নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরু হয়ে গেছে সিলেট ও আশেপাশের অঞ্চলের বাঁধ ভাঙার সিজন। প্রতি বছরের মতো এবার নিয়মিত শুরু হয়েছে বাঁধ ভাঙা। প্রথমে কৃষকেরা বাঁধ দেয়ার জন্য আন্দোলন করেন ,পরে প্রশাসনও ব্যাবসায়ীরা বাঁধ দেন ,এবং একটা নির্দিষ্ট দিনে ,নিয়মিত ভাবে বাঁধগুলি ভেঙে যায়। (ব্যাতিক্রম আছে ,তা সামান্য ) , অর্থাৎ -
"বাঁধ দিয়ে বা বাঁধ ভেঙে হলেও ফসল তারা(সরকার নয় ,প্রশাসন ও ব্যাবসায়ী ) নষ্ট করবেই।টেকসই কিছু নেই সব সিজনাল।
সংবাদ টি হলো -
টাংনির হাওরের বাঁধ রক্ষায় লড়ে যাচ্ছেন কৃষকরা
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাংনির হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে জারুলিয়া খেয়াঘাট সংলগ্ন ফসলরক্ষা বাঁধ ঢলের পানির চাপে ভেঙে যায়।
বাঁধটি ভেঙে যাওয়ায় তলিয়ে যাওয়ার হুমকিতে পড়েছে হাওরের ১৮০০ হেক্টর জমির বোরো ফসল। এর পর থেকে বাঁধটি মেরামতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন স্থানীয় কৃষকরা।
একটি হিসাব -
একজন লোকের বছরে কত কেজি চাল লাগে ,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, বাংলাদেশে মাথাপিছু দৈনিক চাল খাওয়ার পরিমাণ ৪১৬ গ্রাম। এ হিসাবে বার্ষিক জনপ্রতি চালের ব্যবহার ১৫২ কেজি।
বাঁধ ভাঙার কারণে কত জন লোকের ১ বছরের চাল নষ্ট হলো ?
বাঁধ ভাঙার কারণে ১৮০০০হেক্টর জমির ফসল নষ্ট হলো - কৃষকের মাথায় হাত সেটা যেমন গুরুত্ব পূর্ণ, উৎপাদনেও তার প্রভাব আছে ,
একটি সহজ হিসাব :-
এক মন ধানে কত মন চাল হয়
২৫ কেজি চাল হয়
১ বিঘা জমিতে ১২ মন ধান হয়
৩০০ কেজি চাল হয় এক বিঘা জমিতে
এক হেক্টর কত চাল হয়
১ হেক্টর = ৭.৪৭ বিঘা তাহলে দেখুন। তাহলে সাধারন অংকে ৭.৪৭*১২ = ৮৯.৬৪ ধরুন।মন চাল হয়
১৮০০০ হেক্টর , ১৩৪৪৩০ বিঘা
১৩৪৪৩০ বিঘায় চাল হয় ৩৩৬১৫০০ মন.
১৩৪৪৬০০০০ কেজি
৮৮৪৬০৫ জন এর এক বছরের চাল
অর্থাৎ ৮৮৪৬০৫ জন কৃষকের ১ বছরের বা ৩৬৫ দিনের ভাত ভাসিয়ে নিয়ে গেলো বা ভাসিয়ে দিলো প্রশাসন ও ব্যাবসায়ী সিন্ডিকেট চক্র
(হিসাবে কিছু ভুল হতে পারে ,তবে মূল বিষয়টা এমনই )
০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সেটা সম্ভব নয়
এখানেই তাদের পক্ষে দাঁড়িয়ে যাবে অনেকেই
আর কোন বাঁধ ভেঙেছে ,কতদিন পর পর ভাঙে ,বাঁধ ভাঙার আরো কারণ আছে ,পৃথিবীর সব দেশেই ভাঙে.....
