নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

একটি জাতি/দেশ নিয়ে,উপহাস! ঘুরে দাঁড়াবে শ্রীলংকা !!

১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৯

ভারত দেশের মানুষের উপস্থিতিটা ই বেশি মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
শ্রীলংকার এ পরিস্থিতির জন্য জনগণ দায়ী নয় ,দায়ী সরকার। দেশটির ইতিহাস ঐতিহ আছে ,বিশ্ববিখ্যাত পণ্য দ্রব্য আছে ,প্রকৃতি ও সৌন্দর্য আছে। আছে দেশটির বিশ্বব্যাপী পর্যটক পরিচিতি। গুড়ে দাঁড়াবে শ্রীলংকা।
একজন ব্যাক্তি একটা দেশ কিনে নিতে পারে। বিশ্ব অর্থনিতি পরিবর্তন হচ্ছে /হয়েছে.......এককোটির কিছু বেশি জনসংখ্যার দেশটি হয়েছে ক্রিকেট বিশ্ব চেম্পিয়ন ,অলিম্পিকে ট্রেক এবং ফিল্ডে জিতেছিল (সম্ভবত) পদক..........
পত্রিকার কপি পেস্ট করা হলো :-
টুইটার নয়; অর্থনৈতিক মন্দায় অচলপ্রায় শ্রীলঙ্কা কিনে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ককে। অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে এমন পরামর্শ দিচ্ছেন নেটিজেনরা। কেউ কৌতুক করছেন, কেউ সমালোচনা। বলা হচ্ছে, মাস্ক চাইলে একাই শ্রীলঙ্কার সব ঋণ শোধ করে দিতে পারেন।

ইলন মাস্ককে উদ্দেশ্য করে ভারতের শীর্ষ ই-কমার্স স্ন্যাপডিল সিইও কুনাল বাহল টুইট করেছেন, ইলন মাস্ক টুইটার কিনতে চান ৪ হাজার ৩০০ কোটি ডলারে। শ্রীলঙ্কার ঋণ ৪ হাজার ৫০০ কোটি ডলার। তিনি দেশটি কিনে নিতে পারেন আর নিজেকে ‘সিলন মাস্ক’ বলতে পারেন (সিলন শ্রীলঙ্কার পূর্বনাম)।

টুইটার কেনার বদলে শ্রীলঙ্কাকে কিনে নিতে ইলন মাস্কের টুইটে রিটুইট করে মাসুদ জাহিদ নামে কলম্বোর এক বাসিন্দা লিখেছেন, ‘আপনি এর (টুইটার) বদলে শ্রীলঙ্কা কিনতে পারেন? আমরা এই মুহূর্তে ৪ হাজার ৩০০ কোটি ডলার দিয়ে চালিয়ে নিতে পারবো’ ।

তবে কেউ কেউ এ ধরনের পরিস্থিতিতে মোটেও খুশি নন। তাদের মতে, মাত্র একজন ব্যক্তি একটি দেশের সব ঋণ পরিশোধ করে দেওয়ার মতো ক্ষমতাবান হওয়া সম্পদ পুঞ্জিভূতকরণের প্রমাণ এবং এটি মোটেও শুভ নয়।

বিশ্ব থেকে অনাহার দূর করতে নিজের সম্পত্তি বিক্রি করার ঘোষণা ইলন মাস্কেরবিশ্ব থেকে অনাহার দূর করতে নিজের সম্পত্তি বিক্রি করার ঘোষণা ইলন মাস্কের
সঞ্জয় নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক টুইটার কিনতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছেন। আর শ্রীলঙ্কা ৪ হাজার ৫০০ কোটি ডলার ঋণ মেটাতে হিমশিম খাচ্ছে। এই পৃথিবীতে মৌলিকভাবেই কিছু সমস্যা রয়েছে।

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব ইলন মাস্কটাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব ইলন মাস্ক
১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটে ভুগছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। দেশটির চারদিকে এখন শুধুই হাহাকার। চপরিস্থিতি এমন অবস্থায় ঠেকেছে, তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয়ও মেটাতে পারছে না। যার ফলে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে।

গত দুই বছরে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে প্রায় দুই-তৃতীয়াংশ। চলতি বছর তাদের প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার বৈদেশিক ঋণের কিস্তি রয়েছে, যার মধ্যে জুলাই মাসেই রয়েছে ১০০ কোটি ডলারের আন্তর্জাতিক সার্বভৌম বন্ডের কিস্তি। কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় আপাতত সব ধরনের বিদেশি ঋণ পরিশোধ স্থগিত ঘোষণা করেছে দেশটি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৪

শাহ আজিজ বলেছেন: টুইটারে পড়ছিলাম নিষ্ঠুর এই কৌতুক । পারিবারিক শাসন লংকাকে শেষ করেছে পেছনে ভারতের হাত আছে তামিল সমস্যা নিয়ে । আমার ক্লাস মেট / কলিগ রা কে কোথায় জানিনা । কন্যা গেল মাসে লংকা ভ্রমন করল অফিসের কাজে । বলল অবস্থা ভয়াবহ ।

১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,সহমত
ওদের একজন কান্ডারি দরকার

২| ১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৮

ঊণকৌটী বলেছেন: ভারত তার সাধ্য মতো এরই মধ্যে 2.5 বিলিয়ন ডলার সাহায্য করেছে আরো 2 বিলিয়ন ডলার ঋণ ঘোষণা করেছে তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য

১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
সরকার দিচ্ছে ,রাজনীতির হিসাব যাই থাকুক।

৩| ১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঘুরে দাঁড়াবে শ্রীলংকা কবে? কখন? কিভাবে? সেটাই দেখার।

১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
একটা শিক্ষিত জাতি ,এমনি করে বিলীন হবে না নিশ্চয়।

৪| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ শ্রীলংকা ঘুরে দাঁড়াবে।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আশা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.