নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

চোর আমলাতন্ত্রে অকল্পনীয় সাফল্য

২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৯


নামের আগে মাননীয় লেখার নিয়ম থাকুক বা না থাকুক ,
মাননীয় মুজিবের বেটি বা মাননীয় আওয়ামলীগ সভাপতি বলেই সম্মোধন করছি -
মাননীয় সরকার প্রধান ,আপনি কি ঘোষণা দিয়েছিলেন সেটা মুখ বিষয় নয় ,বেশির ভাগ মানুষ তা শুনতেও যায় না ,বাধ্য হয়ে শুনে।
তবে আপনার কাজ দেখে "শতভাগ বিদ্যুতায়নের নিশ্চয়তা বুঝে পেয়ে" আমরা অত্যন্ত আনন্দিত।
কল্পনাতেও বাংলাদেশ কখনো ভাবেনি কাজটি সম্ভব ,বিশেষ করে চোর আমলা তন্ত্রে।
আপনাকে অভিবাদন জানিয়ে ছোট করবোনা ,বা অভিবাদন জানানোর যোগ্যতাও এই চাটুকার জনতার নেই।
সংবাদ টি ছিল -
গতকাল পটুয়াখালীর পায়রায় দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন,ওয়াদা করেছিলাম প্রতিটি মানুষের ঘর আলোকিত করব। প্রতিটি মানুষ আলোকিত হবে। আলোর পথে আমরা যাত্রা শুরু করেছি। আজকের দিনটা সেই আলোর পথে যাত্রা যে সফল হয়েছে সেই দিন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৬

ছদকার ছাগল বলেছেন: আমলা তন্ত্রের সবাই চোর না। অনেক দেশপ্রেমিক আমলা এখনও আছেন।

২২ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ফকিন্নিদেশে অনেক বিলিওনিয়ার থাকলেও গরিব দেশের লেবেল লাগানো থাকে। চোরের পক্ষে এতো পরিশ্রম না করে ,ভালোকে উৎসাহিত করা উত্তম

২| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেশপ্রেমিক আমলা নেই বললেই চলে; যে সংখ্যায় আছে সেটা খুবই নগন্য।

২২ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
চোরের বিপক্ষে যতই যুক্তি দেন ,তাল গাছ তাদেরই। তারচেয়ে ,ভালোকে উৎসাহিত করা উত্তম

৩| ২২ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো চোরের দেশ।
সারা বাংলাদেশে কোনো সৎ মানুষ নেই।

২২ শে মার্চ, ২০২২ রাত ৮:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
১০০% বিদ্যুৎ
অকল্পনীয় সফলতা

৪| ২২ শে মার্চ, ২০২২ রাত ৮:০৫

সোবুজ বলেছেন: ভালো লোকটা কে?দেশ চালিয়েছে আর্মি,জাতিয় পার্টি,বিএনপি জামাত ও আওয়ামী লীগ।কাকে আপনি ভাল লোক বলছেন।কাকে উৎসাহিত করতে হবে।

২২ শে মার্চ, ২০২২ রাত ৮:১১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
১০০% বিদ্যুৎ,অসাধারণ সফলতা

৫| ২২ শে মার্চ, ২০২২ রাত ৮:২০

নূর আলম হিরণ বলেছেন: অন্যের মন্তব্যের আপনার করা প্রতিমন্তব্য বেশিরভাগ সময়ই অস্পষ্ট। মন্তব্য অনুযায়ী প্রতিমন্তব্য করলে ভালো হয়।

২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ভালো বলেছেন

৬| ২২ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বেনপি-জামাট আমলে রফতানি ভাল ছিল, রেমিটেন্সও বেশ ভাল ছিল। কিন্তু ৫ বছরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ১ পয়শাও বাড়েনি,
বিদ্যুৎ এক ছটাকও বাড়েনি। কোন সেতু হয় নি, মেগা প্রকল্প দুরের কথা, মেগা প্রকল্প কি জিনিষ সেটাও যানতো না।
তাদের আমলে কোন পাচার হয় নি রিজার্ভ হ্যাকিংও হয় নি। তাহলে ডলারগুলো কোথায় গেল?

বেনপি-জামাট জোটের নীতি। উন্নয়ন হচ্ছে গোলামী নয়, সার্বভৌমত্ত। পাকিস্তানের বন্ধু হয়ে ভারতকে চাপে রাখা।
বিদেশ থেকে অস্ত্র এনে ট্রাকে ট্রকে অস্ত্র উলফাকে দিয়ে সারাক্ষন ভারতের সাথে গুতোগুতি করা। এটাই উন্নয়ন।

২২ শে মার্চ, ২০২২ রাত ১১:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ভালো বলেছেন।বড়ো বড়ো বিষয়ে না গিয়ে পোস্টে ছোট করে ,আমলা বা সরকারের কর্মচারী ও একজন সরকার প্রধান (ব্যাক্তি) বিষয়ে বলেছি।এবং বলেছি একান্তই আমার নিজের মতো। ১০০% বিদ্যুৎ আমার কাছে অকল্পনীয় মনে হয়েছিল, অথচ বাস্তবেই দেখতে পাচ্ছি। কারো সাথে কারো তুলনা করলে দলাদলি হয়ে যায় ,আমার কোনো দল নেই

৭| ২৩ শে মার্চ, ২০২২ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ জন্মের পর থেকেই চোর দেখা যাচ্ছে। দিন যত বাড়ছে, চোর তত বাড়ছে।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ঠিক তাই

৮| ২৩ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: সব ঠিক আছে, শুধু আমাদের অবস্থা চিড়ে চ্যাপটা!!

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:২৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.