নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

কোনো পোস্টের তথ্য,তালিকা,পরিসংখ্যান ..কে কপি পোস্ট বলেনা।

২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৬

ছবি -নেট থেকে সম্পাদিত
কপি পোস্ট এর সংগা
সাহিত্য ,গদ্য, পদ্য, গবেষণা ,মতামত .....এই জাতীয় কোনো লেখা
হুবহু বা অল্প পরিবর্তন করে নিজের নাম প্রকাশ করাকে
কপি পোস্ট বা কপি পেস্ট বলা হয়।
...........
কপি (পোস্ট ) নয় বা কপি পোস্ট বলে না -তথ্য, দলিল,তালিকা,পরিসংখ্যান .... উদৃতি দিলেই হয় ,বা হুবহু লিখলেই হয় বা লিখতে হয়।
এগুলি যে যেখানেই লিখে বা বলে সব কিছুই এক হয়,হওয়া উচিত। পরিবর্তন হতে পারে বাক্য বা শব্দের আগে বা পিছের অবস্থান মাত্র। তবে কোনো পরিবর্তন না হওয়াই ভালো ,কারণ দেখে দেখে লিখলেও অনেক সময় বিকৃত হতে পারে ,বুঝার ভুলও হতে পারে যেমন-
.............................
যে লেখাকে কপি বলা হলো ,সেটা পত্রিকার থেকে নেয়া পরিসংখ্যান -
কোনো পত্রিকায় লিখেছে :-
ঈদ সামনে রেখে দেশ ছাড়ছেন প্রায় ২০ লাখ মানুষ—এমন তথ্য জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), টু্যরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব).............. ইত্যাদি ইত্যাদি
আমি এই তথ্য টি
নিজের পোস্টে দিয়ে ,তার উপর ভিত্তি করে নিজের ভালো লাগা লিখেছি। পরিসংখ্যানতো পোস্ট নয় ,পরিসংখ্যান,তালিকা,তথ্য ....যে যেখানেই লিখুক ,একই হবে ,একই হওয়া উচিত। পরিসংখ্যান (টোয়াব) বলেছে ,সেটাও বলেছি। (টোয়াব) কাকে কাকে বলেছে সেটাতোমুখ্য নয়,. (টোয়াব) ১০টি মিডিয়াকে জানিয়েছে ,বা প্রেস কনফারেন্স করেছে ,আমি একটি মিডিয়া থেকে জেনেছি। .........
এই পরিসংখ্যান থেকে বা এই পরিসংখ্যান দেখে আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি এবং আমার নিজের লেখা ,নিজের মত। পরিসংখ্যান সবক্ষেত্রেই এক বা হুবহু ,এটাই স্বাভাবিক ,ভাবনাটি এক নয়
ভাবনাটি পোস্ট ,পরিসংখ্যানটি তথ্য।
অথচ পরিসংখ্যানটিকে বলা হলো পোস্ট। এই হলো পান্ডিত্ত্ব !?
এখানে মন্তব্য করা ঠিক না ,এদের কাজ ই হলো না জেনে বুঝে ডুগডুগি নিয়ে লাফালাফি করা
আর মন্তব্য করবোনা এখানে /মন্তব্য করার অর্থ হবে এদের উস্কানিতে সামিল হওয়া। ধন্যবাদ সবাইকে

পত্রিকাটি যে তথ্য বা পরিসংখ্যান যাদের কাছে থেকে জেনে জানিয়েছে।
আমি সেই তথ্য দিয়েই ,নিজের ভাবনা বা মত টি প্রকাশ করেছি

ভাবতে ভালো লাগে -ধনী নয়,কিছু স্বচ্ছল পরিবার !

