নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন পতাকাতে আর দেখা যাবে না পবিত্র কালিমা শরীফ। আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম।
সম্প্রতি দেশটির শূরা কাউন্সিল পতাকার প্রায় ৫০ বছরের পুরোনো রাজকীয় ডিক্রির একটি খসড়া সংশোধনী অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে।
জানায় সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)
সৌদির শূরা কাউন্সিলের সম্মতিই যে কোনো আইন বাস্তবায়ন ও সংস্কারে চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে বাদশাহ’র অনুমোদন এখন আনুষ্ঠানিকতা মাত্র। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে পতাকা ও সংগীত পরিবর্তন করা হচ্ছে।
কারণ হিসাবে বলা হয়েছে - পতাকার প্রয়োজনীয় সম্মান এবং কালেমাখচিত পতাকাকে অবহেলা ও অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্যই এই আইন। যেমন -গত সপ্তাহে পতাকা অবমাননার অভিযোগ চার বাংলাদেশিকে গ্রেফতারও করেছে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে সৌদি পতাকাকে ময়লার ভাগাড়ে ফেলে অবমাননার অভিযোগ আনা হয়েছে।
আমার মনে হয় - প্রধান কারণটি হলো - কালেমা লেখা থাকায় পৃথিবীর যে কোনো শোকার্ত স্থানে পতাকাটি অর্ধনমিত করা হয় না ,যা মোড়ল দেশগুলি অপমানিত মনে করে নিজ নিজ দেশের পতাকার অর্ধনমিত অবস্থান দেখে। এবং প্রিন্স সালমান সাহেব পশ্চিমাদের দোসর এখন ,তাই কূটনৈতিক চাপেই সম্ভবত পরিবর্তন করা হচ্ছে পতাকা ও জাতীয় সংগীত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ভালো হবে (আল্লাহ ভালো জানেন )
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পতাকা যেহেতু, ইসলামী কোন বিষয় নয়, দুনিয়াবি বিষয় সেহেতু, কালেমার অবমাননার বিষয় মাথায় রেখে পতাকা পরিবর্তন করলে কাজটা ভুল হবে না...
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ভালো হবে (আল্লাহ ভালো জানেন )
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৮
সোবুজ বলেছেন: আরো পরিবর্তন তারা করবে সময়ের প্রয়োজনে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৫
রক্ত দান বলেছেন: বন্ধূদের খুশির জন্য তারা সব কিছু করতে পারে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।জ্বী
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩০
রিফাত হোসেন বলেছেন: ভালো পদক্ষেপ। তার কিছু খারাপ পদক্ষেপের মধ্য থেকে এটি ভাল পদক্ষেপ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩২
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ভালো হবে (আল্লাহ ভালো জানেন )
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার লেখা পড়ে প্রায় হতাশ হয়েছিলাম! শেষ লাইনে এসে মনে হলো, নাহ, ঠিকইতো আছে।
আমি মনে করি পরিবর্তনটা সঠিক হবে। এতে ইসলাম অবমাননা হবে না; বা কলেমা সারনো খারাপ এমন ভাবও হবে না। এই আমরাইতো পতাকা থেকে দেশের ম্যাপ সরিয়েছি; তার মানে কি দাড়ায় যে আমরা ঐ ম্যাপে বিশ্বাস করি না? না, তা তো না।
সৌদী প্রতিটা মানুষ, যারা নিজেকে মুসলিম মনে করে, তাদের কাছে কলেমার প্রচন্ড দাম। তারা সকলেই পতাকার সম্মানের থেকে ভিতরের লেখাটাকে সম্মান দেয়। এ জন্য এখানে তাদের জাতীয় দিবসে যে ছোট ছোট পতাকা হাতে ঘুরে, তার ভিতরে কিন্তু কলেমা লেখা থাকে না। থাকে আরবীতে সৌদী আরব লেখা (যেমনটা খসড়া পাশ হয়েছে দেখিয়েছেন, প্রায় অমন)।
আমরা মানব পতাকা তৈরীর প্রোগ্রামে পতাকা পাড়াতে পারি; তারা পারে না; কারণ তারা ঐ বাক্যের মর্যাদা দেয়।
সেই হিসাবে এই পরিতর্বন ইতিবাচক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ভালো বলেছেন।সহমত
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৫
জটিল ভাই বলেছেন:
পরিবর্তন হোক অন্তরের।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: তলোয়ার বাদ ! কোপাকুপি করবে কি দিয়ে ? নাকি সেটাও বাদ দেবে ?
পতাকা থেকে কালেমা বাদ অস্ত্রও বাদ ।
সালমান সাহেব ভালো সালমান সাহেব খারাপ !
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আমরা দর্শক
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: সৌদি ধীরে ধীরে দুবাইকেও ছাড়িয়ে যাবে।
ধর্ম থেকে তাঁরা যত দূরে সরে যাবে, তাদের তত উন্নতি হবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আর কত উন্নত হবে !
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: গুড ইনিশিয়েটিভ
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।জ্বী
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২১
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০২
সোনাগাজী বলেছেন:
ভালো পদক্ষেপ।