অর্থাৎ -
দুর্যোগ সামলানোর চেয়ে দুর্যোগ তদন্ত কমিটি কোন বিষয়ে করা হবে কি হবেনা সেটাই প্রধান
২| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২৮
সাসুম বলেছেন: প্রথমে কৃষকেরা বাঁধ দেয়ার জন্য আন্দোলন করেন ,পরে প্রশাসনও ব্যাবসায়ীরা বাঁধ দেন ,এবং একটা নির্দিষ্ট দিনে ,নিয়মিত ভাবে বাঁধগুলি ভেঙে যায়।
প্রশাসন এবং ব্যাবসায়ীরা বাধ দেন- ব্যবসায়ীরা বাধ দেন, এই ইন্টারপ্রিটেশান কই পাইছেন??? রেফারেন্স দেন,
সবচেয়ে বড় যেটা জানতে চাই- এই যে বাধ ভেংগে দেয় কেউ নির্দিষ্ট দিনে, নিয়মিত ভাবে দুই একটা ব্যতিক্রম বাদে- এই সংক্রান্ত নিউজ, রিপোর্ট, আর্টিকেল, রেফারেন্স দেন।
নাইলে আপনাকে একজন মিথ্যুক, অপপ্রচার কারী, রমজান মাসের পবিত্রতা ভঙ্গকারী মুনাফিক হিসেবে বাকী জীবন চিনে যাবে সবাই।
পবিত্র রমজান মাসে, একটা অথেন্টিক নিউজের সাথে নিজের মনগড়া মিথ্যা ও চেরি পিকিং কাহিনী জুড়ে দিয়ে যে অপরাধ করছে আপনি আল্লাহ্র কাছে আজীবন একটা ঘৃণ্য কাফের মুনাফেক এর চেয়ে বাজে লোক হয়ে থাকবেন
দয়া করে - অন্তত এই ধরনের ন্যাক্কারজনক কাজ করবেন না। আপনি একজন ভয়াবহ ক্রিমিনাল ধরনের কাজ করেন।
একটা নিউজ শেয়ার করেন, এর আগে পিছে একদম ঢাকা মিথ্যা এমন ভাবে জুড়ে দেন মনে হয় যেন সেসব নিউজের পার্ট।
আপ্নার এই ধরনের ন্যাক্কারজনক জঘন্য কাজের তীব্র প্রতিবাদ জানাইলাম আর কি ।
০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কন্টাক্টর ,নির্মাণ প্রতিস্হান ,......এগুলো
ব্যাবসায়ী অন্তর্ভুক্ত।
মূল বিষয়ে কিছু বলেন
কন্টাক্টর ,নির্মাণ প্রতিস্হান ,ব্যাবসায়ী নিয়ে আলাদা আলোচনা করা যেতে পারে
আর আপনি বলেছেন -
সবচেয়ে বড় যেটা জানতে চাই- এই যে বাধ ভেংগে দেয় কেউ নির্দিষ্ট দিনে, নিয়মিত ভাবে দুই একটা ব্যতিক্রম বাদে- এই সংক্রান্ত নিউজ, রিপোর্ট, আর্টিকেল, রেফারেন্স দেন।
শত শত আছে
গত পোস্টেই আছে রাবার বাঁধের ছবি ও লেখা।
সবার আগে যদি জানতে চাইতেন ,কৃষক এখন কেজি করবে বা করছে ,
তাহলে আপনার সব জানতে চাওয়া তত্থ দেয়া হতো
৩| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪১
জুল ভার্ন বলেছেন: যা কিছুই হোক- সকল দুর্দশা প্রান্তিক কৃষকের ভাগ্যে!
