশকিল।
০৫ ই মে, ২০২২ রাত ১০:৫০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
জনগণের কাজ শুধু দেখা ,ভাবা বা বলা অন্যায়।
৭| ০৭ ই মে, ২০২২ রাত ৮:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: আওয়ামীলীগে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
০৮ ই মে, ২০২২ রাত ২:০৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বিকল্প ছাড়া পথ নাই
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২২ রাত ১২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ক্ষমতা বড় মারাত্মক জিনিস! আগে থেকে কিছুই বলা যায় না।