নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি/তথ্য -পত্রিকা থেকে
এবার ঈদ সামনে রেখে দেশ ছাড়ছেন প্রায় ২০ লাখ মানুষ—, দেশের মধ্যে ১ কোটি মানুষ ঈদে বেড়াতে যাবে। এ বছর ঈদে দেশের মধ্যে পর্যটন খাতে ৫ হাজার কোটি টাকা আয় হবে এবং দেশের বাইরে পর্যটকেরা ৭ হাজার কোটি টাকা নিয়ে যাবে
এমন তথ্য জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), টু্যরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব)সহ সংশ্লিষ্টরা
আমার মতে ,এই ১কোটি ২০ লক্ষ মানুষ ধনী নয় এরা স্বচ্ছল ,ধরে নেই আরো ১কোটি ২০ লক্ষ লোক আছে যারা ভ্রমণ করবেন তবে স্বচ্ছল।
ভাবতে ভালো লাগে -
দ্রব্যমূলের এই উর্ধগতির সময়ে ,টিসিবির লাইন পরিহার করেএরা জীবন চালিয়ে নিচ্ছে ,বা নিতে পারছে।
এই ভ্রমণ শুধুই ভ্রমণ নয় ,ভ্রমণের সাথে কেউবা চিকিৎসা ,কেউবা আত্ত্বীয়ের সাথে সাক্ষাৎ ,কেউবা শখের কেনাকাটা ,ইত্যাদি একসাথে সমাধান করবেন। ঈদের ছুটিটাকে কাজে লাগিয়ে। তারপর আবার সেই অনিয়ন্ত্রিত দেশে ,অনিয়ন্ত্রিত আইনে ,অনিয়ন্ত্রিত পরিবেশে জীবন যুদ্ধ শুরু করবেন ,আগামীর আশায়
২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
খারাপ লাগছে হীনমন্য দের উত্তরের প্রতিউত্তর দিতে।যদিও ব্যাক্তি পরিচয় দিতে বাধ্য নোই ,তবুও ,
জি ৭,জি ২০,ইউএন সিকিউরিটি ভেটো ক্ষমতাধর ৫,ব্রিকস ২০
এগুলো তে ঘুরাঘুরি করা`র তৌফিক আল্লাহ দিয়েছেন(কিছু করেছি,কিছু ইচ্ছা করে না,কিছু ইচ্ছে হলেই করা যায় )আর .....
২| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: যার আছে সে যাবে।
যার নাই সে যাবে না।
এই তো আমাদের দেশের নিয়ম।
২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩২
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বিষয়টা তা নয় ,
বিষয়টা যার পরিমান মতো (ধনী চোরদের না) আছে তাদের
৩| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সেই ছাত্রাবস্থায় মনে হয় কখনো ঈদের ছুটির সময় বেড়াতে গিয়েছিলাম। তারপরে আর কখনো যাওয়া হয়নাই কোথাও।
বিবি সাহেবা সারাবছর আপসুস করে, আমাদের কারো কোনো গ্রাম নেই, তাই আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারি না। শুধু মাত্র ঈদের ছুটিতে যখন দেখে গ্রামের বাড়ীমুখী যাত্রীদের অবস্থা অতিকরুন হয়ে গেছে। তখন বলে ভালো হইছে আমাদের কোনো গ্রাম নাই, তাই ঈদে গ্রামে যাওয়ার কোনো ঝামেলাও নাই।
ঈদের ছুটিতে আমারা কোথাও বেড়াতে যাই না। আমাদের ফাঁকা ঢাকা উপভোগ করি। (গোপন কথা হচ্ছে- পাত্তি থাকে না।)
নিমো বলেছেন: সমাবেশ-বিন্যাস কৃত কপি-পেস্ট
এ কি লিখলেন গুরু, এ কি লিখলেন??
ব্লগের ধর্মীয় পোস্ট গুলিকে এই ৫ শব্দে বাক্য দিয়ে চমৎকার ডিফাইন করা যায়।
২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
তখন ঢাকা ই গ্রাম ছিল ,তাই গ্রাম নাই (হয়তো).আর ঈদে ভ্রমণে বের হননা ,কারণ -ভিড় বেশি তাই সময় ভিন্ন মাত্র
৪| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৩
নিমো বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
খারাপ লাগছে হীনমন্য দের উত্তরের প্রতিউত্তর দিতে।
আহা! তবে দিলেন কেন ভাইজান। আপনি তো দেখছি আপনার বলা শিরোনামের স্বচ্ছলই কেবল নন, রীতিমত ধনী। আমার মত টিসিবির লাইনে দাঁড়ানো কাঙ্গালের জবাব দিয়ে কৃতার্থ করেছেন।
২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যে কোনো পোষ্ট পরে মন্তব্য করা উচিত। যে কোনো পোস্টেই নিজের মত বলি,ব্যাক্তি পরিচয় দিতে লিখিনা ,এই পোস্টেও তাই।
[অর্থের কাঙাল সাময়িক ,মানসিকতার কাঙাল নিজের জন্যই পয়জন (দুঃখিত)]
৫| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭
নিমো বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
যে কোনো পোষ্ট পরে মন্তব্য করা উচিত।
কাপড় পরি আর পোস্ট পড়ি। যাই হোক বানানের যা অবস্থা তাতে, বাংলা ভাষার ইয়েটা আর নাই বা মারলেন।
লেখক বলেছেন: [অর্থের কাঙাল সাময়িক ,মানসিকতার কাঙাল নিজের জন্যই পয়জন (দুঃখিত)]
অসাধারণ! প্রতিদিন পড়ার (পরা নয়) মত একটা উক্তি করেছেন। (কপি-পেস্ট হলেও)
২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৪
প্রতিদিন বাংলা বলেছেন: নিমো বলেছেন: [অর্থের কাঙাল সাময়িক ,মানসি।...... (কপি-পেস্ট হলেও
.......