০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
প্রতিদিনের বিষয়
এগুলো কোনো সংবাদ নয়
৪| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৫
সাসুম বলেছেন: একটা নির্দিষ্ট দিনে ,নিয়মিত ভাবে বাঁধগুলি ভেঙে যায়। আপনি কি বুঝাতে চাইছেন সেটা খুব ক্লিয়ারলি বুজছি, তেনা না পেচাইয়া কাইন্ডলি এই সংক্রান্ত নিউজ দেখান এখন কখন কে নিয়মিত ভাবে বাধ ভাংগে।
ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়েন না, রমজান মাসে মুনাফেক হইয়েন না।
০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আগেই বলেছি
গত পোস্টেই আছে রাবার বাঁধের ছবি ও লেখা।
সবার আগে যদি জানতে চাইতেন ,কৃষক এখন কি করবে বা করছে ,
তাহলে আপনার সব জানতে চাওয়া তত্থ দেয়া হতো এবং করণীয় বলা হতো
অর্থাৎ -
দুর্যোগ সামলানোর চেয়ে দুর্যোগ তদন্ত কমিটি কোন বিষয়ে করা হবে কি হবেনা সেটাই প্রধান নয়
৫| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০২
সাসুম বলেছেন: আপনি আপনার পোস্টে একটা বড় রকমের এলিগেশান দিয়েছেন- বন্যার জন্য দেয়া বাধগুলো কৃষক দের ইচ্ছে করে ক্ষতি করার জন্য কেউ না কেউ নিজ দায়িত্বে ইচ্ছে করে ভেংগে দিয়ে যায় নির্দিষ্ট সময়ে । দেশের সব বাধের একই অবস্থা জাস্ট দুই একটা বাধ দিয়ে।
এই ধরনের মিথ্যা ছড়ানোর কারন টা কি???? এতটা মিথ্যা আপনার খোদা সইবেনা।
আপনার পূর্বের আপনি আপনার পোস্টে একটা বড় রকমের এলিগেশান দিয়েছেন- বন্যার জন্য দেয়া বাধগুলো কৃষক দের ইচ্ছে করে ক্ষতি করার জন্য কেউ না কেউ নিজ দায়িত্বে ইচ্ছে করে ভেংগে দিয়ে যায় নির্দিষ্ট সময়ে । দেশের সব বাধের একই অবস্থা জাস্ট দুই একটা বাধ দিয়ে।
এই ধরনের মিথ্যা ছড়ানোর কারন টা কি???? এতটা মিথ্যা আপনার খোদা সইবেনা।
আপনার পূর্বের পোষ্টে কই লিখা আছে নিয়ম করে নির্দিষ্ট দিনে কেউ বাধ নস্ট করে দিয়ে যায়?? আমি তো দেখতে পাচ্ছি আপনি সে কথা একবার ও দেখান নাই, কিংবা কোন নিউজে সেই কথা বলা নাই।
আপনি একজন চরমতম মিথ্যাবাদী, মুনাফেক এবং একজন ভুয়া তথ্যদানকারী।
০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
শুধু ইচ্ছে করে ভেঙে দিয়ে যাচ্ছে।,সেটা নয় বরং
এমন ভাবে বানানো বা তৈরী করা হচ্চে
যেন ভেঙে যায় বা ভেঙে যেতে বাধ্য হয় বা টেকসই না হয় আবার কখনো
বিভিন্ন অজুহাতে যেমন ড্রেজার চলাচল (অতিরিক্ত ওজন অপরিণত চালক। ..)
পানির চাপে,যেমন - অন্তর্ভুক্ত পানি বা বহিরাগমন পানি র পরিমান হিসাব না করেই বাঁধ দেয়া ,যা কৃষক বোঝে না। অথচ হিসাব আছে প্রশাসনের ও ব্যাবসায়ীদের
এই পানি কখনো পরিমানের হেরফের কখনো স্রোতের হেরফের
আবার। .....
৬| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যদি ঘটনা সতিই হয় তাহলে @ ব্লগার জ্যাকেল বলেছেন এদের মত শুয়োরদের নেড়ি কুত্তার মত পিটান দরকার।
০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
৭| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৩
একজন নিষ্ঠাবান বলেছেন: এরা শয়তান।
০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
৮| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: জানলাম। এসব আমি কিছুই জানতাম না।
০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
সরল স্বীকারোক্তি।
কৃষকের অধিকার বিষয়ে বিজ্ঞান কি বলে !
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২১
জ্যাকেল বলেছেন: এদের মত শুয়োরদের নেড়ি কুত্তার মত পিটান দরকার।