নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিসার ইনচার্জ (ওসি) এএস এম আসাদুজ্জামান।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এএস এম আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেছেন :-
‘হাইওয়ে থানা পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব হাইওয়ে পুলিশ নিবে না।’
অর্থাৎ এতদিন যে কাজ পুলিশের ছিল ,সেই কাজ এখন থেকে পুলিশের নয়। সারা দেশের জন্য প্রযোজ্য কিনা ,সেটা স্পষ্ট করে তিনি কিছু বলেননি। তবে ফরিদপুরের ভাঙ্গা থানার জন্য কার্যকর। জনগণ তাহলে কি করবে ,সেটাও তিনি কিছু বলেননি।
কথাটি শুনে প্রথমে ভেবেছিলাম "স্লিপ অব টাং " তবে যেহেতু লিখিত বক্তব্য। তাই ঘটনা সত্য।
যদিও
এ বিষয়ে হাইওয়ে পুলিশ সুপার মো. হামিদুল আলম জানান, এ এস এম আসাদুজ্জামানকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এখনো দায়িত্বভার বুঝে নেননি। কী কারণে ওসি আসাদুজ্জামান সংবাদ সম্মেলন করলেন বিস্তারিত তিনি জানেন না।
"চাঁদাবাজ ধরার কাজ পুলিশের নয়" - ওসি বেটা বলে কি !
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:১০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কাকে বলবেন ,
কোথায় বলবেন ,
চরিত্র গুলি বিনোদনের !
২| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫৬
জটিল ভাই বলেছেন:
আমার নিকটেতো মনে হচ্ছে ঠিকই আছে। তিনি বলতে চেয়েছেন যে, পুলিশের বেআইনি কাজের দায়ভার নেবেন, কিন্তু এর বাহিরে অন্যদেরটা নেবেন না। তাই বলে মামলা নেবেন না বা ব্যবস্থা নেবেন না তাতো বলেননি!
যেমন- আপনার সন্তানের অন্যায়ের দায়ভার আপনি নিলে কি অন্যের সন্তানেরটাও নেবেন? তাই বলেতো এই নয় যে অন্যের সন্তান আপনার সামনে অন্যায় করলে শাসন করবেন না বলছেন।
জানিনা বুঝাতে পারলাম কিনা।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
এখন বুঝেছি
৩| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, চিত্তে শান্তি পাবে অনেকেই।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:০৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
তাই ।
৪| ০৮ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:২২
সাসুম বলেছেন: আপনি যে কোন নিউজ না পড়েই সেটার নিজের মত ন্যারেটিভ বানান এটা নিয়ে গত এক বছর ধরেই বিরক্ত হয়ে আসছি। এবার সিদ্ধান নিয়েছি ডেইলি আপনার পোস্টে কমেন্ট করমু।
তা জ্ঞানী প্রতিদিন বাংলা ভাই-
আপনার জ্ঞানের কর্ণারে এই সংবাদ সম্মেলন এর ভুল কই???
এই লোক কি বলতে চাইছে আর আপনি কি ন্যারেটিভ করলেন?? সারারাত এক্সপায়ার্ড উইড খাইলেও তো এমন গাঁজাখুরি ন্যারেটিভ টানা সম্ভব না।
এই ভদ্রলোক ক্লিয়ারলি বলে দিয়েছেন- উনার থানা থেকে আগে চান্দাবাজি হত, উনি এসে সেটা বন্ধ করেছেন। এবং এই থানা থেকে কোন সদস্য এই কাজ করবেনা।
এই থানা থেকে কোন গাড়িতে অভিযান চালানো হবেনা চান্দার জন্য্ তবে অন্য অপরাধে রেগুলার অভিযান চলবে।
তিনি সেই সাথে এই বলে দিয়েছেন- উনার এলাকায় কেউ চান্দাবাজি করলে সেটার দায়ভার উনার উপর আসবেনা।
উনি কোথায় বলেছেন থানা পুলিশের কাজ না চাদাবাজ ধরা??? এটার প্রমান দেন । যদি দিতে না পারেন- আপনি একজন মুনাফেক, মিথ্যাবাদী, ইতর, অসভ্য, প্রোপাগান্ডাবাজ এবং মানব সভ্যতার জঘন্য মানুষ বলে বিবেচিত হবেন।
আপনি আরো লিখেছেন-
এতদিন যে কাজ পুলিশের ছিল ,সেই কাজ এখন থেকে পুলিশের নয়। সারা দেশের জন্য প্রযোজ্য কিনা ,সেটা স্পষ্ট করে তিনি কিছু বলেননি।
আপনি কি লিটারালি গাঞ্জাখোর? এই কথা কোথায় বুঝা যাচ্ছে এতদিন যেই কাজ পুলিশের জন্য ছিল সেই কাজ পুলিশের নয়। এটা আমারে দেখাবেন।
সারা দেশের জন্য প্রযোজ্য কিনা সেটা স্পষ্ট করে বলেন নি। কি বলবেন উনি?? এই নিউজ আর রিপোর্ট সেলফ এক্সপ্লানেটরি, এখানে নতুন করে বলার মত কি আছে সেটা আমাকে বুঝান।
আপনি একজন মিথ্যাবাদী মুনাফেক, প্রপাগান্ডাকারী।
ব্লগ কর্তৃপক্ষ কে অনুরোধ করব এরকম ডাহা মিথ্যাকারী দের ব্লগ লিখার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।
ব্লগের জন্য কলংক আপনি ।
০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৬
প্রতিদিন বাংলা বলেছেন: সাসুম বলেছেন: আপনি যে কোন নিউজ না পড়েই সেটার নিজের মত ন্যারেটিভ বানান এটা নিয়ে গত এক বছর ধরেই বিরক্ত হয়ে আসছি। এবার সিদ্ধান নিয়েছি ডেইলি আপনার পোস্টে কমেন্ট করমু।
তা জ্ঞানী প্রতিদিন বাংলা ভাই
.................।
ধন্যবাদ ,
আপনি এখানে মূল্যবান সময় থেকে ২/১ বাক্য লিখবেন আশা করি। কারণ :-
এর বেশি হলে ,জ্ঞানের ধারণ ক্ষমতা আমার নেই.
