নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

খবর নয় দৈনন্দিন বিষয় (চাকরি পেলেন উপাচার্যের পরিবার )

২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১১


দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উপাচার্যের পরিবার বা আত্মীয় বা কাছের লোকের নিয়োগ আমাদের দেশে যে কোনো সরকারের আমলেই সাধারণ বিষয়। যোগ্য বা অযোগ্য কোনো বাধা নয়। যেমন -বিভিন্ন সময় বিভিন্ন খবরের হেডলাইন
#চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ
#সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেল উপাচার্যের ১৩ আত্মীয়
তেমন আজকের হেডলাইন - রুয়েটে নিয়োগ পেলেন উপাচার্যের ভাইবোন, শ্যালক ও গৃহকর্মী।
[(পত্রিকার পাতা থেকে কপি )]
শ্যালক সোহেল আহমেদকে নিয়োগ দিয়েছেন ‘পিএ টু ডিরেক্টর’ পদে। আপন দুই ভাই মো. মুকুল হোসেন ‘সেকশন অফিসার’ ও লেবারুল ইসলাম ‘জুনিয়র সেকশন অফিসার’ পদে নিয়োগ পেয়েছেন। বাদ যাননি গৃহকর্মী লাভলী আরাও। তাঁকে বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাসিস্ট্যান্ট কুক’ পদে নিয়োগ দিয়েছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য রফিকুল ইসলাম সেখ স্বজনপ্রীতির মাধ্যমে এভাবে শ্যালক, দুই ভাই, স্ত্রীর ফুফাতো ভাই, চাচাতো বোন, গৃহকর্মী ও তাঁর স্বামীসহ স্বজনদের কর্মকর্তা-কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় এসব নিয়োগ অনুমোদন দেওয়া হয়। কিন্তু ওই সভার কোনো রেজল্যুশন করা হয়নি। উপাচার্যের দাবি, তিনি নিয়োগ বোর্ডে ছিলেন না। যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়ে তাঁরা চাকরি পেয়েছেন। নিয়োগে স্বজনপ্রীতি ছাড়াও উপাচার্যের বিরুদ্ধে নীতিমালার বাইরে নিয়োগ দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংক্ষুব্ধ একজন চাকরিপ্রত্যাশী আদালতের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগ উঠেছে, উপাচার্যের স্ত্রীর ফুফাতো ভাই মেহেদী হাসানকে ‘কেয়ারটেকার’ পদে, চাচাতো বোন মাছুমা খাতুনকে ‘ডেটা এন্ট্রি অপারেটর’ পদে, কাজের মেয়ে লাভলী আরার স্বামী এনামুল হককে ‘উপাচার্যের গাড়িচালক’ পদে নিয়োগ দেওয়া হয়। জুনিয়র সেকশন অফিসার পদে নিয়োগ পাওয়া উপাচার্যের ভাই লেবারুল আগে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
ইত্যাদি ইত্যাদি

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: পুরাই চোদ্দ গুষ্ঠি নিয়ে এসেছে। হা হা হা

আমি পোস্ট পড়ে হাসতে হাসতে শেষ ভাইয়া।

এই লোক দেখি দুনিয়ার এক নাম্বার গাধা।

এই জন্যই সুকুমার কবিতা লিখেছিলেন
সাধে কি বলে গাধা?? :P

২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যেহেতু খবর নয় ,নিত্য বিষয়।এগুলিই নিয়ম।
সব মন্তব্যেই সহমত।

২| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩১

জুল ভার্ন বলেছেন: এভাবেই ক্ষমতার অপব্যবহার হয়! তবে প্রতিযোগিতায় যোগ্যতানুযায়ী চাকুরি পেলে সমস্যা নাই।

২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যেহেতু খবর নয় ,নিত্য বিষয়।এগুলিই নিয়ম।
সব মন্তব্যেই সহমত।

৩| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৯

কলাবাগান১ বলেছেন: প্রতিযোগিতায় যোগ্যতা থাকলে এই ভিসির আমলেই এরা সবাই চাকরী পেত না, অন্য সময়েও পেত। এদের যোগ্যতা একটাই...ভিসির আত্মীয়।

২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যেহেতু খবর নয় ,নিত্য বিষয়।এগুলিই নিয়ম।
সব মন্তব্যেই সহমত।

৪| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: আমার কোনো ক্ষমতাবান আত্মীয়স্বজন নাই। এজন্যই আমার কিছুই হলো না।

২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যেহেতু খবর নয় ,নিত্য বিষয়।এগুলিই নিয়ম।
সব মন্তব্যেই সহমত।

৫| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
এটা খুবই প্রচলিত সাধারন ঘটনা। বাংলাদেশের প্রতিটি সরকারি বেসকারি দফতরে এমনকি সাধারন স্কুল কলেজেও দেখতে পাবেন। যদি চোখ থাকে।
বিটিভি ও রেলওয়েতে সবচেয়ে বেশী চোখে পড়ে।
কেয়ারটেকার গাড়ীচালক খুবই নিম্ন পদের কিন্তু খুবই গুরুত্বপুর্ন পদ, রেফারেন্স লাগবেই। আর উপাচার্যের গাড়ীচালক অবস্যই উপাচার্যের পছন্দের হতে হবে, এটা ওনার অধিকার।

২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যেহেতু খবর নয় ,নিত্য বিষয়।এগুলিই নিয়ম।
সব মন্তব্যেই সহমত।

৬| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওটাকে পারিবারিক বিশ্ববিদ্যালয় নাম দেয়া যেতে পারে; ভিসি সাহেব বিশ্ববিদ্যালয়ে রেটিং নিচে নামিয়ে দিচ্ছেন।

২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যেহেতু খবর নয় ,নিত্য বিষয়।এগুলিই নিয়ম।
সব মন্তব্যেই সহমত।

৭| ২০ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া সব কমেন্টের একি কপি পেস্ট উত্তর কেনো??

তোমাকে রোবোট রোবোট লাগছে। হা হা

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমরা যাই করি /বলি তাতে ক্ষমতাসীনদের কিছুই যায়/আসে না (গন্ডারের চামড়া )
প্রতিবাদ স্বরূপ ক্ষমতাসীনদের মতো মন্তব্যের উত্তর (ভাঙা রেকর্ড )
[(মন্তব্যকারীর মনোক্ষুন্ন -পোস্ট দাতা নির্বিকার) ঠিক যেনো
(জনগণ পেরেশান -ক্ষমতাসীনরা বহাল তবিয়তে ]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.