নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কালো তালিকা ভুক্ত লোকের মুখে
কারো প্রশংসা শোনা বা শুনলে সেই লোকটির বিষয়ে পূর্ববর্তী ধারণা গুলো নড়বড়ে হয়ে যায় অথবা
প্রশংসাকারী নতুন কোনো মতলবের দিকে এগুচ্ছে ধরে নেয়া যায়।
বলতে চাইছি বিডি পুলিশ আইজিপি পদের বর্তমান সাহেবের বিষয়ে। যিনি কিছুদিন পূর্বে RAB প্রধান ছিলেন। তিনি বলেছেন -
"বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির জন্য ঈশ্বরপ্রেরিত: "
আমার মতে ,বঙ্গবন্ধু বিষয়ে তিনি কিছু বললে/নাবললে কিছুই যায় আসেনা। প্রশ্ন আসে তাহলে তার মতলবটা কি ?তিনি কি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চাইছেন ? যদিও যে কেউ অংশ নিতে পারে (দন্ডপ্রাপ্ত চোর ছাড়া ).আমেরিকার কালো তালিকা ভুক্ত মানে দন্ডপ্রাপ্য নন।
আমেরিকার কমিটমেন্টের গুরুত্ব -
অধুনা বিশ্বে আমেরিকার গ্রণযোগ্যতা প্রমানের অপেক্ষা রাখে না (কিছু বিতর্কিত বিষয় থাকে সব জায়গাতেই).সেই আমেরিকা বাংলাদেশের প্রতিস্হান ও একজন লোকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, কালো তালিকা ভুক্ত করেছে
২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সে কথাই বললাম
২| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: আমি কোনো মন্তব্য করবো না। অনেক সময় চুপ থাকতে হয়।
২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
চুপ করেই আছে দেশবাসী
৩| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৬
অক্পটে বলেছেন: হু আর ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এই দেশ এখন কে চালনা করছেন?
উত্তর আপনি যার কথা বলছেন আর যার নাম নিতে মানুষ ভয় পাচ্ছে তিনিই চালাচ্ছেন। আমাদের সেনাবাহিনীও তাকে ভয় পায়। আপনি ভয় পাননা? হু আর ই্উ!?
২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫২
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সরি ,মনে ছিলোনা ,এখন পাচ্ছি
৪| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: এইসব কোনো বিষয়ই না, এরাই সব, এরাই নাটের গুরু।
২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সহমত। আগামীর এমপি
৫| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৮
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: আমেরিকা কালো তালিকাভুক্ত করেছে এখন আর তার ভালো কথা বলা যাবে না্। দেশ নিয়ে ভালো কোন বিবৃতি ও দেয়া বারন। আজব চিন্তাভাবনা মানুষের।
২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
নতুন কিছু ভালো কথা বললে ,জাতি শিখতে পারতো
৬| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: এদের সম্পর্কে কোন ইন্টারেস্ট নাই।
২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:১৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
বিষয়টা দেশের এবং আন্তরজাতিক (যদিও সাধারনের ,কিছুই করার নাই)
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কিছু বলতে চাইনা । সবাই বোঝে উনি কি ?