নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

দর্প। ছোট্ট একটি ডিভাইসে টিকেট কালোবাজারী বন্ধ সম্ভব।

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:১২

ছবি নেট থেকে নেয়া (কালোবাজার থেকে কেনা হচ্ছে বা টিটিকে টিকেট দেখানোর সাথে সাথে অর্থও দেখতে হচ্ছে , প্রতীকী )
ট্রেন/লঞ্চের টিকেট কালোবাজারি কেন বন্ধ হচ্ছে না ? বন্ধ না হবার কারণ হলো:-প্রক্রিয়াটি,হয়তো প্রশাসন জানেনা বা প্রশাসন, কালোবাজারি বন্ধ করতে চায় না।
এবং এরপরে শুরু হয় "টিকেট চেকার" বিষয়ে যারা দ্বায়িত্ত্ব প্রাপ্ত তাদের একচেটিয়া রাজত্ব। বিষয়টি খোলাসা করি :-
বর্তমানে যেভাবে টিকেট কালোবাজারি হয় ,তার অন্যতম প্রধান কারণ হলো :-
ব্যাক্তিগত দুটি তথ্যের একটি তথ্য নেই বা থাকেনা বা প্রয়োজন হয় না ।
রেজিস্ট্রেশন করতে যা লাগে (হোমপেজের ছবি) টিকেট কিনতে তা লাগেনা ,অর্থাৎ একজন রেজিস্ট্রি করলে ,অনেক জন টিকেট কীটে পারে বা অনেক নাম টিকেট কেনা যায়।
যেমন :-
টিকেট কিনতে ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার সময় আইডিন্টিফিকেশন নাম্বার দিতে হয়। সেটা নিড নাম্বার বা জন্মনিবন্ধন নাম্বার।
কিন্তু টিকেট কেনার সময় ,সেই নাম্বার টি আর প্রয়োজন পড়েনা (হোমপেজের ছবি ) (আমি বলছিনা যে টিকেটে সেই নাম্বারটি ছাপিয়ে দিতে বা ছাপাতে )।

এবং এখন থেকেই কালোবাজারে শুরু। করিমের টিকেটে বহিম ভ্রমণ করে অথচ ধরা পড়েনা। আবার করিমের টিকেটে করিম ভ্রমণ করে তবে এই করিম ও আইডি কার্ডের করিম এক নয়।টিকেটের নাম ও মোবাইল নম্বর প্রত্যেকের চেক করাও ভালো দেখায় না ,যাত্রীরাও বিরক্ত হবে ,সময় বে হবে ইত্যাদি ইত্যাদি অজুহাতের পাহাড়।
তা হলে কি করা যায় , কোন ছোট্ট ডিভাইসের কথা বলেছি শিরোনামে ,এবং ব্যবহার পদ্ধতি কি ?
পরবর্তীতে লিখবো (পরের পোস্ট ইনশাআল্লাহ )
দর্প।
ছোট্ট একটি ডিভাইসে টিকেট কালোবাজারী বন্ধ সম্ভব ।
ডিভাইস ছাড়াও, টিকেট কালোবাজারী বন্ধ সম্ভব ।
টিকেট চেকার ছাড়াও টিকেট কালোবাজারী বন্ধ সম্ভব ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ইচ্ছা, শুধু উপর মহলের ইচ্ছার অভাব।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ উপর মহল ছাড়াও যে কোম্পানি দ্বায়িত্ব নেয় টিকেট বিক্রি করার ,তারাও ফাক রাখে কাস্টমারের পরিচয় গোপনের।
হয়তো তারা জানেনা বা ইচ্ছে করে করে।
নেট থেকে টিকেট কিনে ভ্রমণ শেষ পর্যন্ত,টিকেটধারী ছাড়া কোনো মানুষের স্পর্শ`র প্রয়োজন পড়বেনা (রেল বিভাগের অতিরিক্ত খরচ ছাড়াই )

২| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৫

সাসুম বলেছেন: আপনার অনেক দিন পর এক্টা ভাল পোস্ট। এই পোস্টে কোন তথ্যের টুইস্ট নেই, সংবাদ বিকৃতি নেই, কোন মিথ্যাচার নেই। আগে আপনাকে এই জন্য শুভেচ্ছা জানালাম।

এবার আসি ব্লগ পোস্টের কন্টেন্ট নিয়ে আলোচনায়ঃ

কোন ডিভাইস বা কোন যাদু মন্ত্র না, শুধুমাত্র একটা জিনিষ ই টিকেট কালোবাজারি বন্ধ করতে পারে।

সুত্র টা হলঃ টিকেট যার নামে, ভ্রমন তার। ব্যাস।

এক দিনেই কালোবাজারি অফ

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: সাসুম বলেছেন: আপনার অনেক দিন পর এক্টা ভাল পোস্ট। এই পোস্টে কোন তথ্যের টুইস্ট নেই, সংবাদ বিকৃতি নেই, কোন মিথ্যাচার নেই। আগে আপনাকে এই জন্য শুভেচ্ছা জানালাম।
প্রতিমন্তব্য -ধন্যবাদ।
মিথ্যা বলার প্রয়োজন পড়েনা আমার(কখনো ভুল হতে পারে)।আপনারাই বাহুল্য প্রশ্নে গ্যাঞ্জামের চেষ্টা করেন। (ওসিকে প্রত্যাহার করা হয়েছে ,কে মিথ্যা বলেছে ওই পোস্ট দেখুন )

সাসুম বলেছেন:
সুত্র টা হলঃ টিকেট যার নামে, ভ্রমন তার। ব্যাস।
প্রতিমন্তব্য -ধন্যবাদ।
ভুল বললেন ,যিনি চেক করবেন ,তিনি টাকা চেনেন। আবার
করিমের টিকেটে রহিম ভ্রমণ করলেও ধরা পড়েনা ,আবার করিমের টিকেটে করিম ভ্রমণ করলেও ,এই করিম ,সেই করিম নয়

৩| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো চোরের দেশ। এই দেশে সব সম্ভব।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যেহেতু ডিজিটালাইজেশনের ক্ষমতা আছে ,সেহেতু চোর ধরা মামুলি বিষয়। ইচ্ছাই নাই ,চোর দিয়ে চোর ধরা অকল্পনীয়।

৪| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৭

জটিল ভাই বলেছেন:
সুন্দর ও সময়ের সাথে তাল মেলানো টপিক।

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সমস্যা জিয়িয়ে রাখতে বদ্ধপরিকর আমরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.