নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্বলের সর্বদাই নিরীহ নয় ,কখনো কখনো স্ববলের ঘুম হারামের কারণ ও হয় l
চলুন একটি বিষয়ে দেখি -
ইউক্রেন বর্তমানে একটি দেশের নাম। ৩ও বছর আগে বিনা রক্তপাতে রাশিয়া টি আলাদা করা হয়েছিল [নোবেল গৰবোৰে (নোবেল পুরস্কারের আশায় গর্বাচভ )]মানবিক/জাতিগত /শক্তি খর্বের কারণে। এমন আরো ১০টি দেশকে স্বাধীনতা দেয়া হয়েছিল। বর্তমানে রাইয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত সবাই যে যার মতো ভালোই আছে/ছিল। আমরা জানি পৃথিবীর পরাশক্তি দুইটি যার একটি রাশিয়া ,অপরটি আমেরিকা। এর বাইরেও চীনকে এখন গোনায় ধরতে হয়। সংগে ইউরোপ।
এখন এই ইউক্রেন(নিরীহ বা দুর্বল) যদি রাশিয়ার নাকের ঢগায় বসে আমেরিকাকে(ন্যাটো) দাওয়াত করে এনে সমরশক্তি প্রদর্শন করে বা সময় ষোলটি দেখতে ও নিজের কাছে রাখতে চায় তখন রাশিয়ার(স্ব্বল) ইজ্জতে লাগাটাই স্বাভাবিক কিনা ? যা একপ্রকার প্রত্যক্ষ হুমকি।
ইউক্রেইনের (দুর্বল !) মধ্যেও জাতিগত দন্ড আছে ,তাদেরকেও ইউক্রেন শক্তি দিয়ে মোকাবেলা বা দমন করে। আছে রাশিয়ান জাতি ও অঞ্চল। সেখানেও বল প্রয়োগ করে (দুর্বল!)ইউক্রেন ...... ইত্যাদি ইত্যাদি।
এসব অবস্থায় (দুর্বল!)ইউক্রেন বা (স্ব্বল ইউক্রেনের) বিপক্ষে কেউ কথা বলে না।
রাশিয়ার ঘুম হারামে যখন ন্যাটো দাওয়াত করে এবং রাশিয়া যখন ইউক্রেনকে চটকানা দিতে যায় তখনি কেবল অসহ ,নিরীহর তকমা লাগায় নিজেদের বা তকমা লাগাতে এগিয়ে আসে ন্যাটো ও তাঁবেদাররা
এ অবস্থা আর ২/৪ দিন হয়তো চলবে। ...দেখা যাক
০৩ রা মার্চ, ২০২২ ভোর ৪:৫৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক তাই
২| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: পক্ষ-বিপক্ষ দিয়ে কি হবে? যাকে বাঁশ দেওয়া হয় সে বুঝে বাঁশের মাহাত্ম কতটুকু।
০৩ রা মার্চ, ২০২২ ভোর ৪:৫৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১১
সভ্য বলেছেন: সবাই যখন শান্তি চাই তখন সবার মতামতকে আমলে নেওয়া উচিত বলে মনে করি। জাতিসংঘ বলে কিছু আছে এমন আর মনে হয় না অবস্তা যা দাড়িয়েছে।
০৩ রা মার্চ, ২০২২ ভোর ৪:৫৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।জাতিসংঘ বেকারদের চুক্তি ভিত্তিক নিয়োগের যায়গা
৪| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: ইউক্রেন এঁর প্রধানমন্ত্রী দুর্বল মানুষ। বোকা মানুষ।
০৩ রা মার্চ, ২০২২ ভোর ৫:০১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এবং সম্ভবত লোভী
৫| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ৯:৪৮
অক্পটে বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৫৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: শক্তিশালীর পক্ষে যে আছে, তার পক্ষে বলাটাই বর্তমানে মানবতা। যে কারণে ইউক্রেনের জনগন বিপদে, আর ফিলিস্তিনি জনগন খারাপ!