নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ঈমান ও বিশ্বাসে অটল ,সাবাস (কে বলে নারী অবলা !)

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৪

প্রকৃত ছবি
যে স্বামী আল্লাহর ঘর মসজিদ থেকে ব্যাটারি চুরি করতে পারে,
তার সঙ্গে আর যাই হোক, ঘর-সংসার করা যায় না।
এ জন্য কাজি ডেকে সঙ্গে সঙ্গেই তাকে তালাক দিয়েছি - মাসুমা বেগম
স্বামী ফোরকান মসজিদের ব্যাটারি চুরি করার অপরাধে তাঁকে শরিয়ত মোতাবেক তালাক দেয়।
ঘটনাটি ....
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বথিপাড়া এলাকার।
প্রায় ২২ বছর আগে মাসুমা বেগমের (৪৬) প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপর ২০০৭ সালে বরগুনার সরিষামুড়ি ইউনিয়নের শাহজাহান হাওলাদারের ছেলে ফোরকানের সঙ্গে বিয়ে হয় মাসুমা বেগমের। এরপর থেকেই উপজেলার বথিপাড়া সরকারি আশ্রয়ণে বসবাস শুরু করেন তাঁরা। বিয়ের পর থেকেই ফোরকান কোনো কাজকর্ম না করে বিভিন্ন স্থানে চুরি করতেন বলে জানা যায়। এ নিয়ে বিভিন্ন সময়ে সংসারে ঝামেলা লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মধ্য পাওয়াপাড়া জামে মসজিদ ও পাওয়াপড়া দোকানঘাট জামে মসজিদ থেকে সৌরবিদ্যুতের তিনটি ব্যাটারি চুরি করেন ফোরকান। এই ব্যাটারি প্লাস্টিকের বস্তায় করে বিক্রির উদ্দেশ্যে বরগুনায় যাওয়ার পথে ছোটবগী খেয়াঘাট এলাকা থেকে স্থানীয় স্বপন মৃধা সন্দেহ করে তাঁকে আটক করেন। তখন ফোরকান স্বীকার করেন এই ব্যাটারি মসজিদ থেকে চুরি করেছেন তিনি। পরে নিশানবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জোমাদ্দারের কাছে ফোরকানকে হস্তান্তর করেন।

বথিপাড়া আশ্রয়ণে স্থানীয়ভাবে সালিস মীমাংসার জন্য বৈঠক বসানো হয়। ওই বৈঠকে চুরির দায়ে স্বামী ফোরকানের সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নেন স্ত্রী মাসুমা বেগম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ও ইউপি সদস্যদের উপস্থিতিতে ওই ইউনিয়নে কাজী মহিবুল্লাহকে ডেকে স্বামীকে তালাক দেন স্ত্রী। পরে ব্যাটারিগুলো মসজিদ কমিটির সদস্যদের ডেকে ফেরত দেওয়া হয়েছে এবং ফোরকানকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫০

মিঃ আতিক বলেছেন: চুরি করা কিছু অমানুষের স্বভাব। চুরি বেশি হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থা ঠিক না থাকলে, রাষ্ট্রে কর্মসংস্থানের অভাব থাকলে।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সহমত

২| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: যেখানে রাষ্ট্রের হর্তা কর্তারা চোর সেখানে --------

২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সহমত

৩| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোরের উপযুক্ত শাস্তি!

২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:০১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সাংসারিক জীবনে ঈমানের জোর।
আল্লাহু আকবর

৪| ২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৭

সোবুজ বলেছেন: মন্ধির থেকে চুরি করলে কি সওয়াব হবে।তখন কি তালাক দেয়া যাবে।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:০৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সাংসারিক জীবনে ইসলামে বিশ্বাস বিষয়ে বলেছি ,অন্য ধর্ম বিষয় জানা নেই

৫| ২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৯

সোবুজ বলেছেন: হুজুরের সাথে ঐ নারীর সম্পর্ক আছে কিনা খবর নিয়েছেন।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
১৫ বছরের সাংসারিক জীবনে তেমন কিছু জানা যায়নি

