নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

হিজাবের অনুমতি দিলো "ফিল্ড মার্শাল কারিয়াপ্পা কলেজ" হিন্দুস্থান।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছি না। আজ ঘটনাটি দেখে অত্যন্ত ভালো লাগছে ,তাই শেয়ার বা সুসংবাদ সবার সাথে ভাগাভাগি না করে পারলাম না।
শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক নিয়ে যখন গোটা ভারত উত্তাল, তখন ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে মহিশূরের একটি বেসরকারি কলেজ। ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা কলেজ শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এদিন কলেজের মুসলিম ছাত্ররা ক্লাস বর্জন করে মুসলিম ছাত্রীদের হিজাবের অনুমতি দাবি করে।
পরে বেসরকারি কলেজটির কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের ডেসকোড পরিবর্তনের ঘোষণা দেয় এবং মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে কলেজের ঢুকার অনুমতি দেয়।

অন্যদিকে, কর্নাটক রাজ্যের আদালত হিজাব নিয়ে পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বারণ করেছে।
Field Marshal KM Cariappa College, Madikeri Gallery

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১২

সোবুজ বলেছেন: ভারতে হিজাব নিষিদ্ধ না।এটা একটা ভুল প্রচার।মতলব বাজদের।কর্নাটক আদালত যেটা বলেছে,মিমাংসা না হওয়া পর্যন্ত হিজাব ,গেরুয়া বা ধর্মীয় পরিচয় বহন করে এমন পোশাক পরা যাবে না।হিজাব অনেক দেশেই নিষিদ্ধ।কারন সিসি ক্যামেরা তাকে সনাক্ত করতে পারে না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,ঠিক বলছেন।
অনেক মুছলিম হিজাব ও নেকাবের পার্থক্যই বুঝেনা

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: যার ভালো লাগে পড়বে, যার ভালো লাগে না পড়বে না। এত হাউ কাউ করার কিছু নেই।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.