নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

প্রতি ঈদেই আন্দোলন ছাড়া বেতন মেলে না (অপ্রকাশিত গেজেট !)

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫১


ঈদ আসলে তিনটি জিনিস বাধ্যতামূলক লক্ষ করা যায়
১) কেনাকাটার ধুম ২)দূর গন্তব্যের যানবাহনের টিকিট কাটা ও অনিয়ম এবং ৩)শ্রমিকদের (বিশেষ করে পোশাক )বেতন ভাতার আন্দোলন।
বাংলাদেশে পোশাক কোনো শিল্প নয় ,শ্রম সস্তা বলে সেলাইয়ের জন্য এদেশে আনা হয়.মালিক পক্ষ শিল্পের শোক সুবিধা ভোগ করে অথচ শিল্প শ্রমিক স্ট্যান্ডার বেতন তো পায় ই না ,সাধারণ মজুরিও ঠিক মতো পায় না।
সারা মাস বছর কাজ করে বছরের দুই ঈদে লক্ষ লক্ষ শ্রমিক বেতন বোনাসের জন্য আন্দোলন করে ,অধিকার আদায় করে।এটা এখন নিয়মে পরিণত হয়েছে (ব্যাতিক্রম নগন্য )।সরকার এটাকে নিয়ম মেনে নিয়েছে (সরকারের কোনো দায় নেই ) অপ্রকাশিত গেজে.
আমার মতে নিয়মিত আন্দোলন করেই যদি বেতন ভাতা আদায় করতে হয় তবে -এই আন্দোলনের সময়ের হিসাবে বেতন ভাতা পাওয়ার অধিকার ও যোগ্যতা শ্রমিকদের আছে। তাই নির্দিষ্ট আন্দোলনের সময়ের বেতন ভাতা নির্ধারণ করা হোক। এর ফলে হয়তো মালিককে পক্ষ আন্দোলনের পূর্বেই কাজের বেত ভাতা পরিশোধে তৎপর হবেন। আন্দোলন বন্ধ হবে। আন্দোলন ছাড়াই অধিকার প্রতিষ্ঠা পাবে। ?
অথবা (সব কিছু ঠিক জানা নেই আমার ,তবুও ধাকরণে থেকে বলি )
কেমন হয় যদি ?
বিদেশের বায়ারদের কাছে একটি দাবি তোলা যায় যে -!?
সেলাইয়ের মজুরি শ্রমিকদের নির্টিস্ট পার্সেন্ট দিতে হবে, মোট অর্ডারের।যেমন
১লক্ষ পিস্ সেলাই ও অন্যান্য খরচ ধরি ১০ লক্ষ টাকা। এখন প্রতি পণ্যে মালিক পক্ষ ১০ তা পাবে ,তবে শ্রমিক মজুরি ১০ এর ৫০%,৫০%,৬০% ...এমন ভাবে দিতে হবে
হিউম্যান রাইটস এর মাধ্যমে করা যাবে কি ,বা অন্য কোনো ভাবে
(!?)
এমন ঘটনা আগামী ৭-১০ দিন দেশের বিভিন্ন স্থানে ঘটবে
গতকালের একটি ঘটনা মাত্র(পত্রিকা থেকে কপি )।
শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কটন টেক্সটাইলের শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হল সংলগ্ন পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (পেট্রোল) মো. আফজাল হোসেন। তিনি বলেন, সকাল থেকে কটন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হচ্ছে। এতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, দুপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে। রাস্তা থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
এর আগে বকেয়া বেতনের দাবিতে গত ৩দিন রাত জেগে পাহারা দিয়েও গার্মেন্টস মালিকের দেখা পাননি শ্রমিকরা। মালিক যাতে গার্মেন্টস থেকে মালামাল সরিয়ে নিতে না পারে এ জন্য পাহারা বসায় শ্রমিকরা। এমনকি বাসায় গিয়েও মালিকের দেখা পাননি শ্রমিকরা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: এটাই স্বাভিক নিয়ম হয়ে দাড়িয়েছে বাংলাদেশে।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বাংলাদেশে পোশাক কোনো শিল্প নয় ,শ্রম সস্তা বলে সেলাইয়ের জন্য এদেশে আনা হয়.মালিক পক্ষ শিল্পের শোক সুবিধা ভোগ করে অথচ শিল্প শ্রমিক স্ট্যান্ডার বেতন তো পায় ই না ,সাধারণ মজুরিও ঠিক মতো পায় না।
............
কেমন হু যদি ?
বিদেশের বায়ারদের কাছে একটি দাবি তোলা যায় যে -!?
সেলাইয়ের মজুরি শ্রমিকদের নির্টিস্ট পার্সেন্ট দিতে হবে, মোট অর্ডারের।যেমন
১লক্ষ পিস্ সেলাই ও অন্যান্য খরচ ধরি ১০ লক্ষ টাকা। এখন প্রতি পণ্যে মালিক পক্ষ ১০ তা পাবে ,তবে শ্রমিক মজুরি ১০ এর ৫০%,৫০%,৬০% ...এমন ভাবে দিতে হবে
হিউম্যান রাইটস এর মাধ্যমে করা যাবে কি ,বা অন্য কোনো ভাবে

২| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: মালিকেরা খুব সম্ভবত খুব বেশী গরীব যে লোকের বেতন ভাতা দেয় না! বেচারাদের জন্য কষ্ট লাগে বৈকি!

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আসলেই মালিক পক্ষ ফকিন্নি। শ্রমিক ঠকিয়ে যা থাকে সেটা শ্রমিকদের পক্ষ থেকে জাকাত ।
বাংলাদেশে পোশাক কোনো শিল্প নয় ,শ্রম সস্তা বলে সেলাইয়ের জন্য এদেশে আনা হয়.মালিক পক্ষ শিল্পের শোক সুবিধা ভোগ করে অথচ শিল্প শ্রমিক স্ট্যান্ডার বেতন তো পায় ই না ,সাধারণ মজুরিও ঠিক মতো পায় না।
............
কেমন হয় যদি ?
বিদেশের বায়ারদের কাছে একটি দাবি তোলা যায় যে -!?
সেলাইয়ের মজুরি শ্রমিকদের নির্টিস্ট পার্সেন্ট দিতে হবে, মোট অর্ডারের।যেমন
১লক্ষ পিস্ সেলাই ও অন্যান্য খরচ ধরি ১০ লক্ষ টাকা। এখন প্রতি পণ্যে মালিক পক্ষ ১০ তা পাবে ,তবে শ্রমিক মজুরি ১০ এর ৫০%,৫০%,৬০% ...এমন ভাবে দিতে হবে
হিউম্যান রাইটস এর মাধ্যমে করা যাবে কি ,বা অন্য কোনো ভাবে

৩| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪০

আশিকি ৪ বলেছেন: অদিকানশ গার্মেন্টস ব্যবসায়ী রক্তচোষা।

২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
প্রায় সবাই ফকিন্নি
এদের সংসার চলে শ্রমিকের সাদকা নিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.