৬| ২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:৪২

সোবুজ বলেছেন: কোরান হাদিসের কোন বক্তব্যের আলোকে তালাক হলো,জানাবেন দয়া করে।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:১২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কোরান হাদিস বা যেকোনো ধর্মেই অন্যের ক্ষতি করা খারাপ বলেছে।
বিচ্ছেদ বিষয়টি মহিলার ব্যাক্তি সিদ্ধান্ত।

৭| ২৭ শে মার্চ, ২০২২ রাত ৯:০৭

জগতারন বলেছেন:
ইহাকে আমি গোড়া-ই বলি।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
হতে পারে গোড়া বা অতিআধুনিকতা বা শুধুই নিজ ধর্মীয় বিশ্বাস

৮| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:২১

নতুন বলেছেন: ভাই ইহা ইমান বা বিশ্বাসের প্রমান নহে,

মহিলা অবশ্যই এই রকমের জামাই নিয়ে বিপদে ছিলো এখন একটা কারন পাইছে যাহাতে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।

২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
১৫ বছরের সাংসারিক জীবন।
তবে হতেও পারে ,উছিলা খঁজছিলেন। যদিও বিতর্কিত কিছু জানা যায়নি।

৯| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩৭

নতুন বলেছেন: এরপর ২০০৭ সালে বরগুনার সরিষামুড়ি ইউনিয়নের শাহজাহান হাওলাদারের ছেলে ফোরকানের সঙ্গে বিয়ে হয় মাসুমা বেগমের। এরপর থেকেই উপজেলার বথিপাড়া সরকারি আশ্রয়ণে বসবাস শুরু করেন তাঁরা। বিয়ের পর থেকেই ফোরকান কোনো কাজকর্ম না করে বিভিন্ন স্থানে চুরি করতেন বলে জানা যায়। এ নিয়ে বিভিন্ন সময়ে সংসারে ঝামেলা লেগেই থাকত।

আপনার যদি মনে হয় ঈমানী জোর থেকে ফোরকানকে তালাক দিয়েছেন সেটা ভালো চিন্তা :#)

২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
তাই দেখা যাচ্ছে (ভিন্ন মত থাকলেও চোরের পক্ষে মত নেই )

১০| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৪

সাসুম বলেছেন:

২০০৭ সালে বরগুনার সরিষামুড়ি ইউনিয়নের শাহজাহান হাওলাদারের ছেলে ফোরকানের সঙ্গে বিয়ে হয় মাসুমা বেগমের। এরপর থেকেই উপজেলার বথিপাড়া সরকারি আশ্রয়ণে বসবাস শুরু করেন তাঁরা। বিয়ের পর থেকেই ফোরকান কোনো কাজকর্ম না করে বিভিন্ন স্থানে চুরি করতেন বলে জানা যায়। এ নিয়ে বিভিন্ন সময়ে সংসারে ঝামেলা লেগেই থাকত।


এতদিন বাইরে থেকে চুরি করলেও সংসার করা গেছে, আজকে মসজিদ থেকে চুরে করার কারনে আর করা যাবেনা!


একদম পিউর বাঙ্গু মোসলমান !!! বাংলাদেশের মোসল্মানের আসল রুপ! সোবাহানাল্লাহ

বাইরে চুরি করছে এতবছর আরাম, আজকে মসজিদে চুরি করছে- হারাম।

২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। যার যার ধর্মীয় বিশ্বাস অথবা তৎক্ষণাৎ উপলব্ধি। সব ধর্মের সবাই এক নয়।
..........
অস্কারে স্মিথ সাহেব থাপ্পড় লাগিয়ে দিলেন , প্রাইভেটলি অনুষ্ঠানটি হলে হয়তো থাপ্পড়টা দিতো না ,বা শুধু থাপ্পরেই থামাতেন না। আবার লাথিও খেতে পারতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.