নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ইউক্রেন অঞ্চলে সরকারী মুদ্রা রুবেল ঘোষণা করলো রাশিয়া

২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৪


অঞ্চলের নাম খেরসন দেশের নাম ছিল ইউক্রেন। বর্তমানে সম্পূর্ণ দখল নেয়া অঞ্চলটিতে রাশিয়া সরকারি ভাবে তাদের মুদ্রা রুবেল চালুর ঘোষণা দিয়েছেন। যা ১লা মে থেকে শুরু হবে।যদিও সম্পূর্ণ রূপান্তরে চার মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে রুবলে ও ইউক্রেনের সরকারি মুদ্রা রিভনিয়ার পাশাপাশি চালু থাকবে।
আঞ্চলিক সদর দফতরের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়া খেরাসনে নতুন মেয়র নিয়োগ দিয়েছে বলে সেখানকার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশ তৃতীয় মাসে প্রবেশ করেছে। অনেক শহর ইতিমধ্যেই রাশিয়ান সেনাবাহিনীর হাতে চলে গেছে।তেমনি ভাবে
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সেনাবাহিনী এই খেরসন অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
................।
পশ্চিমারা উস্কানি দিয়েই যাচ্ছে। অস্র পাঠাচ্ছে ইউক্রেনে ,জনগণ , সৈন্য হারাচ্ছে ইউক্রেন ,সীমানা অঞ্চল হারাচ্ছে ইউক্রেন। দেশান্তরী হচ্ছে ইউক্রেনীয়রা। ........পশ্চিমা শক্তির উপর ভরসা করে চলছে ইউক্রেনীয় যুদ্
রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন অঞ্চল রুবেল ব্যবহার শুরু করবে: কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদন

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

শাহ আজিজ বলেছেন: এটারও গ্র্যান্ড ফিনালে আছে । তবে অনেক ক্ষয় ক্ষতির পর । আরও দুটো রাষ্ট্র ন্যাটোতে যোগ দেবার অঙ্গীকার করেছে । আঠারো হাজার রাশান সেনা ক্ষয়ের পর শালা পুতিন কিভাবে টিকে আছে এটাই বিস্ময় । বিকালে মস্কোর একটি ব্যাঙ্কের অফিসার স্বপক্ষ ত্যাগ করে ইউক্রেন বাহিনিতে যোগ দিয়েছে যা রাশিয়ার ভেতরের ক্ষয় নির্দেশ করে ।

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
রাশিয়ার দোষ আছে ,তবে যে দুটি অঞ্চলে ইউক্রেন অত্যাচার চালাতো ,তারা স্বাধীনতা চাইছিলো এবং রুশিয়া সে সুযোগটাই নিয়েছে। আর জোকার সাহেব এখন ইচ্ছা করে (অন্যের অস্রে)আলোচনায় অনাগ্রহী। জনগণ , সৈন্য হারাচ্ছে ইউক্রেন ,সীমানা অঞ্চল হারাচ্ছে ইউক্রেন। দেশান্তরী হচ্ছে ইউক্রেনীয়রা

২| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:




শুধু খেরসনে কেন, অন্য দখলকৃত এলাকায় কি হচ্ছে?

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
হয়ে যাবে !
[স্বাধীনতাকামীদের বুঝিয়ে দিবে ?]

৩| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: পরের স্টেপ কি হতে পারে?

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আসলে, যারা স্বাধীনতাকামী ,তারা নিজেরাই ভাবতে পারেনি রাশিয়া এভাবে স্বীকৃতি দিয়ে অংশ নেবে।
[অবস্থায় মনে হয় স্বাধীনতার জন্য নিজেরাই প্রস্তুত নয়(সম্ভবত এটাও লেন্দির কারণ )]

৪| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৪

জগতারন বলেছেন:
শাহ আজিজ বলেছেন:
এটারও গ্র্যান্ড ফিনালে আছে । তবে অনেক ক্ষয় ক্ষতির পর । আরও দুটো রাষ্ট্র ন্যাটোতে যোগ দেবার অঙ্গীকার করেছে । আঠারো হাজার রাশান সেনা ক্ষয়ের পর শালা পুতিন কিভাবে টিকে আছে এটাই বিস্ময় । বিকালে মস্কোর একটি ব্যাঙ্কের অফিসার স্বপক্ষ ত্যাগ করে ইউক্রেন বাহিনিতে যোগ দিয়েছে যা রাশিয়ার ভেতরের ক্ষয় নির্দেশ করে ।

ইউক্রেন-এর অবস্থা পরিপ্রেক্ষিতে উপরের মন্তব্য কচু আর ঘেচু।
.।.।

(১) ইউক্রেন দীর্ঘদিন যাবত আমেরিকা এবং ইউরোপের কিছু দেশের
সহযোগিতায় পারমানবিক অস্রের বিভিন্ন উপকরন নিয়ে গবেষনা করে আসছিল,
এই নিউজটা কোন পশ্চিমা মিডিয়ায় প্রকাশ করা হচ্ছেনা।

(২) বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে রাশিয়া- ইউক্রেনের যুদ্ধের জন্য কি শুধু রাশিয়ায় দায়ী ?
না সমানভাবে ইউক্রেনের ভুল রাজনীতি দায়ী ?

(৩) দুঃখের বিষয় ইউক্রেনের রাষ্ট্রপতি ব্লাদমির জেলেনস্কি কে ইউরোপীয় ৩৬ দেশ নোবেল পুরস্কার প্রদানের সুপারিশ করেছে। যে ব্যাক্তির অহং ও মূর্খতার জন্য একটি দেশের অস্তিত্ব ধুলিসাৎ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা,শত শত মানুষ অকাল মৃত্যুর কবলে,যাদের ভূত ভবিষ্যত বলে কিছু নেই।এর দায় কার?

উপরের আমার তিনিটি অভিমতের প্রতি সামু'র পাঠক/ পাঠীকাদের দৃষ্টি আকর্ষন করছি।

২৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো লিখেছেন।
ব্লগে মতামত চেয়ে লাভ নেই ,এখানে মেজরিটি উস্কানিদাতা দে`র তল্পিবাহক। যারা হা তে হা ও না তে না মেলায়।
পশ্চিমারা উস্কানি দিয়েই যাচ্ছে। অস্র পাঠাচ্ছে ইউক্রেনে ,জনগণ , সৈন্য হারাচ্ছে ইউক্রেন ,সীমানা অঞ্চল হারাচ্ছে ইউক্রেন। দেশান্তরী হচ্ছে ইউক্রেনীয়রা। ........পশ্চিমা শক্তির উপর ভরসা করে চলছে ইউক্রেনীয় যুদ্ধ।
যে দুটি অঞ্চল স্বাধীনতা চাইছিলো, ইউক্রেন তাদের উপর অত্যাচার চালাচ্ছিল , তখন কোথায় ছিল পশ্চিমা মুখোশধারী ভালোবাসা !?
দুই জোকার (জেলেনেস্কি,বাইডেন ) বিশ্বের দূষণ ।

৫| ২৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৩৯

সোনাগাজী বলেছেন:


@জগতারন ,

এই যুদ্ধ নিয়ে আপনার ভাবনাগুলো এক করে একটা পোষ্ট দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.