নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

৫ কোটি জন্মনিবন্ধনের তথ্য গায়েব (ভয়ংকর )

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৮

৫ কোটি জন্মনিবন্ধনের তথ্য গায়েব (ভয়ংকর তথ্যটি কি স্বাভাবিক ভাবে জানালো দেশবাসীকে )
জন্ম নিবন্ধনের সনদ আগে নিয়েছেন এমন কয়েক কোটি মানুষকে নতুন করে অনলাইনে জন্ম সনদ নিতে হবে। কেননা তাদের আগের জন্ম নিবন্ধন সনদ গায়েব হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে কমপক্ষে ৫ কোটি জন্মনিবন্ধন একেবারেই গায়েব হয়ে গেছে।
গতকাল বিষয়টি জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন। এসব ব্যক্তির জন্মনিবন্ধন অনলাইনে আপডেট করা হয়নি এবং এখন নতুন সার্ভারে আর পুরনো তথ্য স্থানান্তর করা সম্ভব হবে না।
পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের একটি বিরাট অংশের আবার একাধিক অনলাইন জন্ম নিবন্ধনের ঘটনাও বেরিয়ে এসেছে যা সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বাংলাদেশে এখন প্রায় চার কোটি স্কুল শিক্ষার্থীর জন্য ডিজিটাল ইউনিক আইডি তৈরির কাজ চলছে যার জন্য জন্মসনদ বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে, নতুন নিয়মে শিক্ষার্থীদের জন্মসনদের আবেদন করতে হলে তাদের মা-বাবারও জন্মসনদ দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বহু অভিভাবক দেখছেন যে তাদের আগে নেয়া জন্মসনদ এখন আর সরকারি সার্ভারে দেখাচ্ছে না। এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, আগে যারা ম্যানুয়ালি জন্মসনদ নিয়েছেন তাদের মধ্যে যারা নিজ উদ্যোগে বা সংশ্লিষ্ট নিবন্ধন অফিস থেকে অনলাইনে এন্ট্রি করেননি তাদের জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য সার্ভারে আর নেই।
ঢাকা সিটি কর্পোরেশনেএখন সম্পূর্ণ নতুন করে আবেদন করে জন্ম নিবন্ধন নিতে হবে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:



ব্যাক-আপ আছে, আপনি আকাশ থেকে পড়ছেন কেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।(আবার পড়ুন)
গতকাল বিষয়টি জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন। এসব ব্যক্তির জন্মনিবন্ধন অনলাইনে আপডেট করা হয়নি এবং এখন নতুন সার্ভারে আর পুরনো তথ্য স্থানান্তর করা সম্ভব হবে না
পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের একটি বিরাট অংশের আবার একাধিক অনলাইন জন্ম নিবন্ধনের ঘটনাও বেরিয়ে এসেছে যা সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বাংলাদেশে এখন প্রায় চার কোটি স্কুল শিক্ষার্থীর জন্য...

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১

বালিশ বলেছেন:




সোনাগাজী বলেছেন: ব্যাক-আপ আছে, আপনি আকাশ থেকে পড়ছেন কেন?
চাঁদু দাদ্, তবে কি আপনার মত গাধার পিঠ থেকে পরবে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।মন্তব্যে স্বাধীন !

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৪

সোনাগাজী বলেছেন:


সব কিছু আপডেট করা সম্ভব; ডাটা হারিয়ে গেলে ব্যাকআপ থেকে উহা রেষ্টোর করা সম্ভব; এটা ডেটাবেইজের নিয়ম।


০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ডাটার পরিমান(বিশাল) পার্সোনাল সার্ভার ভিত্তিক নয়। ভাড়া করা সার্ভারে রাখলে ,বাকাপের সম্মভাবনা থাকে। নিজেদের যোগ্যতায় যা করেছে ,তাতে মনে হয় ইনপুটই করেনি (হার্ড কপিতেই সীমাবদ্ধ ছিল)

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৫ কোটি না, ৫ লাখের মতো। সিটি কর্পোরেশনের কিছু ডাটা ট্রান্সফার করার সময় এটা হয়। কিন্তু ঘটনা তো পুরোনো, গতকাল এটা খবর হলো কখন?

