নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

নদী খাল হাওর ভরে যাচ্ছে স্থাপত্যশিল্পে

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৩

আগের পোস্ট টি করেছিলাম সাঁকো বা ব্রিজ নিয়ে।
এই পোস্ট টি স্থাপত্য, ভাস্কর্য বিষয়ে (আমার কাছে ভাস্কর্য মনে হয়েছে) কেউ আবার মঞ্চ মনে করতে পারেন।
যাই হোক :-
ছবিটি কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর বাজারের পূর্ব-দক্ষিণে কাটাখালী খালে তৈরী করা একটি স্থাপত্য ,স্থাপত্যটি ১০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে.অনেকে মনে করতে পারেন এটি সেতু বা ব্রিজ। আসলে ব্রিজ নয় এটা একটি নির্বাচনী মঞ্চ। জীবনে নৌকার গুরুত্ত্ব বুঝতে খালের উপর নির্মাণ করা হয়েছে।
খালের উপর ব্রিজ থাক বা না থাক,পারাপারে নৌকা লাগবেই। অর্থাৎ :-
ভোট দাও বা না দাও নৌকা সরকার চালাবেই।
মূল সংবাদ :-
সড়কহীন সেতুটি। অপরিকল্পিত নির্মাণ করা হয়। প্রায় ১০ বছর আগে খাল পারাপারে সড়কের কয়েক শ মিটার দক্ষিণে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে। স্থানীয় বাধা ও পরামর্শ উপেক্ষা করে নির্মিত সেতু।
মূল সড়ক থেকে কয়েক মিটার দূরে সেতুটির দায়িত্ব কোনো দপ্তর নিচ্ছে না বা
বর্তমানে কেউ দায় স্বীকার করছে না।
একপক্ষ বলেন -(ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা)- সেতুটি ত্রাণ মন্ত্রণালয় বা পিআইও নির্মাণ করেনি।
অপর পক্ষ বলেন - (ইটনা উপজেলা প্রকৌশল)‘কাটাখালী খালের সেতুটি এলজিইডি বিভাগের নয়।
তবে যে ঠিকাদারি
প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করেছিল, সেই ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, ২০১২-১৩ অথবা ২০১৩-১৪ অর্থবছরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সেতুটি নির্মাণ করে। প্রায় ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির জন্য ১৫-১৬ লাখ টাকা বরাদ্দ ছিল।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: অনেক গ্রামে এরকম সেতু দেখা যায়। আমার খুব অবাক।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
সেতু কোথায়,এতো ভাস্কর্য স্থাপত্যশিল্প

২| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৯

হিজিবিজি বিজ বলেছেন: ভাগ্যিস ১৫/১৬ লাখে হয়ে গেছে , এখন বানাইলে কোটি টাকার নিচে বরাদ্দ হইত না ।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
ভাস্কর্য স্থাপত্যশিল্প খরচ এমনি হয়

৩| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৫

কবিতা ক্থ্য বলেছেন: ২০১২ -২০১৩ বইলা অল্পের উপর দিয়া গেসে।
২০২২ হইলে ... নিশ্চিত দেশে আরো কয়েকটা কোটিপতির প্রসব হইতো।

২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
স্থাপত্য শিল্পের গুরুত্ত্ব জনগণ কি বুঝব,কর ও রেমিটেন্স এ সরকার ধনী

৪| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: সরকারী টাকা কেন অপচয় হবে? সামান্য পর্দা, বালিশ কিনতে কেন দূর্নীতি হবে? সাঁতার শিখতে কেন বিদেশ যেতে হবে? মগের মুল্লুক। হাসিনার আরো শক্ত হতে হবে।

২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
জনতা এতো প্রশ্ন সরকার দিতে বাধ্য নয় ,বুঝবেও না
স্থাপত্য শিল্পের গুরুত্ত্ব জনগণ কি বুঝব,কর ও রেমিটেন্স এ সরকার ধনী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.