নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহী,সরকারের বিরোধিতা করা কি (!?) .
সরকারের বিরোধিতা ও দেশের বিরোধিতা করা এক নয়।
‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব নিজে দস্তখত দিয়ে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য। সাহায্য মানুষের জন্য, জনগণের জন্য আসে, সাহায্য সরকারের জন্য আসে না। গতকাল তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ড. হাছান মাহমুদ দেশবাসীকে জানিয়েছেন বিষয়টি। তিনি আরো বলেছেন -
যে রাজনৈতিক দল নিজে স্বাক্ষর করে বাংলাদেশে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লেখে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকে না।’
এখন প্রশ্ন হলো - মির্জা ফখরুল সাহেব যদি দেশকে সাহায্য করতে নিষেধ করে থাকেন তাহা হলে ইটা দেশদ্রোহী কাজ হয়ে যায় ,আর যদি দেশের সরকারের কাছে সাহায্য পাঠাতে নিষেধ করে ,দাতাদের সহায়তায় সাহায্য পরিচালনার অংশ নিতে বলেন,কারণ তিনি মনে করেন সরকার সহায়তা ঠিক ভাবে বন্টন করবেন না তাহা হলেতো সরকার বিরোধী কাজ হয়ে যায়।
সরকার বিরোধী কাজ হলে কিছু বলার নাই।সেটা সরকার বুঝবে। তবে দেশ বিরোধী কাজ হলে,দেশের একজন হিসাবে - দেশদ্রোহী তার বিচার হওয়া উচিত।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। হয়তো তাই
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৫
সাসুম বলেছেন: আমাদের দেশের মানুষ আর পলিটিশিয়ান রা কোনটা দেশ আর কোনটা সরকার এটার ডিফারেন্স ই তো বুঝেনা।
মির্জা ফখ্রুল সহযোগিতা বন্ধ করতে বলছে চিঠি দিয়ে। কিসের সহযোগিতা?? যদি ধরা যাক তিনি আম্রিকার সোয়াট অথবা এফ বি আই কর্তৃক, বিনা বিচারে হত্যাকান্ডে অভিযুক্ত র্যাব কে সহযোগিতা বা ট্রেনিং এর বিরুদ্ধে লিখেন তাহলে সেটাকে কি দেশ দ্রোহীতা ধরা যাবে??
কন্টেক্সট বিচার না করে, না জেনে যাকে তাকে দেশ দ্রোহী আখ্যা দেয়া ক্ষতিকর।
এমন যদি হয় মির্জা সাব আম্রিকার প্রেসিডেন্ট রে লিখছে বাংলাদেশ রে খাদ্য সহযোগিতা বা চীনের প্রেসিডেন্ট রে লিখল বাংলাদেশ রে যাতে ব্রিজ আর মেট্রোরেল বানানোর জন্য লোন না দিতে- তখন সেটা দেশ দ্রোহীতা ধরা যাবে এবং দেশের আইনে বিচার করতে হবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ভালো বলেছেন ,তবে আমি মনে করি -
RAB বা ব্রিজ উভয়ই দেশের জন্য
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি ব্লগার সাসুম এর সংগে সহমত।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৪
সোবুজ বলেছেন: এই সকল কথাবার্তা রাজনৈতিক বক্তব্য।এইগুলো কেউ ধর্তব্যের মধ্যে আনে না।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ধর্তব্যের মধ্যে আনা উচিত।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ বিরোধীদের বিদেশী লবিং ফার্ম ভাড়া করা নতুন কোন ব্যাপার না।
এর আগে ড। ইউনুসও দুইবার অন্য একটি লবি ফার্ম (বিটিপি এডভাইজারস) নামে একটি লবিং ফার্ম ভাড়া করেছিল, কিন্তু কি কাজে ভাড়া করেছিল সেটা যানা না গেলেও মোটামোটি অনুমান করা যায়।
খালেদা জিয়াও বেশ আগে এই বিটিপিকেই (বিটিপি এডভাইজারস) ভাড়া করেছিল, বাংলাদেশের বিরুদ্ধে বানিজ্জ নিষেধাজ্ঞা দেয়ার জন্য। নিষেধাজ্ঞা দেয়ার জন্য ওয়াসিংটন পোষ্টে একটি বড় নিবন্ধ পর্যন্ত ছাপা হয়েছিল। খালেদা জিয়ার নামেই নিবন্ধটি ছাপা হয়েছিল। তখন বাংলাদেশের বিরুদ্ধে বানিজ্জ নিষেধাজ্ঞা দেয়া সম্ভব না হলেও জিএসপি সুবিধা বাতিল করেছিল হিলারি।
তখন বাংলাদেশ সরকার বানিজ্জ নিষেধাজ্ঞা রোধ করতে একাধিক লবিং ফার্ম ভাড়া করেছিল। বানিজ্জ নিষেধাজ্ঞা ঠ্যাকানো গেলেও জিএসপি সুবিধা ফিরে পাওয়া সম্ভব হয় নি।
সুত্র - view this link
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,ভালো বলেছেন।
লবিং করে সরকারকে বেকায়দায় ফেলা এক জিনিস
আর দেশের বিরোধিতা করা আরেক জিনিস .
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৯
চাঁপাডাঙার চান্দু বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ বিরোধীদের বিদেশী লবিং ফার্ম ভাড়া করা নতুন কোন ব্যাপার না
সেই সাথে খালেদা জিয়া রানা প্লাজায় ধাক্কা দিয়ে জিএসপি বাতিল করেছেন সেটাও নতুন না।
আর শেখ হাসিনার লবিং এর ক্ষুদ্র এক অংশ নিয়ে এই ব্লগেই ৭ বছর আগে বলেছিলাম।
view this link
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। সরকারের বিরোধিতা ও দেশের বিরোধিতা করা এক নয়।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:০৯
নেওয়াজ আলি বলেছেন: দেশ বিরোধী সব রাজনৈতিক নেতার বিচার হওয়া উচিত।
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: যোগ্যতার চেয়ে ক্ষমতা বেশি হলে সে ক্ষমতা নিজেরই বিপদ ডেকে আনে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।দারুন
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪৬
বিটপি বলেছেন: এরকম চিঠি কেউ লিখলে অবশ্যই তার নামে মামলা হওয়া উচিত। যেহেতু মামলাও করা হয়নি বা রাজনীতি করার অধিকার কেড়েও নেয়া হয়নি, অতএব বলা যায়, এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যা।