দেশের বাইরে ঈদ করার প্রস্তুতি নিচ্ছে ২০ লাখ মানুষ আবারও বলি

কোনো পোস্টের তথ্য,তালিকা,পরিসংখ্যান ..কে কপি পোস্ট বলেনা।
কোনো পোস্টের দলিল,তালিকা,পরিসংখ্যান ...কে কপি পোস্ট বলেনা। সেই দলিল,তালিকা,পরিসংখ্যান...সবার জন্য একই যে যেখান থেকেই সংগ্রহ করে না কেনো। যেমন বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে,১৬ই ডিসেম্বর বিজয় দিবস ....কোনো পোস্টে এগুলি লিখলে ,সূত্র দেয়ার প্রয়োজন নেই যে বাংলাদেশের সংবিধান থেকে নেয়া। আবার এ বছর ২০ লক্ষ লোক ঈদে বিদেশ ভ্রমণে যাবেন,এই কথা লিখলে ,বলতে হবে -কে বা কারা গণনা করেছে ,তাই সাথে [(টিডাবে) টুর অপারেশন এসোসিয়েশন ]বলতে হবে ,(টিডাব)কোন মিডিয়ায় বলেছে যেটা বলার প্রয়োজন নাই কারন এগুলির শেষ নাই (কবে বলেছে ,কোথায় বলেছে,কে সাক্ষাৎকার নিয়েছে......চলেই থাকবে )
পোস্টে পরিসংখ্যানে দেয়ার পরে নিজের ভাষায়,নিজের মতো করে লিখতে হবে ,কেন তথ্য টি দেয়া হলো বা দিলাম। সেই লেখাটি ই মূল পোস্ট বা পোস্ট।
যারা এগুলিকে কপি পোস্ট বা কপি পেস্ট বলে ,তারা ফালতু উৎশৃঙ্খলকারী ,তাদের জবাব দেয়াও রুচিতে বাধে
সবাইকে ধন্যবাদ

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে ভদ্রলোক আগে গল্প লিখতেন। কেউ পড়তনা। হিট হতোনা। ইসানিং উনি লেখার বিষয়বস্তু পাল্টিয়েছেন। এখন কিছু পাঠক/ হিট পাচ্ছেন।

২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কোনটা পোস্ট ,ও পোস্ট এত তথ্য ,জরিপ,সংখ্যা সেটাই জানেনা ,বলে দিলো কপি পোস্ট মসবাই লাফাচ্ছে। কোনটাকে কপি বলছে সেটাই কেউ দেখলোনা।
......
কোনো পোস্ট লিখলে সেখানে যে জরিপ ,সংখ্যা, তথ্য দেয়া হয় তাতো পোস্ট লেখকের বা কোনো ব্যাক্তির বিষয় নয় ,সেটা স্বর্বজন স্বীকৃত জরিপ ,সংখ্যা, তথ্য। ..যেমন -
বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে ,বাংলাদেশের লোক সংখ্যা ১৭ কোটি ,রাজধানীর নাম ঢাকা,সবচেয়ে বড় ঋণখেলাপির নাম অমুক। ......এই তথ্য সবাই প্রায় এক ভাবেই লিখবে। এখানে বলার প্রয়োজন নাই কথা থেকে জেনেছি ,পত্রিকা থেকেও জানতে পারি ,মন্ত্রণালয় থেকেও জানতে পারি। বিষয়টি সত্য।

২| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কারেকশন ঃ ইদানীং।

৩| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোনটা কপি পেষ্ট আর কোনটা সম্পাদিত
পোষ্ট সেটা আগে বুঝতে হবে। গরু ঘাস খায়,
কুকুর ঘেউ ঘেউ আর গরু হাম্বা হাম্বা করে ডাকে
এটারও কি সূত্র লাগে। কোন বিষয়ের উপর একাধিক
ব্যাক্তি লিখতে পারে। যারটা প্রথম প্রকাশিত হয়েছে
সে কি তার লেখায় সূত্র উল্লেখ করেছে?
সে কি সেই বিষয়ে পিএইচডি করেছে?
সাপ ধরার মন্ত্র জেনে ইদুরের গতে' হাত দিতে
হয় কারন সেখানে ইদুর না থেকে সাপ থাকতে
পারে।

২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। সহমত
কোনটা পোস্ট ,ও পোস্ট এত তথ্য ,জরিপ,সংখ্যা সেটাই জানেনা ,বলে দিলো কপি পোস্ট মসবাই লাফাচ্ছে। কোনটাকে কপি বলছে সেটাই কেউ দেখলোনা।
......
কোনো পোস্ট লিখলে সেখানে যে জরিপ ,সংখ্যা, তথ্য দেয়া হয় তাতো পোস্ট লেখকের বা কোনো ব্যাক্তির বিষয় নয় ,সেটা স্বর্বজন স্বীকৃত জরিপ ,সংখ্যা, তথ্য। ..যেমন -
বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে ,বাংলাদেশের লোক সংখ্যা ১৭ কোটি ,রাজধানীর নাম ঢাকা,সবচেয়ে বড় ঋণখেলাপির নাম অমুক। ......এই তথ্য সবাই প্রায় এক ভাবেই লিখবে। এখানে বলার প্রয়োজন নাই কথা থেকে জেনেছি ,পত্রিকা থেকেও জানতে পারি ,মন্ত্রণালয় থেকেও জানতে পারি। বিষয়টি সত্য।

