নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

৭ই মার্চ ১৯৭১ এর সমতুল্য আর কোনো দিন নেই স্বাধীনতা দিবসের

০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৫


এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
ঘোষণা হয়েছিল ১৯৭১ এর ৭ই মার্চ ,লক্ষ জনতা নিজ কানে শুনেছে/দেখেছে। ১৯৭১ এর ৭ই মার্চেই বাংলাদেশের স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধু ৩২ নম্বরে বসে রেডিওতে ঘোষণার একটি স্লিপ পাঠিয়ে দিলো আর দু`একজন ঘোষণা পড়ে শোনালো ,আর ৭ কোটি বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পরলো ,বিষয়টা তা নয়। ১৯৫২ থেকে শুরু করে ১৯৭১ এর ৭ ই মার্চ পর্যন্ত সকল ত্যাগের,অপমানের,মুক্তির বিস্ফোরণের মুহূর্তটিই স্বাধীনতার ঘোষণা সময় ও দিবস। ৭ই মার্চ ১৯৭১ এর সমতুল্য আর কোনো দিন নেই স্বাধীনতা দিবসের
সেদিন বঙ্গবন্ধু যা বলেছিলেন -
ভায়েরা আমার—২৫ তারিখে অ্যাসেম্বলি কল করেছে। রক্তের দাগ শুকায় নাই। আমি ১০ তারিখে বলে দিয়েছি, ওই শহীদের রক্তেরওপর দিয়ে পাড়া দিয়ে আর.টি.সি’তে মুজিবুর রহমান যোগদান করতে পারে না।
.................
‘ভায়েরা আমার—তোমাদের ওপর আমার বিশ্বাস আছে? আমি- প্রধানমন্ত্রীত্ব-(এখানে কেউ কিছু বলেন, তখন বঙ্গবন্ধু উত্তরে বলেন হ্যাঁ) আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমরা এ দেশের মানুষের অধিকার চাই। আপনারা জানেন, আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে,
আজ থেকে এই বাংলাদেশের কোর্ট-কাচারি, আদালত-ফৌজদারি এবং শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের- গরিবের যাতে কষ্ট না হয়, গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে সেই জন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলি আছে, সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিকশা, ঘোড়ারগাড়ি চলবে, রেল চলবে, সব চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিমকোর্ট, হাইকোর্ট, জজকোর্ট তারপরে আর কী সেমি-গভর্নমেন্ট দফতরগুলো, ওয়াপদা কোনোকিছু চলবে না। ২৮ তারিখে কর্মচারীরা যেয়ে বেতন নিয়ে আসবেন। এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের ওপর হত্যা করা হয়, তোমাদের ওপর কাছে আমার অনুরোধ রইলো, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের ওপর গুলি চালাবার চেষ্টা করো না।
.............................
২০২২ এর ৭ ই মার্চ থেকেই শুরু হোক বাংলাদেশের স্বাধীনতা দিবস।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: ৭ই মার্চ কেন স্বাধীনতা দিবস হতে যাবে!! আজিব!!!

০৭ ই মার্চ, ২০২২ রাত ২:৪০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
৭ই মার্চ এর সমতুল্য আর কোনো দিন নেই স্বাধীনতা দিবসের

২| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

আজকে ৭ মার্চ বলছেন,কাল হয়তো বলবেন ১৪ মার্চ।

০৭ ই মার্চ, ২০২২ রাত ২:৪২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
উপলব্ধি করুন
৭ই মার্চ এর সমতুল্য আর কোনো দিন নেই স্বাধীনতা দিবসের

৩| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এতদিন বঙ্গবন্ধুর ৭ই March এর
এই ভাষণে উপরের লাইন দুটি শুন্তাম।
এখন মোবাইলের রিংটোনে বাজে
"এবারের সংগ্রাম তোমাদের সাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"
তাইলে কি সাধীনতার সংগ্রাম শুধু আমাদের?

০৭ ই মার্চ, ২০২২ রাত ২:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
তথ্য সংগ্রহ করুন সঠিক স্থান হতে
"এবারের সংগ্রাম [এর পরে (তোমাদের/আমাদের) কোনো শব্দ নেই ] সাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"

৪| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫২

জুল ভার্ন বলেছেন: আপনার ঘোষণাই চুড়ান্ত

০৭ ই মার্চ, ২০২২ রাত ২:৫৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমার জন্য তাই
[ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে ,ফলে যে কোনো যুক্তিতেই
(উপলব্ধি করুন)
৭ই মার্চ এর সমতুল্য আর কোনো দিন নেই স্বাধীনতা দিবসের]

৫| ০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: এত প্রশ্ন করে লাভ কি? যেটা চলতেছে চলুক।

০৭ ই মার্চ, ২০২২ রাত ২:৫৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে ,ফলে যে কোনো যুক্তিতেই
(উপলব্ধি করুন)
৭ই মার্চ এর সমতুল্য আর কোনো দিন নেই স্বাধীনতা দিবসের

৬| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এমনিতে ঐটা নিয়ে প্যাঁচ লেগে আছে, আরো প্যাঁচের দারকার নাই।

০৭ ই মার্চ, ২০২২ রাত ২:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে ,ফলে যে কোনো যুক্তিতেই
(উপলব্ধি করুন)
৭ই মার্চ এর সমতুল্য আর কোনো দিন নেই স্বাধীনতা দিবসের

৭| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৯:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে আপনি লিখছেন কেনো?

০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমাদের মানে যিনি বলছেন তাদের অর্থাৎ আমরা সবাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.