যারা আগে জন্মনিবন্ধন করেছিলেন, সেগুলো ছিল শুধু হার্ড কপি। ওগুলো অনলাইনে আপডেট করা হয় নি। এটা সাধারণত যখন তড়িঘড়ি করে কেউ জন্মনিবন্ধন সনদ তুলেছিলেন, কিংবা যেখান থেকে তোলা হয়েছিল সেখানে ডিজিটাল/অনলাইন ফ্যাসিলিটিস ছিল না, ফলে ওসব জন্মনিন্ধন অনলাইনে আপডেট করা যায় নি। আমার ক্ষেত্রে এটা ঘটেছিল। ২০১৬ সালে আমার আর স্ত্রীর জন্মসনদ করা হয়। ছেলের জন্মসনদ সংশোধন করতে যেয়ে ধরা পড়লো যে আমাদের জন্মনিবন্ধন অনলাইনে আপলোড করা নাই। তখন নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন জন্মনিবন্ধন নিই এবং ছেলের জন্মসনদ সংশোধন করা সম্ভব হয় তার পরে।

উপরেরটা হলো একটা কেইস। আর অনেক মানুষের ডাটা হারিয়ে গেছে বা ডিলিটেড হয়ে গেছে, এ খবরও বেশ পুরোনো। এগুলোর কোনো ব্যাকআপ নেই। ব্যাক আপ ছিল এন আই ডি কার্ডের। এন আই ডি কার্ড যখন করা হয়, তখন মোবাইল হার্ড ডিস্কে ব্যাক আপ রাখা হতো।

বর্তমানে যেসব জন্মনিবন্ধন হয়, সেগুলোর একাধিক ব্যাকাপ থাকে। যেগুলো হারিয়ে গেছে, ওগুলোর কোনো ব্যাকাপ নাই, তাই নতুন করে করতে হবে। কাদেরটা নতুন করে করতে হবে তা জানার জন্য এই লিংকে গিয়ে জন্মনিবন্ধন নাম্বার ও জন্মতারিখ দিলেই বোঝা যাবে, অনলাইনে আছে, নাকি নেই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। তথ্য বহুল মন্তব্য।
বাংলাদেশে এখন যে প্রায় চার কোটি স্কুল শিক্ষার্থীর জন্য ডিজিটাল ইউনিক আইডি তৈরির কাজ চলছে,এগুলি সহ ৫ কোটি।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫২

জ্যাকেল বলেছেন: যাহারা ব্যাকআপ ব্যাকাপ করতেছেন তাহাদের কি মনে হয় আমেরিকা/কানাডার টেক এক্সপার্টদের সমান/কাছাকাছি দক্ষতা আছে আমাদের দেশের সরকারি লোকদের?
হাঃহাঃহাঃ
বাতুলতা বৈ আর কি। বাংলাদেশে হাইটেক ইন্ডাস্ট্রি গড়বার মত পদক্ষেপ নেওয়ার দক্ষতা/প্রেরণা বাংলাদেশের বর্তমান টাইরেনি সরকার রাখবে আশা করা যায় না। মোস্তফা জব্বারের মত নন-টেক দুর্নিতিবাজ মানুষ যেখানে আইটি'র দ্বায়িত্ব পায় সেখানে কি হইবে তাহা অনুমেয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। চমৎকার সত্য বলেছেন।
সরকারের উদ্যোগ গুলি ভালো তবে ৯০% ভাগ সাইটেই পরিপূর্ন সেবা পাওয়া যায় না লোডইং সমস্যা তো আছেই। আমার মনে হয় সার্ভার ক্যাপাসিটি বিষয়েই তাদের ধারণা নাই ,রক্ষণাবেক্ষনতো দূরের বিষয়

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বিশাল এক ঝক্কি দাঁড়া হয়ে গেছে।
ছোট মেয়ের জন্ম নিবন্ধন করতে গিয়ে দেখা গেলো আমার আর আমার স্ত্রীর জন্ম নিবন্ধন বর্তমান সার্ভারে এন্টি নেই। চেক করে দেখলাম বড় কন্যারটাই এন্টি নেই। বাধ্য হয়ে প্রথম ১০০০ টাকা দিলাম আমার আর আমার স্ত্রীর জন্ম নিবন্ধন করে দেয়ার জন্য। সেই দুটি হওয়ার পরে দুই কন্যার নিবন্ধনের জন্য আবার ১০০০ দিলাম।
টাকা কিছু কম খরচ করতে চাইলে নিজেকে ৮বার দৈড়ঝাপ করতে হতো। শুনতে পাই অনেকের নাকি এর চেয়ে অনেক বেশী টাকা দিতে হচ্ছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। তবুও কাজটি কোনো পেরেছেন সেটাই অনেক

