নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[প্রতীকী ছবি]
আজ আন্তর্জাতিক নারী দিবস।
সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারী। তবে এই এগিয়ে চলার পথে বৈষম্যগুলো এখনো বিদ্যমান, ইত্যাদি ইত্যাদি ডায়ালগে র আড়ালে,৩৬৫ দিনের ১দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করে নারী/পুরুষ উভয়েই নারীকে অপমান করছে এবং তা পালন করতে বাঁধ করে নারীকে নিগৃহতে ঠেলে দিচ্ছে।
দেশের গুরুত্বপূর্ণ সব মাধ্যমে নারী যোগ্যতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমি মনে করি -নারীকে প্রথমত নারী নয়; মানুষ ভাবতে হবে। আনতে হবে মানসিকতায় পরিবর্তন। নইলে নারীর যে অর্জন, তা টেকসই হবে না প্রতীকী রয়ে যাবে।
০৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০২
প্রতিদিন বাংলা বলেছেন: ধণ্যবাদ
বাকি দিনগুলিও নিজেদের মতো কাজে উপভোগ করা
শ্রেয়
২| ০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: থাকুক একটা দিবস। তাতে কোনো সমস্যা দেখছি না।
০৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১১
প্রতিদিন বাংলা বলেছেন: ধণ্যবাদ
বাচ্চা ঠিক আছে
৩| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১২:১৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: একটা দিবস থাকা একটা সান্তনা পুরুস্কারের মত। কারও জন্য কোন দিবস ঘোষণা করা হলে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। এটা জীবনে চলার পথে খুব দরকার, মনে কনফিডেন্স আনে।
০৯ ই মার্চ, ২০২২ রাত ১২:২৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
এখন বুঝেছি
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৩
বিটপি বলেছেন: এই একটা দিনে অফিসের সব নারীর ঝলমলে উপস্থিতি আমাদের কাজকর্মে একটু গতিশীলতা আনে - এটা আপনার সহ্য হয়না?