নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি ,আওয়ামীলীগের ২যা গুরুত্বপূর্ণ নেতা,দেশেরও গুরুত্ত্বপূর্ন মন্ত্রী
ওবায়দুল কাদের।
গত ২ মার্চ ২০২১ এ ভোরে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হনতিনি । সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ১৫ মে সন্ধ্যায় দেশে ফেরেন ওবায়দুল কাদের। পরবর্তীতে
২০২১ (১৪ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি।
আজ জানতে পারলাম -
ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সোমবার দুপুরে নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ছাড়ছেন।নয়াদিল্লীর মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।
এখন আসি মূল প্রশ্নে -
কেনো ভারত যাচ্ছেন বা ভারত যাওয়া অন্যায় কিছু নয়।কিন্তু যেহেতু তিনি মেজর অপারেশন সিঙ্গাপুর করিয়েছেন ,এবং পরবর্তী পরীক্ষাও তিনি আবার সিঙ্গাপুরেই করেছেন তাই ধারাবাহিকতা রক্ষায় ওবায়দুল সাহেবের বা সবার বেলায় বিষয়টি প্রযোজ্য, যে সিঙ্গাপুরে যাওয়া। বা সাস্থের শোক তথ্যের স্থানে যাওয়া অর্থ ও সময়ের বিষয়েও হয়তো তেমন তারতম্য নাই,থাকলেও সেটা বিডি সরকার বুঝবেন বা আওয়ামীলীগ বুঝবেন। একজন রোগীর (কাদের সাহেবের ) সকল তথ্য সিঙ্গাপুরেই সংরক্ষিত আছে , যে কোনো বিষয় তড়িৎ সিদ্ধান্ত বা ধীরস্থির সিদ্ধান্ত সিঙ্গাপুরের হাপাতাল অগ্রগামী। ভারতেই যদি যাবে,তবেএয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর গিয়েছিলে কেন?
আরো একটি কথা বলা যায় যে -জরুরি চিকিৎসায় ভারতের উপর আস্থার অভাবের কারণে এয়ার এম্বুলেছে সিঙ্গাপুর গিয়েছিলেন ,আর এখন শুধু চেকাপের কারণে ,অথবা চিকিৎসার অজুহাতে (রাজনীতির কারণে) ভারত গিয়েছেন।ামোরা জোনোটা টাি ভাবি ।
আঁটপিক-পোস্ট টি একজন রুগীর জন্য লেখা (আওয়ামীলীগ /বিএনপি বা ভারত / পাকিস্তান বিষয় নয় )
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। সহ মত ,তবে এগুলি বললে
(বিএনপি বা পাকিস্তান গোত্রের হয়ে যাবেন /যাবো )
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৮
নতুন বলেছেন: এখন আসি মূল প্রশ্নে -
কেনো ভারত যাচ্ছেন বা ভারত যাওয়া অন্যায় কিছু নয়।কিন্তু যেহেতু তিনি মেজর অপারেশন সিঙ্গাপুর করিয়েছেন ,এবং পরবর্তী পরীক্ষাও তিনি আবার সিঙ্গাপুরেই করেছেন তাই ধারাবাহিকতা রক্ষায় ওবায়দুল সাহেবের বা সবার বেলায় বিষয়টি প্রযোজ্য, যে সিঙ্গাপুরে যাওয়া। বা সাস্থের শোক তথ্যের স্থানে যাওয়া অর্থ ও সময়ের বিষয়েও হয়তো তেমন তারতম্য নাই,থাকলেও সেটা বিডি সরকার বুঝবেন বা আওয়ামীলীগ বুঝবেন। একজন রোগীর (কাদের সাহেবের ) সকল তথ্য সিঙ্গাপুরেই সংরক্ষিত আছে , যে কোনো বিষয় তড়িৎ সিদ্ধান্ত বা ধীরস্থির সিদ্ধান্ত সিঙ্গাপুরের হাপাতাল অগ্রগামী।
আঁটপিক-পোস্ট টি একজন রুগীর জন্য লেখা (আওয়ামীলীগ /বিএনপি বা ভারত / পাকিস্তান বিষয় নয় )
উনি ভারতে না গিয়ে মঙ্গল গ্রহে গেলে ভালো হতো সেখানে গেলে এতো প্রশ্ন উঠতো না।
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
প্রতিদিন বাংলা বলেছেন: তবুও ধন্যবাদ।
(পোস্ট টি একজন রুগীর জন্য লেখা (আওয়ামীলীগ /বিএনপি বা ভারত / পাকিস্তান বিষয় নয় )
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭
জুল ভার্ন বলেছেন: একজন পার্ফেক্ট ভন্ড মানুষের প্রতিকৃতি হচ্ছে ওবায়দুল কাদের।
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আমার মনে হয় ,মন্দের ভালো লোকটা
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৪
