নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

যে কারণে রাশিয়াকে শুধু সমর্থন নয় ,সহায়তা করতে চাই

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৫

যুদ্ধ আমরাও করেছি ও জিতেছি। আমরাও দেখেছি ও দেখছি। ভিডিওর কথাগুলি শুনুন (৮০ সেকেন্ড )
কোনো যুদ্ধই কাম্য নয় ,তবুও যুদ্ধ হয়। উভয় পক্ষই নিজেদের দাবির পক্ষে অনড় ও স্ৱঠিক মনে করে বলেই যুদ্ধ হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমি একটি মতামত ব্যাক্ত করতে চাই ,তা হল ,এই যুদ্ধে আমি রাশিয়াকে সমর্থন করি (অপারগ হয়ে ) .যদিও আমার সমর্থে রাশিয়া বা ইউক্রেনের কিছুই জয়াসে না।
প্রথমেই একটি ভিডিও যা বিবিসি প্রকাশ করেছে ,যেখানে পশ্চিমারা বলতে চাইছেন ,কত অসহায় হয়ে পড়েছে ইউক্রেন/ইউক্রেনের সাধারণের অবস্থা। ছবিতে একজন ইউক্রেনীয় মহিলা ,একজন রাশিয়ার সৈন্যের সাথে কথা বলে দেখা যাচ্ছে।
ছবিটি ও ভিডিওটি র কথাগুলি পর্যালোচনা করে আমি যা পেলাম -
১)যুদ্ধের মাঝে বিপক্ষ দলের একজন স্বসস্র সৈনিকের সাথে একজন মহিলা রাগান্নিত হয়ে কিছু বলছে এবং কেই দূর থেকে তা ভিডিও করছে। পৃথিবীর ইতিহাসে বা আমাদের স্বাধীনতা যুদ্ধে ,আমাদের মা/বোন/কন্যারা ১৯৭১ এ কি কল্পনা করেছিল যুদ্ধের ময়দানে এমন কখনো সম্ভব (বিশেষ করে ২ লক্ষ বীরাঙ্গনা ) .যেখানে স্বামী/বাপ্/ভাইকে হত্যা করে নারীকে দলবদ্ধ ভাবে নির্যাতন করা হয়েছিল।
২) ভিডিওর কথা গুলি শুনলে জানা যায় কি বলছেন সেই মহিলা। সেমহিলা ধমকের শুরে অভিশাপ দিচ্ছে ও ইউক্রেন থেকে বের হয়ে যেতে বলছেন। রুশিয়ান সৈন্যটি নীরবেই সব সয়ে যাচ্ছেন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাশিয়াকে সহায়তা করার যুক্তিগুলো শক্তিশালী হয় নি। এ ভিডিওর কমেন্টগুলো পড়ে দেখতে পারেন। একজন মহিলার সাথে একজন সৈনিক সদাচরণ করেছেন, এটা একটা ক্ষুদ্র ঘটনা। রাশিয়ান সৈন্যরা আরো কত সৈন্য ও সিভিলিয়ান হত্যা করেছে, তার হিসাব এ ভিডিওতে দেয়া নাই।

যুদ্ধ কেউ কামনা করে না। তবে, পৃথিবী থেকে অস্ত্র, সমরাস্ত্র, এক্সপ্লোসিভ সমূলে ধ্বংস বা রিমুভ করা সম্ভব না। এগুলো থাকবেই। যুদ্ধবিগ্রহ হবেই, যুদ্ধের উত্তেজনা থাকবেই। যুদ্ধ চাই না শান্তি চাই, আবার শান্তির জন্যই যুদ্ধের দরকার। স্বদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে, বা বিপন্ন হলে, যার শক্তি আছে, সে আগ্রাসনে যাবে, যে দুর্বল সে নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে বশ্যতা স্বীকার করে নেবে।

রাশিয়ার যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল কিনা, তা অনেক যুক্তিতর্কের ব্যাপার। যিনি রাশিয়ার যুদ্ধকে সাপোর্ট করবেন, তার যেমন যুক্তির শেষ নাই, যিনি এ যুদ্ধের বিরোধিতাকারী, তার যুক্তির তালিকাও দীর্ঘ।

অতি সত্বর সিজ ফায়ার ঘোষণা করা জরুরি। তার জন্য ন্যাটো ও আমেরিকাকে একটু নমনীয় হতে হবে। উভয়ের ইগোয়িস্টিক মনোভাবের কারণে পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

যুদ্ধ চাই না, শান্তি চাই, যে-কোনো প্রকারেই হোক না।

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বললেন -
[রাশিয়াকে সহায়তা করার যুক্তিগুলো শক্তিশালী হয় নি। এ ভিডিওর কমেন্টগুলো পড়ে দেখতে পারেন।]
আমি যা বুঝেছি বলেছি (অন্যের সাথে নাও মিলতে পারে )
কমেন্ট ,যার যার মত ,যা আমার বিবেচ্চ/বিশ্লেষণের বিষয় নয়।
মূল বিষয় অবস্থান/সময়/ব্যাক্তি/শক্তি ও কাজ

২| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৮

জুল ভার্ন বলেছেন: আমি মনে করি যুদ্ধের ধ্বংস স্তুপের মধ্যে থেকেই বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটা ভালো ফলাফল বেরিয়ে আসবে।

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সেটাই চলে আসছে।

৩| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৭

সোনাগাজী বলেছেন:



রাশিয়ার ইন্টার-কন্টিনেন্টাল এটোমিক মিসাইলগুলোর ইনস্পেকশান চলছে উহাতে সহায়তা করার চেষ্টা করে দেখতে পারেন।

০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
নিজেদের অব্ভন্তরীন (দেশ/জাতি/সংগঠন/বন্ধু...`র .....) বিষয়ে
গোপনীয়তা রক্ষা (বিশ্বস্বতা /ভালোবাসা/ঈমান/আস্থা`র.....)প্রতীক। তাই মন্তব্যের উত্তর নেই।

৪| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: পুতিন ভালো মানুষ নয়। তাকে সাপোর্ট করা ঠিক হবে না।

০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
হয়তো খারাপ মানুষ ,তবে এখানে পুচিন সমর্থন পাওয়ার যোগ্য।

৫| ০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন যুদ্ধই কাম্য নয়।
তবে খমতার ভারসন্য
না থাকলে ন্যায় প্রতিষ্ঠা
করতে বেগ পেতে হয়।

০৭ ই মার্চ, ২০২২ ভোর ৬:১১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ন্যায় প্রতিষ্ঠায় সকল বেগ প্রয়োগ করা যেতে পারে।

৬| ০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪০

গেঁয়ো ভূত বলেছেন: পশ্চিমাদের ফাঁকা মাঠে গোল দেয়ার দিন শেষ হওয়া দরকার ।

০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
বিষয়টা দুর্বলদের বেলায় খাটে

৭| ০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৭

রানার ব্লগ বলেছেন: আমি না বুঝেই রাশিয়া পন্থী

০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কারো পন্থী না ,ন্যায়ের পন্থী যিনি ,তিনি এখানে রাশিয়ার পন্থী
আপনি ছোট্ট পোস্ট টি পড়ে দেখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.