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৯

ঈশান মাহমুদ বলেছেন: আমার মেয়ের এন আইডি করতে পারছি না। তার জন্মনিবন্ধন না করতে পারার জন্য (যদিও হার্ড কপি করা ছিলো, কিন্তু অনলাইনে ডিজিটাল কপি নেই)। মেয়ের আবার নতুন করে জন্মনিবন্ধন করতে গিয়ে দেখি পিতা মাতার জন্মনিবন্ধন নম্বর চাইছে। আমাদেরও আগে জন্মনিবন্ধন করা ছিলো। কিন্তু অনলাইনে ডিজিটাল কপি নেই। আবার নতুন করে আমার জন্মনিবন্ধন করতে গিয়ে দেখি আমার পিতার জন্মনিবন্ধন নং চাইছে। পিতা মারা গেছেন ত্রিশ বছর আগে। এখন আমি তাঁর জন্মনিবন্ধন নম্বর কোথায় পাবো ! এভাবে ঝুলে আছে মেয়ের এনআইডি ও জন্মনিবন্ধনের বিষয়টি। অথচ মেয়ের বয়স বিশ পেরিয়ে এখন একুশ। জন্ম নিবন্ধন এবং এন আই ডি না থাকায় সে করনা ভ্যাকসিনও দিতে পারছে না।
কেউ কি এ ব্যাপারে একটি সমাধানের পথ বাতলে দিতে পারেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। কি বলবো (উত্তর জানা নেই)
[সরকাররে জিগাইতে মঞ্চায় ,ডিজিটাল কথাটা তুমি কৈত্তে হিকছো]

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৩

জিকোব্লগ বলেছেন:



@সোনাগাজী,
সামুর আপনাকে কোনো দরকারই নাই, কিন্তু আপনারই সামুকে
অনেক দরকার। কাজেই বারে বারে সামু আপনাকে লাথি দিলেও
আপনার সামুর কাছে ফিরে আসতেই হচ্ছে।

একজন মুক্তিযোদ্ধা কখনোই এতো বেহায়া হতে পারে না।
এতো বেহায়া হলে মুক্তিযোদ্ধারা কখনই দেশ স্বাধীন করতে
পারতো না।

এমনকি একজন সুশিক্ষিত লোকও এতো বেহায়া হয় না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।বেশি বলেফেল্লেন

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:০৩

নেওয়াজ আলি বলেছেন: ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে ছিলাম বেশ কয়েকবার পরিবারারের লোকজনের জন্মনিবদ্ধন ও ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করতে অনেক বাজে অভিজ্ঞতা হলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। হয়রানির ডিজিলাইজেশন/ডিজিটালাইজ করা হোক

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার @ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই আপনার লিংকে গিয়ে দেখলাম আমার বাচ্চাদের আছে কিন্তু বড়টার বাংলার যায়গায় কোন তথ্য নেই শুধু ইংরেজীতে ঠিক আছে আর ছোটটার বাংলার যায়গাতে ওর নাম আছে তবে বানান ভুল আছে এবং পিতামাতার নামের ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে তবে ইংরেজি ঠিক আছে তাহলে এখন কি করতে হবে?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। হয়রানির ডিজিলাইজেশন/ডিজিটালাইজ করা হোক

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

জুল ভার্ন বলেছেন: ভাগ্যিস জন্ম নিবন্ধণ গায়েব, মানুষগুলোকে গায়েব করে দেয়নি!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। মন্ত্রী বলছেন যারা গায়েব হয়েছে তাদের নাকি ভুমধ্যসাগরে পাওয়া গেছে

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৯

জগতারন বলেছেন:
জিকোব্লগঃ
@সোনাগাজী,
সামুর আপনাকে কোনো দরকারই নাই, কিন্তু আপনারই সামুকে
অনেক দরকার। কাজেই বারে বারে সামু আপনাকে লাথি দিলেও
আপনার সামুর কাছে ফিরে আসতেই হচ্ছে।

একজন মুক্তিযোদ্ধা কখনোই এতো বেহায়া হতে পারে না।
এতো বেহায়া হলে মুক্তিযোদ্ধারা কখনই দেশ স্বাধীন করতে
পারতো না।

এমনকি একজন সুশিক্ষিত লোকও এতো বেহায়া হয় না।


@জিকোব্লগঃ এতো অভদ্র ও ছোটলোক স্বভাব নিয়া মানুষ বাঁচে কিভাবে ?

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০১

জিকোব্লগ বলেছেন:



@জগতারন,

আপনার জন্যও ছোট গল্পঃ বেহায়া বুড়ো গাধাটি টিকে আছে
নিশ্চিতভাবে গল্পে আপনি আপনার নিজের পরিচয় খুঁজে পাবেন।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: এডমিনের দৃষ্টি আকর্ষন করছি।
জিকোব্লগ নামক ছাগলে থামান। ছাগল ব্লগের পরিবেশ নষ্ট করছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আসলেই অতিরিক্ত হয়ে যাচ্ছে।
এবার পোস্ট বিষয়ে কিছু বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.