নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

অক্ষর বিক্রেতা এখন মন্ত্রী। অভ্র`র সাম্রাজ্য বাঙালির হৃদয়ে

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩৬

আগে কম্পিউটারে বাংলা লেখা ছিলো খুব কঠিন একটা কাজ। একমাত্র বিজয় কী-বোর্ডের মাধ্যমেই কাজ চলতো বাংলা লেখা। এবং তা কিনে লিখতে হতো। এখন আমরা অভ্র নামে একটি সফটওয়্যার ব্যবহার করি, যার মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোনে বাংলা সহজেই লেখা যায়। সফটওয়্যারটি দিয়ে ইংরেজী অক্ষরে ‘ami vat khai’ টাইপ করলে খুব সহজেই বাংলায় ‘আমি ভাত খাই’ লেখা হয়ে যায়।
অভ্র’র আবিষ্কারক মেহেদী হাসান। তাঁর আবিষ্কৃত সফটওয়্যার যতো সহজে কম্পিউটারে বাংলা লেখার দীর্ঘ ঝক্কি-ঝামেলা থেকে মুক্তি দিয়েছে।
"অভ্র ভাষা হোক উন্মুক্ত "
কপি করে লেখা ---
২০০৩-সাল। বাংলা একাডেমিতে চলছে বইমেলা। সেই বইমেলায় বাংলা ইনভেনশ থ্রু ওপেন সোর্স, সংক্ষেপে বায়োস একটি সংগঠন অংশ নিয়েছিলো। সংস্থাটি বইমেলায় এসেছিলো একটি প্রদর্শনী করতে। এই সংগঠনের সদস্যরা মেলায় বাংলায় লোকালাইজ করা বাংলা লিনাক্স একটি লিনাক্স ডিস্ট্রোর প্রদর্শনী করেছিলো। এর অন্যতম বৈশিষ্ট্য ছিলো কম্পিউটারে বাংলা লেখা সহ টাইটেল মেনু ও ট্যাবের নামকরণ বাংলায় লেখা। ওই সিস্টেমটি নজর কাড়ে সবার, পরিচিতি পায় বায়োস।
সেদিন সেই প্রদর্শনী একজন ক্ষুদে দর্শনার্থী ছিলেন মেহেদী। বায়োসের প্রদর্শনী দেখে তাঁর মাথায় আসে এক অন্যরকম চিন্তা। কিভাবে এমন একটি সহজ সমাধান বের করা যায় যার মাধ্যমে কম্পিউটারে কোন ঝামেলা ছাড়াই বাংলা লেখা যাবে।
২০০৩-এর বইমেলার সেই ছোট্ট ছেলেটিই ২০১৪ সালে অভ্র সফটওয়্যারের আবিষ্কারক ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র মেহেদী হাসান।
অভ্র’র আবিষ্কারে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মেহেদী হাসানকে। তাঁর কম্পিউটার উইনডোজ বেজড হওয়ায় লিনাক্স নিয়ে কাজ করাটা তাঁর জন্য দুরুহ হয়ে ওঠে। বাংলা লিনাক্সের ওই ফন্টটি ইনস্টল করেন তিনি। এসময়ই তাঁর চোখে পড়লো অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ডের ইনসার্ট ক্যারেক্টার ব্যবহার করে ওই ফন্টের ক্যারেক্টারগুলোকে বেশ ভালোভাবে ব্যবহার করা যায়। কিন্তু এটি খুবই যন্ত্রণাদায়ক এবং সময় সাপেক্ষ ব্যাপার। আরো কষ্টকর ছিলো যুক্তাক্ষর লেখা।
এবার তিনি ভাবলেন, একটি কীবোর্ড এই সমস্যার সমাধান দিতে পারে। তিনি ভেবেছিলেন কোথাও থেকে একটি কীবোর্ড নামিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু তা আর হলো না। তিনি বুঝতে পারলেন, এমন কিবোর্ড পেতে হলে তাকে কিবোর্ড তৈরি করতে হবে। কিন্তু কীভাবে সম্ভব সেটা?
ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনার পাশাপাশি ইউনিকোডভিত্তিক কিবোর্ড বানানোর চেষ্টা, দুটোই সমান্তরালে চলছে।
কষ্টের ফলস্বরূপ মাইক্রোসফটের ডটনেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে উইনডোজের জন্য একদিন বানিয়ে ফেললেন একটি প্রোটোটাইপ। কিন্তু তাতেও হলো না সঠিক সমাধান। ভারতে আয়োজিত বাংলা ফন্ট তৈরির প্রতিযোগিতায় তাঁর পাঠানো প্রটোটাইপ বার বার ক্র্যাশ করছিলো।
সমস্যা সমাধানে তিনি ক্ল্যাসিক ভিজু্য়্যালের ওপর ভিত্তি করে নতুন আরো একটি প্রোটোটাইপ তৈরি করলেন। ফলে ক্রাশের হাত থেকে মুক্তি পেলো প্রোটোটাইপটি। স্বার্থক হলো তাঁর সেই বইমেলায় বায়োসের তৈরি ফন্ট দেখে অনুপ্রাণিত হয়ে শুরু করা দীর্ঘযাত্রা।
অভ্র’র যাত্রা শুরুতে মেহেদী একা থাকলেও শেষে ধাপে ধাপে যুক্ত হয়েছেন অনেকেই, তৈরি হয়েছিলো অভ্র টিম। অভ্র’র ম্যাক ভার্সন প্রস্তুতকারী রিফাত উন নবী, অভ্র’র কালপুরুষ ও সিয়াম রুপালী ফন্টের জনক সিয়াম, অভ্র’র বর্তমান ওয়েবসাইট ও লিনাক্স ভার্সন প্রস্তুতকারী সারিম, ভারতের নিপন এবং মেহেদীর সহধর্মিনী সুমাইয়া নাজমুনসহ অনেকের কষ্টের ফসল আজকের অভ্র।
অনেক কারণে অভ্র কিবোর্ডকে বেছে নিয়েছেন ব্যবহারকারীরা। অভ্র দিয়ে যে কোন কি-বোর্ড লে-আউট সাজানো যায়। অভ্র’র কিবোর্ড সফটওয়্যারের সাথে দেওয়া কিবোর্ড লে-আউটের মাধ্যমে কাস্টম লে-আউট নিজের মতো বানানো যায়।
অভ্র একটি ফ্রি সফটওয়্যার, সবার সাথে সহজেই কপি শেয়ার করা যায়। অপরদিকে বিজয় এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট লাইসেন্স দ্বারা নিয়ন্ত্রিত।
লিনাক্স ও আইওএস এ সহজেই অভ্র ব্যবহার করা যায়।
অভ্র’র যে কোন সমস্যা, অভিজ্ঞতা ও পরামর্শের জন্য ওমিক্রন ল্যাবের মাধ্যমে সব ধরনের গ্রাহক সাপোর্ট দেওয়া হয়। এসব বিষয়গুলো অভ্র’র ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়িয়ে তুলেছে।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিজয়ের পরাজয় হয়ছে অভ্রের কাছে।