৪| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: আমারও মনে হয় এট লিস্ট সংগৃহীত লিখলেও দোষ কমে। এবং সংগৃহীত লিখেও যদি কেউ সামুর পাতায় কোনো সংবাদ ইন্টারেস্টিং ঘটনা, দরকারী বিষয় বা ইতিহাস বা জরুরী তথ প্রকাশ করে তবে সেটা দরকার আছে।

এরপরও যদি তারা সঠিক ভাবেই কে লিখেছে যে লেখা সংগ্রহ করছে তার নাম শেষে লিখে দেয় তো কোনো দোষের পর্যায়েই পড়বে না।

এট লিস্ট মূল লেখক শেষে এসে তার শ্রমসাধ্য লেখাটি কেউ পছন্দ করেছে এবং তা প্রচার করেছে তার নামসহ দেখে খুশি হবে।

এমনকি কারো লেখা কবিতা, গল্প রম্যও এইভাবে পোস্ট করলে আমি দোষের কিছু দেখি না।


ইতিহাস পরিসংখ্যান আরও কি কি সব বিষয়ে যা প্রতিদিন বাংলা ভাইয়া বলেছে আমার ধারনা সেসব পাবলিশ করা যাবে।

এখন অনেকেই বলতে পারে যা পত্রিকায় প্রকাশ হয়েছে তা কেনো এইখানে প্রকাশ হবে?

হ্যাঁ তারপরও প্রকাশ হোক কারণ সবাই সব পত্রিকা পড়বে না বা জানবে না।

ব্লগ যারা পড়ে তারা কিছুটা হলেও জেনে যাক সেটাই ব্লগারদের জন্য কিছুটা হলেও ভালো।

এখন কথা হলো এই অনলাইন ওয়েবের যুগে কেউ যখন কোনো তথ্য মূলক রচনা লিখবে মনে করে তখন কিন্তু সে সার্চ দেবে। আগের দিনের মত লাইব্রেরীতে যাবে না বা বই এর দোকানেও না।

আর আগের দিনে বই থেকে কষ্ট করে লিখতে হত এখন তো কপি এন্ড পেস্ট সহজ সমাধান। আমি নিজেও অনেক অনেক লেখা লিখ্তে গিয়ে বা আমার একান্ত স্বরচিত পাপেট শো স্ক্রিপ্ট লেখার সময়ও নানা ইউটিউবে সার্চ দিয়ে আইডিয়া গেইন করি। গুগল করি। তাতে আরও কনফিডেন্টলি লিখতে পারি। মগজ ধোলাই হয়। ব্রেইন স্ট্রমিং।

কিন্তু হুবুহু কপি পেস্ট করে হিরো সাজার মধ্যে তো কোনো ক্রেডিট নেই। :(

এমনকি কবিতা সেও নিজের আবেগ না আসলে মানুষ লিখতেই পারে না।

তবুও এই আবেগের মিলও মানুষ বড় বড় কবিদের কবিতা থেকেও পায়। এখন সেই আবেগ প্রকাশ করতে গিয়ে তার কবিতা নিজের নামে চালালে তো মার খাবেই। কিন্ত যতই আবেগের মিল লাগুক না কেনো আসলে সবার আবেগ প্রকাশের ধরণ আলাদাই হবে আরেকজনেরটা চুরি করে কি লাভ আর??

যাইহোক আমার মনে হয় সংবাদ তথ্য ইতিহাস পরিসংখ্যান এসব কপি পেস্ট বা বিশ্বাসযোগ্য লিঙ্ক থেকে সংগৃহীত হতেই পারে।

তবে অন্যের কবিতা গল্প বা ইতিহাস পরিসংখ্যান লেখারও যে নিজস্ব ধারা বা স্টাইল বা রচনা সেটা হুবুহু চুরি করে না।

সেসব পড়ে নিজের মত করে লেখা যেতে পারে।

এসবই অবশ্য আমার ধারণা এবং আমার মতামত।

এট লিস্ট আমি সামু ব্লগে এসে অনেক অনেক কপিপেস্ট সংবাদ ইতিহাস পড়ি যা হয়ত আমি সংবাদপত্র বা অন্য কোথায় পড়ার সুযোগ পেতাম না।

কিন্তু কপিপেস্টারদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন অবশ্য অবশ্য লেখকের নাম , সেই ওয়েবের নাম লিখে দেন। কিছু কিছু অংশ নিলেও যেন সেই রেফারেন্স লিখে দেন।

