নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খ্রিস্টান ইসলাম ধর্মে মোটামুটি পোশাক কেমন হবে সে বিষয়ে বলা হয়েছে। তবে হিন্দু ধর্মে পর্দা প্রথা সম্পর্কে বলছে,কিন্তু পোশাক বিষয়ে কিছু পাচ্ছিনা। কেউ কি বলতে পারবেন -হিন্দু নারী ও পুরুষের ধর্মীয় পোশাক কি ?
উল্লেখ আছে ঋগবেদ অধ্যায় নাম্বার ৮ অনুচ্ছেদের ৩৩, পরিচ্ছেদ ১৯, বলা হয়েছেঃ-যেহেতু ব্রহ্মা তোমাদের নারী করেছেন তাই দৃষ্টিকে অবনত রাখবে, উপরে নয় নিজেদের পা সামলে রাখো । এমন পোষাক পড়ো যাতে কেউ তোমার দেহ দেখতে না পায়।
ঋগ্বেদে আছে, "হে নারী! তুই নিচে দৃষ্টি রাখ, উর্ধ্বে দৃষ্টি করিস না। আপন পদযুগল একত্রে মিলিয়া রাখ। তোর নাক যেন কেউ দেখতে না পায়, যদি এমন লজ্জাবতী হতে পারিস, তাহলে নারী হয়েও তুই সম্মেলনের পাত্রী হতে পারবি। "
এছাড়াও বলা হইছে, "কি বালিকা, কি যুবতী, কি বৃদ্ধা, কোন স্ত্রীলোককেই নিজ গৃহেও স্বাধীনভাবে কোন কার্য করা উচিত নয়। "(স্ত্রী ধর্ম :১৪৭)প্রশ্ন তা মনে হবার কারণ হলো -কর্নাটকে মুছলিম নারী পোশাক নিয়ে বা নারী পোশাক নপৱা নিয়ে হিন্দু রাজনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে ,হিন্দু বা নারীদের পোশাক নিয়ে কোনো আলোচনায় হচ্ছে না ,তাহলে কি হিন্দু নারীর ধর্মীয় কোনো পোশাক নেই (!?)
শাড়ি সংস্কৃতি ,ধর্মীয় পোশাক নয়
পোশাক বিষয়ে কেউ যদি জানেন তবে কমেন্টে জানালে মজেন রাখবো
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জন্ম থেকে মৃত্যু ধর্ম থাকবেই (মেঝে কিছু সময় আধুনিকতা ও গোড়ামির মিশ্রণ মাত্র ) যেমন -মৃত্যুর পর সব লাশই কবর, স্মশানে বা চিকিৎসা পরীক্ষায় লেবরেটরিতে (দান করে) যায়। কখনো কেউ লাশ পচিয়ে সার হিসাবে জমির উৎপাদন বাড়ানোতে দান করেনা বা ক্ষুদার্থ পশু পাখিই খাদ্য হতে চায় না।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১০
নাহল তরকারি বলেছেন: ধর্ম হচ্ছে একটি বিধান, যে বিধান সৃষ্টিকর্তা সময় ও স্থান ভেদে প্রতিস্থাপন করেছেন। ধর্মের বেসিক দিকগুলো সব ধর্মের এক। আমি সকল ধর্ম নিয়ে গবেষণা করেছি। মৌলিক দিক গুলা সব ধর্মে এক।
যেমন ইসলামের নূহ(আঃ) এর মহাপ্লবনের কথা। এই মহাপ্লাবন নিয়ে হিন্দু ধর্মেও বলা হয়ে। শুধু হিন্দু ধর্মেও না, খ্রিষ্টান, ইহুদি সব ধর্মে এই মহাপ্লাবনের কথা বলা হয়েছে। শুধু তাই না প্রাচীন মিশরের hieroglyphs এর এই মহাপ্লাবনের কথা বলা হয়েছে। শুধু তাই না। মিথ্যা বলা মহা পাপ, বাপ মা সেবা করা, শিক্ষকদের সম্মান করা, পরকীয়া না করা এগুলা বেসিক জিনিস গুলা এক। তাই ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি না করি।
