নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ববিদ্যালয় গেটে অস্ত্র হাতে তালেবান, এলেন মাত্র ছয়জন ছাত্রী! মাত্র কজন ছাত্রী কেনো ?
বলা হচ্ছে -তালেবান সরকারের ভাষ্য -
বিশ্ববিদ্যালয়গুলোতে আগে ছাত্রছাত্রীরা একসঙ্গে ক্লাস করলেও এখন আর সে ব্যবস্থা থাকবে না। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করতে হবে। অথবা
নানগারহার বিশ্ববিদ্যালয়ের প্রধান খলিল আহমেদ জানান, সকালে ক্লাস করবেন ছাত্রীরা। দুপুরে ক্লাস করবেন ছাত্ররা। বর্তমানে বেশিরভাগ প্রদেশেই এ ব্যবস্থা করা হয়েছে।
মূল খবরটি হলো -
২০২১ সালের ১৫ আগস্ট দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করে তালেবান। এরপর বন্ধ হয়ে যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান।দীর্ঘ অপেক্ষার পর আফগানিস্তানে বুধবার খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়। দীর্ঘ সময় আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার অন্যতম কারণ হলো, তালেবান ভাবছিল তারা ছাত্রীদের পড়ার সুযোগ দেবে কি না।
তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও আহ্বানের পর ছাত্রীদেরও ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ দেয় তালেবান। কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার প্রথমদিন ছাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম। লাগমান বিশ্ববিদ্যালয়ে প্রথমদিন সব মিলিয়ে মাত্র ছয়জন ছাত্রীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখেছে সংবাদদাতা। যে ছয়জন ক্লাস করতে এসেছেন তারা সবাই বোরকা পড়া ছিলেন। সঙ্গে সকলের হাত ও পা ঢাকা ছিল। লাগমান বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে ভারী অস্ত্র নিয়ে পাহারা দিতে দেখা গেছে তালেবান যোদ্ধাদের। আফগানিস্তানের যে প্রদেশগুলোতে এখন তীব্র ঠান্ডা পড়েছে সে সব প্রদেশে বিশ্ববিদ্যালয় খোলা হবে ২৬ ফেব্রুয়ারি।
নিয়মনীতি একই , একপক্ষ বলছে আলহামদুলিল্লাহ ,অপরপক্ষ বলছে ভয়াবহতা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। আলহামদুলিল্লাহ
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০
সোবুজ বলেছেন: আমরাও সে দিকেই অগ্রসর হচ্ছি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আমরা উল্টো
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এসব করে ওরা পরিস্থিত উতপ্ত রাখছে। মারামারি করার জন্য ইদানীং মানুষ মরিয়া হয়েছে!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।তাতে লাভ কি
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৩
জ্যাকেল বলেছেন: তালেবান'রা মধ্যযুগে চর্চিত/প্রবর্তিত চরম সকল পন্থা নিয়ে চলতে চাহিতেছে যার ভয়াবহ পরিণাম দুর্ভিক্ষ এবং গৃহযুদ্ধ। আল্লাহ যেন আফগান জাতির মধ্যে একজন নেতা প্রেরণ করেন ইহাই আমার প্রার্থনা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।অপর দিকে,অতিআধুনিকতা বর্বরতাকেও হার মানায়
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: kathasilpa.com < এটা কেমন হলো? "কথাশিল্প"
আপনাকে আন্তরিক ধন্যবাদ
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:২১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। বেশ
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আফগানে ভার্সিটির দরজায় অস্ত্র হাতে তালেবান
বাংলাদেশে ভার্সিটির ভিতর ছাত্রলীগ
গোল্লায় যাক উচ্চতর পড়াশুনা !
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:২২
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ছাত্রলীগ ও ভিসি
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: আমি বললাম নির্বুদ্ধিতা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১২
বিটপি বলেছেন: আফগান তরুণেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে যায়না, যায় লাইন মারতে। সেই সুযোগ বন্ধ করে দিলে তারা কিসের আকর্ষণে পড়তে যাবে? আমাদের দেশে সহশিক্ষা বন্ধ করে দেন - নারী শিক্ষার্থীর সংখ্যা অর্ধেক হয়ে যাবে - পাক্কা!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।হয়তো তাই,অথবা
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: তালেবানরা বিশ্বের জন্য হুমকি স্বরুপ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।বলা যায় না
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৫
বালিশ বলেছেন:
একমাত্র রাজীব দাদাই বর্তমান বিশ্বের আশীর্বাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩১
সাসুম বলেছেন: আলহামদুলিল্লাহ