নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি/কার্টুন সম্পাদিত
সরকার ভালো দেশও উন্নয়ন হচ্ছে তবে ,
যখন
বিজ্ঞ/পন্ডিত/অর্থনীতিবিদ (সবাই চাকুরীজীবি)রা মিডিয়ায় (সত্য বলে) সরকারকে পৃথিবীর রোল মডেল বলে ,যুক্তি দেখায় যে -
দেশের আয় বাড়ে ,রিজার্ভ বাড়ে,জীবনযাত্রার মান বাড়ে (পদস্থদের).....
তখন সরকার ভবিশ্বতে ঘোড়া কিনবে /নাও কেনা সম্ভব হতে পারে এই স্বপ্নে ঘোড়ার ঘাস কাটে।
সরকারের মূল কাৰণ তো জানলাম। তবে সরকারের তল্পিবাহকরা [নেতা/আমলা/ব্যাবসায়ীরা] আরো একধাপ এগিয়ে,জনগণকে অভুক্ত রেখে [কল্পিত ঘোড়ার খাদ্য হিসাবে] চাল , ডাল ,তেল,পিয়াজ।.......মজুত করে।
এটা দেখে সরকার খুশি হয়,নিজেদের অর্জনে গা ভাসিয়ে স্বপ্নে বিভোর থাকে।
জনতার হাহাকারে যখন সরকার জাগে ,তখন সরকারের অবস্থান মসরকারে থাকেনা ,পালিয়ে পশ্চিমে যেতে হয় [আগে থেকেই বাড়ি/গাড়ি/টাকা সব তৈরী থাকে]
১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,দয়া করে পোস্ট টি পড়ে মন্তব্য করুন
[ছাগল তো ১৭ কোটি আছেই ,প্রয়োজন স্বপনের ঘোড়া ]
২| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: আসল সমস্যা হলো সরকারে দক্ষ ও পরিশ্রমী লোক নেই।
১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দক্ষ লোকের অভাব নাই
স্বপনের ঘোড়া চাই তাদের,এদিকে ১৭ কোটি ছাগলের দফারফা দ্রুববমূল্যের ঊর্ধ্বগতিতে। মধ্যে বিত্তদের জমানো টাকা শেষ
৩| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: বড়ই বিচিত্র এই দেশ।
১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৪
প্রতিদিন বাংলা বলেছেন:
ধন্যবাদ
বিচিত্র আমরা /যে যায় লংকায় সেই আখের গুছায় ,এদের প্রয়োজনের শেষ নাই।
এদের কাফনের কাপড় ,রেশমি হওয়া উচিত
৪| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সরকারকে আরেকটু সময় দিতে হবে । মেগা প্রকল্প শেষ হয়ে গেলে সরকার বাকি সব দিকে সমান নজর দিতে পারবে বলে মনে করি।
১৩ ই মার্চ, ২০২২ রাত ১১:০১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। কথা সত্য
[১৭ কোটি মেরে ফেলার চেয়ে, মেগা প্রকল্প ১৭ কোটি পঙ্গু করা]
৫| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: জিনিসপত্রের দাম বাড়লে আমার কোনো সমস্যা নাই। তেল যদি ১০০০ টাকা কেজিও হয় আমার কোনো সমস্যা নাই। আমি চিন্তা করি অসহায় ও দরিদ্র মানুষের কথা।
১৪ ই মার্চ, ২০২২ সকাল ৭:৩৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। মানবতা এটাই /এটাই মনুষ্যত্ব
Planet of the Apes - BD Government
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৩
ছদকার ছাগল বলেছেন: ঘোড়ার ঘাঁস কাটার দরকার কি? দেশে কি ছাগলের অভাব পড়ছে?