সোবুজ বলেছেন: বিশ্ব মানের কিছু ডাক্তার আছে ভারতে।চিকিৎসার জন্য লাখ লাখ বাংলাদেশী যায় ভারতে।কাদের গেলে দোষ কি।
এটা সব থেকে ভাল জানে কাদের।আমাদের গুলো কেবল মাত্র ধারনা।আর ইসলামে ধারনা করে কথা বলা নিষেধ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কাদের সাহেব জানলেইতো হবে না ,টাকা দেশের, দেশ জনগণের আর তিনি জনগণের নেতা।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৯
জ্যাকেল বলেছেন: হাঃহাঃহাঃ
কুমন্ত্রী'র ব্রেনের রসদ শেষ হইয়া গেছে। আরো কিছু না আনলে যে মাথা হাং হয়ে যায়। না গিয়া কি উপায় আছে?
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫২
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২০
জ্যাকেল বলেছেন: দেখা যাচ্ছে, অস্বাভাবিক কর্ম করার পরেও মন্ত্রীর বিষয়ে প্রশ্ন করার স্বাধীনতা দিতে চাইতেছেন না অনেকেই।
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কঠিন সত্য
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পবিত্র স্থানে তীর্থ করতে গেছেন ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।পবিত্র স্থানে তীর্থ...
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২৬
নেওয়াজ আলি বলেছেন: সাথে কী উনার ভাই কাদের মির্জা গিয়েছে
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
গোপন তথ্য
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৯
রক বেনন বলেছেন: উনার সাথে কি মাসুদ সাহেব যাচ্ছেন?
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জানিনা জনাব
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৩
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের চিকিৎসা ব্যাবস্থার এক জলজ্যন্ত উধাহারন !!!! বাংলাদেশের সরকারি বেসরকারি হাসপাতাল গুলো সৃষ্টি হয়েছে আয় বাড়ানোর হাতিয়ার হিসাবে । ব্লগে অনেক ডাক্তার আছে তারা অনেক সুন্দর সুন্দর যুক্তি দেবেন আমি তাদের বল্বো নাচতে না জানলে উঠান অবশ্যই বাঁকা ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সহমত।
আমি অবশ্য মমতা থেকেই বলেছি
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশ সিংগাপুর, সুইজারল্যান্ড, আমেরিকা, জাপান হয়ে গেছে এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা আছে তাহলে কেন উনি ভারতে যাবেন? সিংগাপুরে গেলে এতো কথা হতোনা কিন্তু ভারতে যাওয়ার কারণে প্রশ্ন উঠতেই পারে এবং সেটাই স্বাভাবিক।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বিষয়টা যদিও তাই ,তবে তা নয়
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৮
আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
প্রথমে মন্তব্য প্লিজ
(আপনিকি লিংকগুলিপোর্টে বলছেন !)
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমারও কথা এটাই- ''আমাদের দেশেই সব রোগের চিকিৎসা সুবিধা আছে'' - যদি তাই হয় তাহলে উনারা কেন চিকিৎসার জন্য দেশের বাইরে যান তাই বোধগম্য হয় না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
প্রথমত - দেশের রিজার্ভ বেশি হয়ে গেছে
দ্বিতীয়ত - লজ্জা বিরতিতে আছে
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: উনারা সারা দিন সবাই একসূরে বলে থাকেন , " আমাদের দেশেই সব রোগের চিকিৎসা সুবিধা আছে"
- যদি তাই হয় তাহলে তারপরও উনারা কেন চিকিৎসার জন্য দেশের বাইরে যান তাই বোধগম্য হয়না। (একজন রোগীর আর্থিক সার্মথ্য অনুসারে যে কোন দেশে/যায়গায় চিকিৎসা সুবিধা নেওয়া/পাওয়া তার নাগরিক অধিকার )।