পুরো লিখিত বক্তব্য টি দিয়েছি ,
যে এভাবে যা বুঝে।
হয়তো সবার মতো আমিও ভুল বুঝেছি (আপনার ভাষায় )
আমি যা বুঝেছি বলেছি ,কেউ অন্য অর্থ বের করলে
তর্ক উস্কে দেয়া হবে ,মূল বিষয় পাসকাটা হবে।
সমাজের লাভ/ক্ষতি আড়ালেই থাকবে।
৫| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৯
নূর আলম হিরণ বলেছেন: সাসুম ভাই একদিকে উনি বলছেন আজ থেকে হাইওয়ে কোন ধরনের চাঁদাবাজি চলতে দিবেন না, আবার বলছেন কেউ চাঁদাবাজি করলে তার দায় দায়িত্ব হাইওয়ে পুলিশ নিবে না! হাইওয়ে চাঁদাবাজ ধরা যদি উনার পুলিশের দায়িত্ব না হয়ে থাকে তাহলে উনি কেনো যেকোন ধরনের চাঁদাবাজি বন্ধ করার অঙ্গীকার করছেন। আবার দায়িত্ব থাকলে কেনো চাঁদাবাজি হলে উনি দায় দায়িত্ব নিবেন না?!
০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
পুরো লিখিত বক্তব্য টি দিয়েছি ,
যে এভাবে যা বুঝে।
আমি যা বুঝেছি বলেছি ,কেউ অন্য অর্থ বের করলে
তর্ক উস্কে দেয়া হবে ,মূল বিষয় পাসকাটা হবে।
সমাজের লাভ/ক্ষতি আড়ালেই থাকবে
প্রতিউত্তরে -
নীরব থাকায় সেই মনে করি
৬| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৯
সাসুম বলেছেন: @নুর আলম হিরনঃ
হাইওয়ে থাকার বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের থানা থেকে চান্দা উঠানো হয়। উনার উপরে চাপ আসছে, তাই উনি সরাসরি ঘোষণা দিছেন উনার থানা থেকে এসব কিছুই আর করা হবেনা। এবং উনি উনার জ্ঞাতসারে এসকল চান্দাবাজি হতে দিবেন না। একদম ক্লিয়ার ঘোষণা
এখন, হাইওয়ে পুলিশ এর নাম করে কেউ যদি চান্দা নেয় তাহলে সেটা একটা মিথ্যা এবং সেটার কোন ধরনের দায় উনারা নিবেন না। এটাও সেলফ এক্সপ্লেনেটরি
আর একটা ছোট হাইওয়ে ফাড়ির পক্ষে পুরা দেশের চান্দাবাজি অফ করা মোটেই পসিবল না, উনি উনার থানার আয়ত্বে থাকা এলাকার চান্দাবাজি অফ করবেন বলে তো ঘোষণা দিছেন ই, এখন কি আপ্নি চান হাঠহাজারি হাইওয়ে থানার পাশের মহাসড়কের চান্ধাবাজি অফ করাও উনার কাজ??
উনি উনার বক্তব্যে একদম ক্লিয়ার এবং উনাকে সবাই মিলে সেলুট জানানো উচিত।
০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৫
প্রতিদিন বাংলা বলেছেন: আপনার বিভিন্ন অহেতুক মন্তব্যের জন্য আপনাকে ক্ষমা চাইতে বলছি না।
বলছি -
যে কোনো পোস্ট পড়ে ,বুঝে মন্তব্য করুন
কি প্রয়োজন অহেতুক লাইনের পর লাইন লিখে বিব্ভ্রান্তই ছড়ানোর
আজ ভাঙা থানার সেই ওসিকে প্রত্যাহার করেছেন প্রশাসন
অতএব বুঝতে পারছেন কি ,সেই ওসি ভুল/অন্যায় কথা বলেছিলো ,শুধু আপনিই বলেছিলেন -সসি ঠিক কথা বলেছেন।
ধন্যবাদ
[[ভাঙ্গা হাইওয়ে থানার সেই ওসি প্রত্যাহার
বাংলাদেশ প্রতিদিন ]]
৭| ০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: এরা পড়াশোনা করে পুলিশ হয় নাই। এরা পুলিশ হয়েছে টাকা দিয়ে। এদের টার্গেট হলো- টাকা কামানো। টাকা কামাতেই এরা পুলিশে ঢুকেছে।
০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,সহমত
লিখিত বক্তব্যে বাক্য ভুল (আমারতো বানান ভুল )
৮| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৬
প্রতিদিন বাংলা বলেছেন: ভাঙ্গা হাইওয়ে থানার সেই ওসি প্রত্যাহার
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১২
নূর আলম হিরণ বলেছেন: উনাকে এটা কে লিখে দিয়েছে? উনি পাঠ করার আগে দেখেননি নাকি দেখলেও বুঝেননি কি পড়ছেন উনি! এই সামান্য কথাও লিখে আনা লাগে, দেখে দেখে পড়তে হয়?