নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

অর্থাৎ বিনা যুদ্ধে রাশিয়ার বিজয় হলো (!?)

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৯

ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্ব তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। এই তপ্ত পরিস্থিতির মধ্যে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা বলছে ইউক্রেন। তারা ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির সঙ্গে আলোচনাও চেয়েছে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়াতে প্রয়োজনে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোয় যোগ দেওয়া থেকে বিরত থাকবে ইউক্রেন। যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম প্রাইস্তাইকো এ কথা বলেছেন।
অর্থাৎ ন্যাটোর স্বপ্ন ত্যাগ করছে ইউক্রেন। আমার মনে হয় -
সত্যিই যদি -
ইউক্রেন নেটোর সদস্য পদ চাইবে না বলে ঘোষণা দে তবে ,রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে না যদিও রাশিয়া কখনোই ইউক্রেন কে স্বস্তিতে রাখবে না।
পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক আছে ,ছিল থাকবে ,আমেরিকায় অস্র বিক্রির ধান্দায় থাকবে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আলহামদুলিল্লাহ,

খবর পড়ে খুব খুশি হয়েছিলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমার ধারণা বলেছি

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি খবর পড়েছিলাম ব্লগে আসার আগে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ইইউ যুদ্ধ চায় না ,ইউক্রেন তো আরো চায় না আর আমেরিকা চায় অস্র বেচতে।
রাশিয়া সারা জীবন গ্যাস ও প্লুটোনিয়াম বেঁচেই চলতে পারবে
আমার মনে হয় অহেতুক চিল্লাচিল্লি ,

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মারামারি করালে তাদের পাতে ভাত পড়ে।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১

জটিল ভাই বলেছেন:
খেলা মনে হচ্ছে শেষ না, শুরু.....

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ইইউ যুদ্ধ চায় না ,ইউক্রেন তো আরো চায় না আর আমেরিকা চায় অস্র বেচতে।
রাশিয়া সারা জীবন গ্যাস ও প্লুটোনিয়াম বেঁচেই চলতে পারবে
আমার মনে হয় অহেতুক চিল্লাচিল্লি ,

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৬

নেওয়াজ আলি বলেছেন: অবস্থা তাই মনে হচ্ছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭

বিটপি বলেছেন: রাশিয়া ইউক্রেন আক্রমণ করবেনা কারণ ইউক্রেন মুসলিম দেশ না। মুসলিম দেশ হলে রাশিয়ার পায়ে ধরে বসে থাকলেও আক্রমণ মিস হত না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক তাই

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রাশিয়া এখনকার আমেরিকার মতো বেকুব না। তারা মারে না, মারতে পারে এটা দেখানোই ভালো মনে করে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক তাই

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: আমি জানতাম রাশিয়া যুদ্ধ যাবে না। এ কথা আমি অনেক আগে থেকেই বলছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সহমত

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮

রিফাত হোসেন বলেছেন: কিন্তু তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী তো বলল ভিন্ন কথা, সে তো এখনো ন্যাটোর স্বপ্ন দেখছে। নিজের দেশের দূত এক কথা বলছে, আর দেশের মন্ত্রী আরেক কথা। এখনও ঘটনা পরিষ্কার নয়। দাবার চাল উল্টে গেলেও যেতে পারে। Ukraine না হলে EU ঢুকতে গেলে আরেক ঝামেলা না পাকায়। ২০৩০ এ ইউক্রেনের ই ইউ এর সদস্যপদ পাবার কথা, যদি ২০২৪ এর দিকে আবেদন করে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ইইউতে প্রবেশ হয়তো ঝামেলা নাই তবে ভেজাল একটা রাখবেই রাশিয়া

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: আজ পেপারে পড়লাম পুতিন বলেছে তার সৈন্যরা কিয়েভে সামরিক মহড়া শেষ করে এখন বাড়ির পথে #:-S তাহলে কি রাশিয়ার সামরিক মহড়া নিয়েই সারা দুনিয়া তোলপাড় !!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ভেজাল একটা রাখবেই রাশিয়া মজা নিজ দেশের স্বার্থে প্রয়োজন। ওরাতো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ায় আত্মীয়দের সেটেল করার রাজনীতি করে না

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুসংবাদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.