আর যারা ধর্মের বিপক্ষে। যারা বলেন ধর্মের কোন প্রয়োজন নাই। তাদের বলছি। ধর্মে পরকীয়া করা ঠিক না। এখন আপনি যদি বলেন ধর্মে পরকীয়া না করেছে, আমি তো ধর্ম মানি না। তাই আমার বউ কে আরেক জনের বাসায় যৌন কর্ম করতে দিয়ে আসি। আপনি কি আপনার বউ কে আরেক ছেলের সাথে দিবেন? কখনই না। তাহলে আপনার স্ত্রি এর সাথে অন্য ছেলের সঙ্গ যেহেতু পছন্দ না সেহেতু আপনি ধর্ম মেনেছেন।
ধর্মে আছে মিথ্যা বলা মহা পাপ। আপনি হয়তো বলতে পারেন ধর্মে মিথ্যা কথা বলতে না করেছে। তাই আজ আমি মিথ্যা কথা বলবো। যদি আপনি সর্বদা সত্য কথা বলে থাকেন তাহলে আপনি ধর্ম মানেন।
আর মৃত্যু হচ্ছে পরম সত্য। মৃত্যুর ব্যাপারে ধর্মে কথা বলা হয়েছে। এখন যদি আপনি বলেন আমি মৃত্যু মানি না। তাহলে আপনাকে লোকে পাগল বলবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। চমৎকার বলেছেন। আমি বলতে চাচ্ছি -
সকল ধর্মীয় অনুভূতিকে সন্মান রেখেই,শুধু হিন্দু ধর্মের পোশাক বিষয়েই জানতে চাই। যেমন -
মাথায় কাপড়/টুপি , মুখ ঢাকা /খোলা ,কাপড় টাখনুর উপরে/নিচ পর্যন্ত ইত্যাদি কি বলা আছে বা নেই
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১০
নাহল তরকারি বলেছেন: রাজীব নূর কে উদ্দেশ্য করে বলা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ বলেছি
জন্ম থেকে মৃত্যু ধর্ম থাকবেই (মেঝে কিছু সময় আধুনিকতা ও গোড়ামির মিশ্রণ মাত্র ) যেমন -মৃত্যুর পর সব লাশই কবর, স্মশানে বা চিকিৎসা পরীক্ষায় লেবরেটরিতে (দান করে) যায়। কখনো কেউ লাশ পচিয়ে সার হিসাবে জমির উৎপাদন বাড়ানোতে দান করেনা বা ক্ষুদার্থ পশু পাখিই খাদ্য হতে চায় না।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৮
সোনাগাজী বলেছেন:
আপনি কি পরেন?
আপনার কাপড় দেখে লোকজন আপনার ধর্ম, শিক্ষা, জ্ঞানের লেভেল ও পেশা নির্ণয় করতে পারবে কিনা?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি -
সকল ধর্মীয় অনুভূতিকে সন্মান রেখেই,শুধু হিন্দু ধর্মের পোশাক বিষয়েই জানতে চাই। যেমন -
মাথায় কাপড়/টুপি , মুখ ঢাকা /খোলা ,কাপড় টাখনুর উপরে/নিচ পর্যন্ত ইত্যাদি কি বলা আছে বা নেই
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০১
নতুন বলেছেন: নারীরা কি পরিধান করবে সেটা তাদেরই ঠিক করতে দিন।
নারীদের নিয়ন্ত্রনের জন্য এতো কস্ট করার কি দরকার?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। নারীরা কি পরিধান করবে বাকরবেনা সেটা তারা ঠিক করবে বা তাদের প্রোডিউসররা/ প্রযোজকরা ঠিক করবে সেই বিষয়ে আপত্তি নাই বা জানতেও চাইনি
সকল ধর্মীয় অনুভূতিকে সন্মান রেখেই,শুধু হিন্দু ধর্মের পোশাক বিষয়েই জানতে চাই। যেমন -
মাথায় কাপড়/টুপি , মুখ ঢাকা /খোলা ,কাপড় টাখনুর উপরে/নিচ পর্যন্ত ইত্যাদি কি বলা আছে বা নেই
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৭
সোনাগাজী বলেছেন:
আপনি আমাদের দেশে হিন্দু মেয়ে দেখেননি? জানার কি আছে?