আর ধন্যবাদ দিতে পারলাম না,দেবও না
হীনমন্যদের প্রতিউত্তর করা ঠিক না ,এদের প্রশ্নোত্তরের শেষ নাই.তার পরেও বলি -কপিপেস্ট প্রমান দিতে পারলে ,১লক্ষ টাকা পুরস্কার ,না পারলে নিজের মুখে কালী মেখে , পোস্ট করলেই হবে।
সময় ১লা মে ২০২২ পর্যন্ত।
....
[বাংলা বানান অনেক ভুল হয় ,অনেকেই বলে,]
৬| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৬
জটিল ভাই বলেছেন:
পুরাই জটিল অবস্থা!!!
২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সরল
৭| ২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩১
নিমো বলেছেন: জটিল ভাই বলেছেন:পুরাই জটিল অবস্থা!!!
সেটাই। প্রশ্ন হল পর্যটন খাত নিয়ে, উত্তর এলো জি ৭,জি ২০,ইউএন সিকিউরিটি ভেটো ক্ষমতাধর ৫,ব্রিকস ২০। পুরাই জটিল অবস্থা!!! হা হা হা!
৮| ২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৮
প্রতিদিন বাংলা বলেছেন: কপি পোস্ট এর সংগা
সাহিত্য ,গদ্য, পদ্য, গবেষণা ,মতামত .....এই জাতীয় কোনো লেখা
হুবহু বা অল্প পরিবর্তন করে নিজের নাম প্রকাশ করাকে
কপি পোস্ট বা কপি পেস্ট বলা হয়।
...........
কপি (পোস্ট ) নয় দলিল/তালিকা/পরিসংখ্যান ....
কোনো পরিসংখ্যান ,সংবাদ ,তথ্য ......
এগুলি যে যেখানেই লিখে বা বলে সব কিছুই এক হয়,হওয়া উচিত। পরিবর্তন হতে পারে বাক্য বা শব্দের আগে বা পিছের অবস্থান মাত্র।
.............................
যে লেখাকে কপি বলা হলো ,সেটা পত্রিকার থেকে নেয়া পরিসংখ্যান -
ঈদ সামনে রেখে দেশ ছাড়ছেন প্রায় ২০ লাখ মানুষ—এমন তথ্য জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), টু্যরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব).............. ইত্যাদি ইত্যাদি
এই পরিসংখ্যান থেকে বা এই পরিসংখ্যান দেখে আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি এবং আমার নিজের লেখা ,নিজের মত। পরিসংখ্যান সবক্ষেত্রেই এক বা হুবহু ,এটাই স্বাভাবিক ,ভাবনাটি এক নয়
ভাবনাটি পোস্ট ,পরিসংখ্যানটি তথ্য। পত্রিকাটি যে তথ্য বা পরিসংখ্যান যাদের কাছে থেকে জেনে জানিয়েছে।
আমি সেই তথ্য দিয়েই ,নিজের ভাবনা বা মত টি প্রকাশ করেছি
ভাবতে ভালো লাগে -ধনী নয়,কিছু স্বচ্ছল পরিবার !
দেশের বাইরে ঈদ করার প্রস্তুতি নিচ্ছে ২০ লাখ মানুষ
অথচ পরিসংখ্যানটিকে বলা হলো পোস্ট। এই হলো পান্ডিত্ত্ব !?
এখানে মন্তব্য করা ঠিক না ,এদের কাজ ই হলো না জেনে বুঝে ডুগডুগি নিয়ে লাফালাফি করা
আর মন্তব্য করবোনা এখানে /মন্তব্য করার অর্থ হবে এদের উস্কানিতে সামিল হওয়া। ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৩
নিমো বলেছেন: তা ভাইজানের ফ্রান্সের যাওয়ার খবর কী ? নাকি ব্লগের বাকি প্রবাসী জ্ঞানীদের! মত দেশ উদ্ধারে ব্যস্ত! তা পর্যটন খাত নিয়ে আদৌ কোন ধারণা আছে ? আপনাকে প্রশ্ন করেও লাভ নেই। আপনার পোস্টের মতই উত্তর আসবে সমাবেশ-বিন্যাস কৃত কপি-পেস্ট।