বায় দা ওয়ে ম্যাকের জন্য বিজয় কিন্তু এক্কে বারে ফ্র্রি!

স্প্লে চেকারের খবর কী?

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৪৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বিজয় /জব্বার ফ্রি করতে বাধ্য কারণ -
স্পিল চেকার সহ সবকিছুই অভ্র এখন স্বয়ংসম্পূর্ণের পথে অমিক্রন টিমের মাদ্ধমে
বাংলাদেশ/ভারত সরকারকে(আওয়ামীলীগ /বিএনপি ....) ল্যাং মেরে সমগ্র বিশ্বে। দেশ ও ভালোবাসা`র আপন নাম অভ্র

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১৩

আল আমিন হাসান সাদেক বলেছেন: বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকায় কেনো বসবাস সম্ভব নয়। Antarctica। DURBEEN BANGLA

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৮

জিকরুল বারী তমাল বলেছেন: আমি অভ্রের কারণেই বাংলা অক্ষরে টাইপ করতে পারি। বিজয় আমার কাছে জটিল।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।জি ভাই ,আমরা সবাই (প্রায় )

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৫

নাহল তরকারি বলেছেন: আমি অভ্রকে সমর্থন করি। কিন্তু অভ্রতে একটি সমস্যা হচ্ছে “"ami bhat khai" লিখলে “আমী বাত খাই” জাতীয় বানান ভুল হয়।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
শিফট চেপে ভি লিখলে হয় ভাত

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


একটি ভাষার সহযোগিতায় আরেকটি ভাষা তৈরী। ভাষায় ভাষায় জাতির মেলবন্ধন।

টাইপিং ইনপুট = ইংরেজি ভাষা......
আউটপুট = বাংলা ভাষা।

দারুণ ছিলো আইডিয়াটা!