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৪৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্ন করা যেতে পারে
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০০
বিবেকহীন জ্ঞানি বলেছেন: সকল ধর্মেই নারীদের সম্মানের আসন দিয়েছে এবং কিছু বাধ্যবাধকতা ও দিয়েছে।
এখন আমরা শুধু সম্মানের আসনে নিজেকে নিয়ে যাই কিন্তু বাধ্যবাধকতা বহালে নারাজ।
সনাতন ধর্মীয় নারীদের খুব বেশি ই খোলামেলা চলাফেরা করে যেটা অতিরিক্ত এবং সমাজের জন্য হুমকিস্বরূপ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৪৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। চমৎকার বলেছেন। আমি বলতে চাচ্ছি -
সকল ধর্মীয় অনুভূতিকে সন্মান রেখেই,শুধু হিন্দু ধর্মের পোশাক বিষয়েই জানতে চাই। যেমন -
মাথায় কাপড়/টুপি , মুখ ঢাকা /খোলা ,কাপড় টাখনুর উপরে/নিচ পর্যন্ত ইত্যাদি কি বলা আছে বা নেই
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৯
নাহল তরকারি বলেছেন: ০১। কে কোন কাপড় পড়বে সেটা সে নির্ণয় করবে। তাহলে আমাদের কেন স্কুল বা কলেজের ইউনিফর্ম পড়তে বাধ্য করা হতো?
০২। যে যার মনে চায় সে সেই কাপড় পড়বে? সেনাবাহিনী যখন ডিউটি করবে, তখন তিনি কি লুঙ্গি আর সেন্ডোগেজ্ঞি পড়ে ডিউটি করলে কি তার চাকরি থাকবে? যদি বলেন তার চাকরি থাকবে না, তাহলে কেন তার চাকরি থাকবে না। কারন তারা একটি শৃঙ্গলার মধ্যে দিয়ে যায়। আমাদের ও উচিৎ একটি শৃঙ্খলার মধ্য দিয়ে যাওয়।
একজন পুরুষও সুন্দর ও পড়বে। সে শুধু একটি জাইঙ্গা পড়ে ঘুরে বেড়ায় সেটা মাননসই না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৫০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। চমৎকার বলেছেন। আমি বলতে চাচ্ছি -
সকল ধর্মীয় অনুভূতিকে সন্মান রেখেই,শুধু হিন্দু ধর্মের পোশাক বিষয়েই জানতে চাই। যেমন -
মাথায় কাপড়/টুপি , মুখ ঢাকা /খোলা ,কাপড় টাখনুর উপরে/নিচ পর্যন্ত ইত্যাদি কি বলা আছে বা নেই
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: পোষাক সম্পর্কে জানা নাই কিছু।
রাজীব নুর বলেছেন: ধর্ম থেকে বেড়িয়ে আসুন, দেখুন জীবন কত সুন্দর।
আপনি নিজেতো ধর্ম থেকে বেড় হতে পারেন নি! অন্যকে বেড়িয়ে যাবার পরামর্শ দেয়াটা কেমন যেনো হয়ে গেলো না?
