নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুচিনের বিশ্বের সাথে এতদিনের কার্য কলাপ, বিশেষ করে রাশিয়ার প্রায় চিরস্থায়ী প্রেসিডেন্ট পদের বন্দোবস্থ সহ পর্যবেক্ষণ করে আমার মনে হয় - ইউক্রেনের সাথ দ্বিতীয় দফার বৈঠক রাশিয়ার বা পুচিনের মন মতো হয়েছে ।দ্বিতীয় বৈঠকে দুপক্ষের সমঝোতা হয়েছে যে - বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সম্মত রাশিয়া-ইউক্রেন।কিয়েভে বা যে কোনো স্থানেযারা সামরিক সরঞ্জাম সহ অবস্থান করবে তারা ,সামরিক লোক রাশিয়া ও ইউক্রেনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিতীয় দফায় বৈঠক শেষ বৃহস্পতিবার (৩ মার্চ)। বেলারুশে তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মানব করিডোর নির্ণয় ও ব্যবহার করে মানবাধিকার রক্ষা করা হবে। যারা অবস্থান করে তাদের সামরিক লোক গণ্য করা হবে।
রাশিয়া এটাই চাইছিলো কারণ -
রাশিয়া এখন পর্যন্ত পুরো সামরিক শক্তি কাজে লাগায়নি। কারণ, রাশিয়া সময় নিচ্ছে। তারা চাইছে শহরগুলো থেকে লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যাক কিংবা শহর খালি করে দিক। সাধারণ নাগরিকদের মধ্যে যাতে হতাহতের সংখ্যা না বাড়ে, তাই হামলার তেজ কমিয়ে ইউক্রেনবাসীকে সময় দিতে চাইছে রাশিয়া।
অর্থাৎ এর পরে,
রাশিয়া কিয়েভ গুড়িয়ে দিলেও সেটা হবে সৈনিক সৈনিক যুদ্ধ সামরিক দ্বারা বেসামরিক হত্যা হবে না।
০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৯:০০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আরো একটি বিষয় দেখেন -
৩০-৪০ কিলোর বিশাল কনভয়। যুদ্ধই যদি করতে চাইতো,তবে -
একত্রে ৩০-৪০ কিলোর মধ্যে যান/সরঞ্জাম রাশিয়া রাখতোনা
মূলত রাশিয়া চায় ,ন্যাটো ফ্যাট ছাড়া সবাই বসবাস করুক এ অঞ্চলে।
বা ইউক্রেনের যদি ক্ষমতা থাকতো তবে - ৩০-৪০ কিলো এলাকা গুড়িয়ে না দিয়ে বসে বসে ডায়ালগ দিতো না (এতটুকু স্বামর্থ যে কোনো ক্ষুদ্র দেশের সেনাদেরি থাকে)
২| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: আমেরিকা খুব শ্রীঘই রাশিয়াকে একটা ধাক্কা দিবে।
০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
প্রতিদিন বাংলা বলেছেন:
ধন্যবাদ।
বিশ্বব্যবস্থায় রাশিয়ার চেয়ে আমেরিকা ভালো। তবে এখানে রাশিয়া র কোনো অন্যায় নেই ,আমেরিকার ক্ষমতাও এখানে খাটবে না
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: রাশিয়া কিয়েভ গুড়িয়ে দিলেও সেটা হবে সৈনিক সৈনিক যুদ্ধ সামরিক দ্বারা বেসামরিক হত্যা হবে না।
যুক্তিতো ঠিকই আছে।