এই ব্যাপারে আমি নিজেই আসলে প্রথম ধারণা পাই আর ইউ ভাইয়ার থেকে। তারপর ম্যাভেরিকভাইয়া থেকে।

সবাই সব কিছু জানে না। না জানাতে কোনো অপরাধ নেই।

কিন্তু জানানোর পরেও বীর দর্পে অন্যায় করে যাওয়া মানুষের ক্ষমা নেই।

২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
মন্তব্যে অহেতুক পরিশ্রম , যা পোস্ট সমতুল্য।
কোনটা পোস্ট ও কপি পোস্ট সেটাই তারা যাবে না। বদনান করে যায় কপি কপি করে। সবাই না পরেই নাচতে থাকে কপি কপি। কোপিনটা কপি ,কোনটা তথ্য ,সংখ্যা সেটা তো বুঝতে হবে।
সরি ,এবং আবার ধন্যবাদ

কোনটা পোস্ট ,ও পোস্ট এত তথ্য ,জরিপ,সংখ্যা সেটাই জানেনা ,বলে দিলো কপি পোস্ট মসবাই লাফাচ্ছে। কোনটাকে কপি বলছে সেটাই কেউ দেখলোনা।
......
কোনো পোস্ট লিখলে সেখানে যে জরিপ ,সংখ্যা, তথ্য দেয়া হয় তাতো পোস্ট লেখকের বা কোনো ব্যাক্তির বিষয় নয় ,সেটা স্বর্বজন স্বীকৃত জরিপ ,সংখ্যা, তথ্য। ..যেমন -
বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে ,বাংলাদেশের লোক সংখ্যা ১৭ কোটি ,রাজধানীর নাম ঢাকা,সবচেয়ে বড় ঋণখেলাপির নাম অমুক। ......এই তথ্য সবাই প্রায় এক ভাবেই লিখবে। এখানে বলার প্রয়োজন নাই কথা থেকে জেনেছি ,পত্রিকা থেকেও জানতে পারি ,মন্ত্রণালয় থেকেও জানতে পারি। বিষয়টি সত্য।

৫| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @মোহাম্মদ গোফরানঃ আমার ধারনা আপনি অহেতুক অন্যের ঝামেলা নিজের গায়ে নিচ্ছেন। অপু তো অন্যায় কিছু করে নি। তিনি কপি পেষ্ট এর বিরুদ্ধে বলেছেন।

২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সত্যের পক্ষে বলা জরুরি ,যার পক্ষেই হোক। গা বাঁচিয়ে চললে মসবাধীনতা ভোগ করা যায়না।
................
কোনটা পোস্ট ,ও পোস্ট এত তথ্য ,জরিপ,সংখ্যা সেটাই জানেনা ,বলে দিলো কপি পোস্ট মসবাই লাফাচ্ছে। কোনটাকে কপি বলছে সেটাই কেউ দেখলোনা।
......
কোনো পোস্ট লিখলে সেখানে যে জরিপ ,সংখ্যা, তথ্য দেয়া হয় তাতো পোস্ট লেখকের বা কোনো ব্যাক্তির বিষয় নয় ,সেটা স্বর্বজন স্বীকৃত জরিপ ,সংখ্যা, তথ্য। ..যেমন -
বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে ,বাংলাদেশের লোক সংখ্যা ১৭ কোটি ,রাজধানীর নাম ঢাকা,সবচেয়ে বড় ঋণখেলাপির নাম অমুক। ......এই তথ্য সবাই প্রায় এক ভাবেই লিখবে। এখানে বলার প্রয়োজন নাই কথা থেকে জেনেছি ,পত্রিকা থেকেও জানতে পারি ,মন্ত্রণালয় থেকেও জানতে পারি। বিষয়টি সত্য।

৬| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: এই পোস্টে আংশিক একমত পোষণ করছি।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: সম্পূর্ণ ধন্যবাদ
আমার পোস্ট লেখার ধরণ হলো
[দুচার লাইনের মূল বিষয়টা যেখানে পাই ,সেখান থেকে তুলে আনি ]না আনলেও হয় তবু আনি যেনো শব্দ বা বাক্য নড়চড় না হয়ে ,অর্থ পরিবর্তন না হয়।
তারপর বা তার আগে নিজের(জনগণ হিসাবে ) মত বর্ণনা করি।
যারা পোস্ট পড়েনা ,তারা তুলে আনা দুচার লাইন ও শিরোনাম পড়েই
লাফালাফি শুরু করে।
যাই হোক আমি আমার মতোই লিখবো। যার যা ইচ্ছা বলতে বা করতে পারে। দুচারটি মন্তব্য প্রতিমন্তব্য করেছি আর করবোনা , তাদের মন্তব্য প্রতিমন্তব্য উত্তর করা মানে তাদের প্রশ্রয় দেয়া। সরি বকবক হয়ে গেলো।