আপনি ধর্মের কোনো আনুষ্ঠানিকতা পালন করেন না তার একটি তালিকা নিয়ে পোস্ট দিয়েনতো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৫৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ সহমত
জন্ম থেকে মৃত্যু ধর্ম থাকবেই (মাঝে কিছু সময় আধুনিকতা ও গোড়ামির মিশ্রণ মাত্র) যেমন -মৃত্যুর পর সব লাশই কবর, স্মশানে বা চিকিৎসা পরীক্ষায় লেবরেটরিতে (দান করে) যায়। কখনো কেউ লাশ পচিয়ে সার হিসাবে জমির উৎপাদন বাড়ানোতে দান করে না বা ক্ষুদার্থ পশু পাখির খাদ্য হতে চায় না।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
সোবুজ বলেছেন: ধর্ম পালন করা প্রতিটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা।তবে সেটা অন্যের সামান্যতম ক্ষতি না করে।যে ধর্ম অন্যের ক্ষতি করে সেটা অধর্ম।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৫৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ সহমত
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৮
নতুন বলেছেন: সকল ধর্মীয় অনুভূতিকে সন্মান রেখেই,শুধু হিন্দু ধর্মের পোশাক বিষয়েই জানতে চাই। যেমন -
মাথায় কাপড়/টুপি , মুখ ঢাকা /খোলা ,কাপড় টাখনুর উপরে/নিচ পর্যন্ত ইত্যাদি কি বলা আছে বা নেই
হিন্দুদের একক কোন গ্রন্হ নেই যেটা তারা তারা কোরানের মতন মানে।
তাই কোন একটা গ্রন্হে কিছু থাকলেই সেটা যে হিন্দু ধর্মের পোষাক হবে বিষয়টা তেমন না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:০৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,নতুন বলেছেন:
হিন্দুদের একক কোন গ্রন্হ নেই অর্থাৎ হিন্দুদের অনেক গ্রন্থ ,
আমি জানতে চাইছি এতো এতো গ্রন্থতেও কি পোশাকের নির্দিষ্ট কোনো আকার আয়তনের বর্ণনা দেয়া নেই ,নাকি সেটা হিন্দুরা জানেন না ?
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:২৪
নেওয়াজ আলি বলেছেন: আমার বাড়ির পাশে হিন্দু আছে তাদের নারীরা মুসলিম মেয়েদের মত সালোয়ার কামিজ পরে
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,চমৎকার ,যদিও সেলোয়ার কামিজ সংস্কৃতি
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫
বিটপি বলেছেন: হিন্দু ধর্মে নাক ঢাকার কথা বলা আছে - ইসলাম ধর্মে তো নেই। তাহলে মুসলিম নারীরা মাস্ক পড়ার ব্যাপারে এতটা উৎসাহী কেন?
নারীর পোষাকের মাধ্যমে তার ধর্ম, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা অনেকটা ফুটে ওঠে। তাই নারীর পোশাক পছন্দের ক্ষেত্রে বিবেচনা বোধ খুব শক্তিশালী হওয়া দরকার।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
অন্য ধর্মের তুলনা করতে বলিনি।
হিন্ধু ধর্মে যদি নাক ঢাকার কথা থাকে ,তাহলে আছে ,জানা হলো
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৩
রানার ব্লগ বলেছেন: মুসলিমদের ধর্মীয় পোষাক কি ? ইসলাম কি ধর্মীয় পোষাক বলে কিছু নির্ধারন করে দিয়েছে নাকি নিয়ম বিধান করেছে ?
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
খ্রীষ্ঠান ,মুসলিম বৌদ্ধদের পোশাক জানতে চাইনি ,জানতে চেয়েছি হিন্দু ধর্মের নর/নারীদের পোশাক (যদি থাকে )
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৩
রানার ব্লগ বলেছেন: কোন ধর্মই পোষাক নির্ধারন করে দেয় নাই, যে স্থানে যে ধর্ম বিস্তার করেছে সেই স্থানের পোশাককেই তারা বেছে নিয়েছে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
অর্থাৎ হিন্দু ধর্ম পোষাক নির্ধারন করে দেয় নাই।
[যেহেতু খ্রীষ্ঠান ,মুসলিম বৌদ্ধদের পোশাক জানতে চাইনি ।
জানতে চেয়েছি হিন্দু ধর্মের নর/নারীদের পোশাক (যদি থাকে )]
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: নারীদের পোষাক নিয়ে যে পরিমাণ তর্ক বিতর্ক হয়, তার সিকিভাগও পুরুষদের পোষাক নিয়ে হয় না। ভাবখানা এমন যাবতীয় অনাচারের পেছনে নারীদের পোষাক দায়ী।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ সহমত
আমি নর.নারী দুজনের কথাই বলছি
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: ধর্মীয় বিষয়টাই একটা বাজে বিষয়। তার আবার পোশাক।
ধর্ম থেকে বেড়িয়ে আসুন, দেখুন জীবন কত সুন্দর।