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
তারাই দেশপ্রেমী ,আমরাতো মুখে মুখে

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৭

নাহিদ খান বলেছেন: অনেক ভালো লাগল লেখাটা পড়ে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
অথচ সরকার তাদের চেনেই না ,তারাও সরকারকে তেল দেয় না

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬

শেরজা তপন বলেছেন: কিছু জানতাম আরো বিস্তারিত আপনার লেখার মাধ্যমে জানলাম। ধন্যবাদ

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আমারতো মনে হয় -
পাঠ্যপুস্তকে থাকা উচিত বিষয়টি

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১২

জ্যাকেল বলেছেন: অভ্র ডাঃ মেহেদী সাহেব প্রকৃত অর্থে ট্যালেন্টেড লোক। আমরা গুণীর মান দিতে জানি না তাই আমাদের দেশে ইনিশিয়েটিভ হইতেছে না। এই সহজ সত্য আমাদের সরকার বুঝে না। আর বুঝবেই বা কেমন করে!

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:০০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ট্যালেন্টেড অনেক আছে (ধরে নেই জব্বার সাহেব সহ).জাতির/ভাষার প্রতি যে ভালোবাসা তা পরিমাপের উর্দ্ধে বলেই মনে হয় আমার

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আফজাল হোসেনের একুশে পদক পাওয়া জরুরি প্রাপ্য ছিলো !

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আফজালের উচিত থিয়েটারকে উৎসর্গ করা (যোগ্য লোকের সাথে এ পদক
সকল সরকারের তাঁবেদাররা পায় )

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনার লেখার শিরোনাম নামী দামী পত্রিকার খবরের শিরোনামের চেয়ে অনেক ভালো ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অক্ষর বিক্রেতা এখন মন্ত্রী। অভ্র`র সাম্রাজ্য বাঙালির হৃদয়ে
বাণী, এইটা বাণী।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যে অভ্র সরকারের হাজার হাজার কোটি টাকা বাঁচিয়ে দেয় ,যে অভ্র`র বাংলা ডিজিটালের স্বপনকে বাস্তবে রূপ দেয় সে অভ্র আমাদের হৃদয়ের অংশ(পদ পদবিতো ক্ষনিকের)

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৩১

আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
প্রথমে মন্তব্য প্লিজ
(আপনিকি লিংকগুলিপোর্টে বলছেন !)

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: বিজয় কিছুটা কঠিন। অভ্র একদম পানির মত সহজ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এবং
বিজয় বিক্রি হতো
অভ্র উন্মুক্ত

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু উদ্ভাবন করে বিক্রি করা টা কি অন্যায়? সবাইকে কি দাদা হাতেম তাই হতে হবে?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সরকারের কাছে বিক্রি করে হাজার কোটি কামিয়েছে অতঃপর যারাই বাংলায় লিখবে ,তাদের কাছেও টাকা চাইছিলো
অভ্র উন্মুক্ত তবে আয়ের পথ বড়ো /বহুজাতিক কোম্পানি থেকে

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অফিসিয়াল কাজে বিজয় ছাড়া চলে না।

আর নেটে তো অভ্রই সই

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ১৪ নম্বর মন্তব্যের উত্তরে বলেছি (বিজয় মারপেঁচ আরো আছে )- সরকারের কাছে বিক্রি করে হাজার কোটি কামিয়েছে অতঃপর যারাই বাংলায় লিখবে ,তাদের কাছেও টাকা চাইছিল
অভ্র উন্মুক্ত তবে আয়ের পথ বড়ো /বহুজাতিক কোম্পানি থেকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.