নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিটিই পোস্ট (সম্পাদিত )
নিচের গুলি বাড়তি কথা
.
.
.
.
বাংলাদেশ ও গণপরিবহন
ডিজিটালাইজেশন ফর পাবলিক
সহজ ডটকম ,সহজ লাইন ,ইহাই অনলাইন
রেল কতৃপক্ষ বলে :-
সহজ ডটকম বলে:-
প্রতি মিনিটে দেড় থেকে দুই লাখ মানুষ এক সঙ্গে ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটতে ,ফলে সার্ভার লোড নিতে না পেরে ডাউন হয়ে যায়।
রেল কতৃপক্ষ বলে :-
হাজার হাজার মানুষ ২০-২২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ,সময় মতো কাউন্টা খুলে বলা হয় - বলা হয় জাতীয় পরিচয় পত্র মেলাতে সময় লাগে। অতঃপর ২-৩ ঘন্টায় ২০-২৫টি টিকেট দিইয়ে কাউন্টার বন্ধ করা হয় ,টিকেট আজকের মতো শেষ
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১০:০১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
প্রকৃতই ভয়ংকর বিষয়
২| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এইজন্য কোন ছুটিতে বাড়ী যেতে ইচ্ছে করেনা।
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১০:০৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
অথচ এটাও একটা ঐতিহ্য আমাদের।
৩| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১০
ইমরোজ৭৫ বলেছেন: আমি একদিন অনলাইনে টিকেট কাটার জন্য চেষ্টা করছিলাম। ৭টা বাজে বসেছি টিকেট কাটতে। ওদের ওয়েব সাইডে দেখি ৮টা আগে টিকেট বিক্রি হবে না। যাই হউক আমি ৮ টা ১ এ টিকেট ক্রয় করার জন্য লেপটপ নিয়ে বসেছি। দেখি সার্ভার স্লো হয়ে গেছে। ৫ মিনিট সার্ভার কাজ করে নাই। পরে ৮টা ৬ এ দেখি সব টিকেট শেষ। এই পাচ মিনিটে সকল টিকেট কিভাবে শেষ হয়ে গেলো আমি বুঝলাম না।
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১০:০৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কথা হলো একটা !! মানুষকে এভাবে বিপদে ফেলে ,চোরেরা উড়াল দেয় পশ্চিমে
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ঈদে কোনো দিকে যেতে হয়না বলে এই প্যারায় পড়তে হয় না। বাকিদের জন্য সমবেদনা জানানো ছাড়া কিছুই করার নেই। অন্ধের দেশে চোখ চেয়ে দেখাও অপরাধ।