নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ঈদযাত্রায় ট্রেনে কেউ দাঁড়িয়ে যায়নি - ট্রেন মন্ত্রী সুজন সাহেব।

০২ রা মে, ২০২২ বিকাল ৪:৪২


আমাদের রেল বা ট্রেন মন্ত্রী নূরুল ইসলাম সুজন এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছেন - এবারের ঈদযাত্রায় ট্রেনে কোনো দাঁড়ানো লোক ছিল না।
প্রথমেই বলি ,রেলমন্ত্রীর দাবি সত্য। অনেকেই বলতে পারেন ,শেষ রমজানে ভয়াবহ মিথ্যার প্রয়োজন ছিল কি ? আমি বলবো -মন্ত্রী মিথ্যা বলেননি ,অন্তত ছবিটিতে রেল মন্ত্রীর কথার সত্যতা পাওয়া যায়।
.
ছবিতে দেখা যাচ্ছে(বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে) - গতকাল রবিবার মই বেয়ে ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরতে দেখা গেছে যাত্রীদের।অর্থাৎ মই বেয়ে ট্রেনের ছাদে উঠেও কেউ দাঁড়িয়ে যায়নি ,সবাই ছাদে বসে গিয়েছে। যেহেতু ট্রেনের ভিতরে দেখা যাচ্ছে না ,তাই ধরে নেয়া যায় ,অতিরিক্ত গরমের কারণে ,বগির শীতের যাত্রীরা ট্রেনের ছাদে বসে ভ্রমণ করেছেন।
[ঈদ মোবারক ,জীবন হোক সবাইকে নিয়ে আনন্দময় ]
আরো অনেক নূরুল ইসলাম সুজন মন্ত্রীর সন্তোষ এর সত্যতা যাচাইয়ে লিংক ঘুরে আসতে পারেন

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ডে এক্সপায়াড জিনিস সেবন করলে এমনই মন্তব্য বের হয়।

০২ রা মে, ২০২২ বিকাল ৫:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আগবাড়িয়ে ভালো সাজার দরকার কি কেউতো জবাবদিহি করতে বলেনি,যদিও জবাব দিতে তারা বাধ্য নয় !

২| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ডে = ডেট

৩| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৫৪

শায়মা বলেছেন: কি ভয়ানক কান্ড!! মই দিয়ে উঠছে।

০২ রা মে, ২০২২ বিকাল ৫:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
এটাই স্বাভাবিক ,মই না থাকাটাই বেমানান

৪| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৫৯

আশিকি ৪ বলেছেন: সূজন হালায় মিথ্যে কতা কয়।

০২ রা মে, ২০২২ বিকাল ৫:৫৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
মিথ্যা বুঝলাম ,তবে আত্মীয় পরিচয় দেয়া বেমানান !

৫| ০২ রা মে, ২০২২ বিকাল ৫:৫৫

হাইজেনবার্গ ০৬ বলেছেন: ট্রেনের ছাদে বসে যেতে আলাদা থ্রীল আছে।একবার নারায়নগন্জ থেকে ফতুল্লা গেছিলাম।

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। থ্রিল বুঝলাম,
তবে সময়ের উপর নির্ভর !

৬| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:



যেমন মন্ত্রীরা তেমন যাত্রীরা

০২ রা মে, ২০২২ রাত ১০:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
তাই।

৭| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হায় মন্ত্রী! হায় বচন! হায় বাস্তবতা !!!

সবকিছুর শেষে

ঈদ মোবারক

০২ রা মে, ২০২২ রাত ১০:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কিছু না বলে চুপ থাকলেই হতো ।
ঈদ মোবারক

৮| ০২ রা মে, ২০২২ রাত ৮:১৮

কলাবাগান১ বলেছেন: শুধুই ছিদ্র অন্বষনে ব্যস্ত বাংগালীরা কখনও এই সমস্ত খবর দেখবে না
https://www.dainikamadershomoy.com/post/372197

০২ রা মে, ২০২২ রাত ১০:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
টিকেট চোর ধরা পড়ায় ভালো কিছু আশা করেছিলাম

৯| ০২ রা মে, ২০২২ রাত ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



আপনি কি ইহা ১ম বার দেখলেন?

০২ রা মে, ২০২২ রাত ১০:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

সহজের টিকেট চোর ধরা পড়ার পর(প্রথম ) ভালো কিছু আশা করেছিলাম

১০| ০২ রা মে, ২০২২ রাত ৯:৫৯

এম ডি মুসা বলেছেন: আজকে টিভি তে দেখলাম কোনো ভোগান্তি নেই

০২ রা মে, ২০২২ রাত ১০:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ঠিক দেখেছেন (রাত পোহালেই ঈদ! )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.