নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: পত্রিকা থেকে
বর্তমানে ভাবতেই যেখানে অবাক লাগে সেখানে পণ্যের বিনিময়ে পণ্য ,পণ্যের বিনিময় শুটকি একদিনের বাস্তবতা,একদিনের বাজার বা মেলা আয়োজন হচ্ছে প্রতি বছর।
প্রায় দু’শ বছরের পুরনো ঐতিহ্যবাহী শুটকির মেলা।আধুনিক সভ্যতার আগে থেকেই বিনিময় প্রথা চালু ছিল। সেই বিনিময় প্রথার ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর সদরের লঙ্ঘন নদীর পাড়ে ভোর থেকে চলে পণ্যের বিনিময়ে পণ্যের বেচাকেনার মেলা। কেউ আসেন ধান, চাল, আলু, গম নিয়ে আবার কেউ সরিষা, মরিচ নানা সবজি নিয়ে আসেন। এসব বিনিময়ের মাধ্যমে তারা নিচ্ছেন শুটকি।
কি পরিমাণ শুটকি দেয়া হবে সেটা নিয়ে এখানে চলে দর কষাকষি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এই পণ্যের বিনিময়ে পণ্য দেয়ার বাজারের কার্যক্রম। এখানে মহিলাদের উপস্থিতিই বেশি। স্থানীয়রা জানায়, এ মেলা আয়োজনের কোন কমিটি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে শুটকি ব্যবসায়ী ছাড়াও ভোজন রসিকরা আসেন এ মেলায়।
স্থানীয়রা তাদের পূর্ব-পুরুষদের ঐতিহ্য ধরে রাখতে এ মেলার আয়োজন করে। এ মেলা নিয়মিতভাবে প্রতিবছর বৈশাখের দ্বিতীয় দিনে কুলিকুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
মেলায় প্রায় দু’শর বেশি রকমের শুটকির পসরা নিয়ে বসেছেন দোকানিরা। এসব পসরায় বোয়াল, গজার, শোল, বাইন, পুঁটি ও টেংরাসহ দেশীয় মাছের তৈরি শুটকিই বেশি। এছাড়া মেলায় ইলিশসহ সামুদ্রিক বিভিন্ন জাতের মাছের শুটকি পাওয়া যায়। শুটকি ছাড়াও ইলিশ ও কার্প জাতীয় বিভিন্ন মাছের ডিমও উঠেছে এ মেলায়। এখানে নাসিরনগর ও পার্শ্ববর্তী এলাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও সুনামগঞ্জের ব্যবসায়ীরা শুটকি নিয়ে আসেন।
সময় করে একবার দেখার ইচ্ছা মেলাটি। ইউনেস্কো কত ঐতিহ্য কে স্বীকৃতি দেয় (যেমন মঙ্গল/অমঙ্গল শোভাযাত্রা ) ,আবেদন করা হলে ,যাচাইবাছাইয়ের মাধ্যমে। স্থানীয়রা বা যে কেউ আবেদন করে দেখতে পারে ,হলে হয়েও যেতে পারে বিশ্বের সংস্কৃতি
২০ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:৫১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সামাজিক ঐতিহ্য পাশ কাটিয়ে ব্যাক্তি মুক্ষ হতে পারেনা
২| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: পত্রিকা পড়া ছেড়ে দিয়েছি।
কিন্তু আপনার কাছ থেকে প্রতিদিন একটা নিউজ পাই। ভালো লাগে।
২০ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:৪৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
পারিবারিক,ব্যাক্তি জীবন আর পেশা ও শখ এর বাইরে আমাদের আলোচনার বিষয় বিশ্ব পরিস্থিতি যা মূল্যহীন ও সময় নষ্ট ,ভুলে যাই বিশ্বের আগামী উজ্জ্বলতা অতীতে বপন/রোপন করা
৩| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩২
জ্যাকেল বলেছেন: প্লাগিয়ারিজম খুব খারাপ। দয়া করে সংবাদ হোক আর যাহাই প্রকাশ করেন, নিজের না হইলে তথ্যসুত্র দিয়ে দিবেন।
২০ শে এপ্রিল, ২০২২ সকাল ৭:০২
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক বলেছেন।
আসলে
কারো কোনো ক্ষতি হবেনা বিশ্বাস /অবিশ্বাসে। বিষয়টি স্মৃতির এক কোন পরে থাকা একটি মিথ ,হতে পারে নিজ এলাকার ,দেশের বা বিশ্বের
৪| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৪
জ্যাকেল বলেছেন: খবরটা বড় আগ্রহ নিয়ে পড়েছিলাম। তবে ডিসক্লেইমার না দেখে খারাপ লাগলো। পোস্ট প্রসংগে বলিঃ-
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এটা করা যেতে পারে।
২০ শে এপ্রিল, ২০২২ সকাল ৭:১৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এমন অনেক মেলা বা ঘটনা`র উপর চেপে বসে,সেটাকেই খুঁজি অর্থাৎ দায়সারা লেখা। দুঃখিত।
সরকারে তদবির এলাকাবাসী `র
৫| ২০ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৪
সাসুম বলেছেন: প্রথম কথাঃ আপনি পত্রিকার নিউজ সূত্র না দিয়ে পোস্ট করছেন, আপনি একজন লেখা চোর।
দ্বিতীয় কথাঃ আপনি একজন ফাত্রা দা গ্রেট ।
এই পবিত্র রমজান মাসে ফাত্রামি আর চুরি করার জন্য আপনার উপর আল্লা শাস্তি দেক
২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এটি একটি ঘটনা ও ঐতিহ্য ,আমি জেনেছি মিডিয়া দর্শনানার্থী ও প্রশাসন থেকে,এবং নিজের মত সহো প্রকাশ করেছি।(এটা কোনো সাহিত্য নয় ).
[সামহয়ার একটি বাংলা ব্লগ প্লাটফর্ম, যদি কোথাও সামহয়ারের কথা লিখি তাহলে কি উল্লেখ করতে হবে কোত্থেকে জেনেছি,উল্লেখ করতে হবে না। ]
মূল বিষয়ে কিছু বলার থাকলে বলুন বা বিরত থাকুন
৬| ২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২২
আরইউ বলেছেন: কী প্রশ্নের কী উত্তর দিলেন, জনাব? একটু ঝেরে কাশুন—লেখাটির লেখক আপনি নাকী টুললিবাজি করেছেন?
২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এটি একটি ঘটনা ও ঐতিহ্য ,আমি জেনেছি মিডিয়া দর্শনানার্থী ও প্রশাসন থেকে,এবং নিজের মত সহো প্রকাশ করেছি।(এটা কোনো সাহিত্য নয় ).
[সামহয়ার একটি বাংলা ব্লগ প্লাটফর্ম, যদি কোথাও সামহয়ারের কথা লিখি তাহলে কি উল্লেখ করতে হবে কোত্থেকে জেনেছি,উল্লেখ করতে হবে না। ]
মূল বিষয়ে কিছু বলার থাকলে বলুন বা বিরত থাকুন
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৮
আরইউ বলেছেন: আপনি কি ইত্তেফাকের আকতার হোসেন ভুঁইয়া? আপনি কি লেখাটা নিজে লিখেছেন?