৭| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১:১৯

আরইউ বলেছেন:




আপনি যে লাইনটা দিলেন তার সব তথ্য, পরিসংখ্যান, নাম ঠিক রেখেও নিজের ভাষায় লেখা যায়।

“ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং [যদি শুধু ২টা নাম থাকে] টু্যরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব) এর তথ্য মত ঈদ উপলক্ষে দেশ ছাড়ছেন প্রায় ২০ লাখ মানুষ।”

নিন, ল্যাঠা চুকে গেল। কপি-পেস্ট দায়মুক্তি ঘটলো।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৩:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ভালো বলেছেন ।
আমার পোস্ট লেখার ধরণ হলো:-
[দুচার লাইনের মূল বিষয়টা যেখানে পাই ,সেখান থেকে তুলে আনি ]না আনলেও হয় তবু আনি যেনো শব্দ বা বাক্য নড়চড় না হয়ে ,অর্থ পরিবর্তন না হয়।]
তারপর বা তার আগে নিজের(জনগণ হিসাবে ) মত বর্ণনা করি।
যারা পোস্ট পড়েনা ,তারা তুলে আনা দুচার লাইন ও শিরোনাম পড়েই
লাফালাফি শুরু করে। মূল বিষয় একজন পোস্ট দাতা কি বলছে বা বলতে চাইছে ,সেটা গৌণ রয়ে যায় ।
যাই হোক আমি আমার মতোই লিখবো। যার যা ইচ্ছা বলতে বা করতে পারে। দুচারটি মন্তব্য প্রতিমন্তব্য করেছি আর করবোনা , তাদের মন্তব্য প্রতিমন্তব্য উত্তর করা মানে তাদের প্রশ্রয় দেয়া। সরি বকবক হয়ে গেলো।

৮| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪২

গরল বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
ভালো বলেছেন ।
আমার পোস্ট লেখার ধরণ হলো:-
[দুচার লাইনের মূল বিষয়টা যেখানে পাই ,সেখান থেকে তুলে আনি ]না আনলেও হয় তবু আনি যেনো শব্দ বা বাক্য নড়চড় না হয়ে ,অর্থ পরিবর্তন না হয়।]
তারপর বা তার আগে নিজের(জনগণ হিসাবে ) মত বর্ণনা করি।

এই দু-চার লাইনও যেখান থেকে পেয়েছেন তার সুত্র দিলে কিন্তু দোষের কিছু নাই। কপি করা দোষের হবে না যদি আপনি যেখান থেকে কপি করেছেন তার সুত্র উল্লেখ করেন।

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
[সূত্র উল্লেখ থাকে,এবং বোঝাই যায়,এটি রিপোর্ট বা তথ্য , যার উপর ভিত্তি করে পোস্টটি লেখা হয়েছে। ]
কপি পোস্ট এর সংগা
সাহিত্য ,গদ্য, পদ্য, গবেষণা ,মতামত .....এই জাতীয় কোনো লেখা
হুবহু বা অল্প পরিবর্তন করে নিজের নাম প্রকাশ করাকে
কপি পোস্ট বা কপি পেস্ট বলা হয়।
...........
কপি (পোস্ট ) নয় বা কপি পোস্ট বলে না -তথ্য, দলিল,তালিকা,পরিসংখ্যান .... উদৃতি দিলেই হয় ,বা হুবহু লিখলেই হয় বা লিখতে হয়।
এগুলি যে যেখানেই লিখে বা বলে সব কিছুই এক হয়,হওয়া উচিত। পরিবর্তন হতে পারে বাক্য বা শব্দের আগে বা পিছের অবস্থান মাত্র। তবে কোনো পরিবর্তন না হওয়াই ভালো ,কারণ দেখে দেখে লিখলেও অনেক সময় বিকৃত হতে পারে ,বুঝার ভুলও হতে পারে।
এগুলে কপি পোস্ট নয়। এগুলি পেস্টের তথ্য ,এবং তথ্য হুবুহু হলেই ভালো।আমি এভাবে লিখি ও লিখবো এবং সবারই উচিত তথ্য হুবহু লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.