নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসরাইল - পেলেস্টিন, সিরিয়া - সিরিয়া,সৌদি - ইয়েমেন, ইরান,জর্দান,মিশর, ইরাক,তুর্কি .......অথবা আফগান - আফগান ,ভিয়েতনাম - ভিয়েতনাম ... যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে রাখছে বিশ্বের পরা শক্তিরা নিজেদের অর্থনৈতিক অবস্থান ধরে রাখার জন্য,মানবতার মুখোশের আড়ালে। কখনো কোথাও দুই প্রতিবেশীর ঝগড়া হলেই সামরিক শক্তি নিয়ে মোড়লদের দুই অংশ দুই প্রতিবেশীর আঙিনায় হাজির হয় ,মীমাংসিত আলোচনাকে দুর্বোদ্ধ করে জিয়িয়ে রাখে সমস্যা ,কতে থাকে বিভিন্ন গোলাবারুদের হিসাব নিকাশ।
অথচ এই পরাশক্তিদের(আম্রিকা ,ব্রিটেন,ফ্রান্স,রাশিয়া,চীন) সাথে যখন কারো সরাসরি ঝগড়া হয়(আর্জেন্টিনা - ব্রিটেন) তখন ২/৪ বছরেই যুদ্ধ শেষ হয়ে যায় বা ছোট অংশ কে দমিয়ে রাখা হয় (তিব্বত/উইঘুর/হংকং- চীন)
[আরো আছে ,তবে এখন মনে নেই ]
ইউক্রেন কে বলছি [নোবেল গড়বড়(গর্বাচভ) দেশে ] মোটামুটি ভালোই চলছিল তাদের জীবন। অতিরিক্তের আশায় পশ্চিমাদের খোঁচায় ন্যাটো ন্যাটো করে মনিজেদের কপাল নিজেরাই পুড়াচ্ছে। যে বড়ো ভাই(রাশিয়া) বাড়ির একাংশ তোকে বুঝিয়ে দিলো মতারত কিছু আবদার থাকবেই ,কি দরকার ,ন্যাটোতে যাবার ,কি করবে ন্যাটো তোমার জন্য ,বা ন্যাটোর প্রয়োজনতাইবা কেন তোমার [১০-১৫ বছর আগে দেশ গুছাও তার পর ন্যাটো ন্যাটো করো./দুই দিনের বৈরাগী ভাতরে অন্ন কওয়ার দরকারকি ?]
এখন কি হবে -
আম ছালা দুটোই যাবে বা পুতুল রাজার রাজত্ব করবে তাইনা ? এ যুদ্ধ জগ জগ চলবে না ,বা রাশিয়ার কাছে ইটা যুদ্ধ নয় ,ইটা রাশিয়ার চটকানা বা চোখ গরম ,অল্পদিনেই তারা হুকুম কায়েম করবে বা তোমাদের বুঝিয়ে দিবে ন্যাটো ফ্যাট ভুলে যাও।
পক্ষান্তবে মূল কথায় বলতে চাই ,আমরা মুছলিমরা কবে বুঝবো -
আমাদের দিয়েই আমাদের ঝগড়া বা যুদ্ধ বাঁচিয়ে রাখছে "পরাশক্তিরা (আম্রিকা ,ব্রিটেন,ফ্রান্স,রাশিয়া,চীন)" নিজেদের অর্থনৈতিক অবস্থান ধরে রাখার জন্য, মানবতার মুখোশের আড়ালে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
পশ্চিমাদের লম্ফোযমফ দেখছে আর আকুতি করছে ইউক্রেন
আমাদেরকে রাশিয়ার আমাকে একা ছেড়ে দেওয়া হয়েছে: ইউক্রেন প্রেসিডেন্ট।
রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের মুখে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া কিয়েভে হামলা চালানোর পর বৃহস্পতিবার মধ্যরাতে একথা বলেন তিনি।
কিয়েভে রুশ হামলায় প্রথম দিনে ১৩৭ জন নিহত হয়েছেন। এরপর জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার বড় ধরনের হামলার বিপরীতে দেশ রক্ষায় আমাদেরকে একা ছেড়ে দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: হক কখা
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
পশ্চিমাদের লম্ফোযমফ দেখছে আর আকুতি করছে ইউক্রেন
আমাদেরকে রাশিয়ার আমাকে একা ছেড়ে দেওয়া হয়েছে: ইউক্রেন প্রেসিডেন্ট।
রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের মুখে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া কিয়েভে হামলা চালানোর পর বৃহস্পতিবার মধ্যরাতে একথা বলেন তিনি।
কিয়েভে রুশ হামলায় প্রথম দিনে ১৩৭ জন নিহত হয়েছেন। এরপর জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার বড় ধরনের হামলার বিপরীতে দেশ রক্ষায় আমাদেরকে একা ছেড়ে দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা কেউই যুদ্ধ চাই না; কিন্তা রাস্তায় শ্লোগান দেই, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।
যুদ্ধ এখন চরম একটা ব্যবসা। আগে ক্ষমতা দখল ছিলো যুদ্ধের বড় একটা কারণ, এখন যুদ্ধ টিকিয়ে রাখাই একটা ব্যবসা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৮
প্রতিদিন বাংলা বলেছেন:
ধন্যবাদ
কেউ যুদ্ধ চায় না ,যুদ্ধ বিজনেস চায় অনেকেই
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: আমি যুদ্ধ খুবই অপছন্দ করি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৯
প্রতিদিন বাংলা বলেছেন:
ধন্যবাদ
কেউ যুদ্ধ চায় না ,তবুও করতে হয়
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৬
অধীতি বলেছেন: সুখে থাকতে ভুতে কিলায়। তাইওয়ানও আমেরিকা আমেরিকা করে ধরাটা খাবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,তাইওয়ান তবু ৫০ বছর টিকে আছে
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৪১
সোবুজ বলেছেন: মানুষ যতদিন ধার্মীক ও জাতিয়তাবাদী থাকবে ততদিন যুদ্ধ শেষ হবে না। ইসলামের সাথে বাকি বিশ্বের যুদ্ধ শুরুই হয়নি।সামন্ত যুগে একবার দুইশত বৎসরের একটা যুদ্ধ হয়েছিল।স্পেনে মুসলমানদের পরাজয়ের মাধ্যমে সেই যুদ্ধের শেষ হয়।ক্যাপিটালিশ যুগের যুদ্ধটা বাকি আছে।