নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের শিরোনামটি দেয়ার ২টি কারন ,একটি হলো -
সাধারণত আমরা জানি বা শিষ্টাচার হলো, কোনো দেশের সরকার প্রধান, এ কোনো বিষয়ে শুভেচ্ছা জানায় অপর দেশের সরকার প্রধানকে ,মন্ত্রীরা মন্ত্রীদের।এবং দ্বিতীয় কারণটি হলো ২১ দিন পরে কেন !?
আজ (বৃহস্পতিবার২০/১/২০২২)সন্ধ্যায় হটাৎ পত্রিকায় প্রকা হলো -
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেনকে পাঠানো বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রীকে শুভেচ্ছাপত্র পাঠান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
আমি বলতে চাই -এই বিষয়টি কি বাইডেন সাহেব আমাদের সরকার প্রধানকে কটূক্তি করেছেন ,নাকি আমাদের সরকার প্রধান নিজেই আমেরিকার সাথে দূরত্ব বজায় রেখেছেন (!?) ফলে আমেরিকা বাধ্য হয়ে মোমেন মন্ত্রী ও মোমেন মন্ত্রী স্ত্রীকে ২০ দিন পরে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন
২১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:১৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা না জানিয়ে,মন্ত্রীকে জানিয়ে বাইডেন কটূক্তি করেছে
২| ২১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:২৫
এপোলো বলেছেন: কটুক্তি হইলে হইতেও পারে, তবে সম্ভাবনা কম। বাইডেন উক্তি কটুক্তি করবে জার্মানি, ফ্রান্স কিংবা ব্রিটেনকে। সিংগাপুর কিংবা আরব আমিরাতকেও করার চান্স আছে। বাংলাদেশ এখনো ওরকম কোন লিস্টে নাম উঠাতে পারে নাই। কুটনৈতিক খুনসুটি করার জন্য আগে বাংলাদেশকে ওরকম নামধারি কোন রাষ্ট্রের কাতারে উঠতে হবে।
তারপরেও ধরে নিলাম, কটুক্তি। বাংলাদেশ এখন কি করতে পারে? তেমন কিছুই না। শুনতে খারাপ লাগলেও যেটা সত্য সেটা সত্য। আমেরিকা যদি কটুক্তি করেও থাকে, বাংলাদেশ সেটা কটুক্তি হিসেবে নিতে পারে না। কারণ, এর বিহীত হিসেবে বাংলাদেশ কিছু করতে পারবে না। আমেরিকানরা যদি ক্রিকেট খেলত, তাহলে অন্তত বাংলাদেশ একটা ঘোষণা দিতে পারত, "আমেরিকার সাথে ক্রিকেট খেলা বর্জন করলাম"। এখন সেটাও সম্ভব না।
বাংলাদেশের টিকে থাকার খাতিরেই বাংলাদেশ এটাকে কটুক্তি হিসেবে ধরবে না।
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।বেশ বলেছেন।
গন্ডারের চামড়ার সরকার হয়তো শিখবে কিছু
৩| ২১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৫:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
এই হগল তামাসা কটুক্তি হাসিনা ঠ্যাং দিয়াও পুছে না। আগেও পুছে নাই।
২০১৩-১৪ বহু সাম্রাজ্যবাদি পররাষ্ট্র মন্ত্রী রথি-মহারথি রাষ্ট্রনেতা ফোনের পর ফোন করেছিল ফাসি থামাতে। জাতিসংঘ মহাসচিবকে দিয়ে পর্যন্ত ফোন করানো হয়েছিল। কিন্তু লাভ হয় নি।
হাসিনা দাড়ীওয়ালা শয়তানগুলোকে চুলের মুঠি ধরে ফাসিকাষ্ঠে নিয়ে গেছিল, সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে।
এর আগে পদ্মা সেতুর ফান্ড বন্ধ করেছিল বিশ্বব্যঙ্ককে বাধ্য করে এই সাম্রাজ্যবাদিরা। সেসময়েও হিলারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঠিকই সেতু তৈরি ঠিকই সমাপ্ত হয়েছে। আর কানাডার আদালতে দুর্নিতির অভিযোগ ভুয়া প্রমানিত হয়েছিল।
সুতরাং আগলা তামাসা করতে না কইরা দেন।
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ঠিক বলছেন (প্রেক্ষাপট ভিন্ন)
#সাসুম বলেছেন - আমাগো দেশ থেকে সরকার লিটারালি পি আর ফার্ম ভাড়া করে, লবিস্ট নিয়োগ করে আম্রিকান সরকারের লগে একটু কথা বলার জন্য
৪| ২১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৫:৫৯
সাসুম বলেছেন: জীবনে কোনদিন শুনেছেন বাংলাদেশের বেক্সিমকোর মালিক সাল্মান এফ রহমান, আপনার সাথে রাগারাগি বা গালাগালি করতে??? উনি করবেন সামিট এর মালিক এর সাথে, প্রাণ এর মালিক এর সাথে, স্কয়ার এর মালিক এর সাথে।
আমাগো দেশ থেকে সরকার লিটারালি পি আর ফার্ম ভাড়া করে, লবিস্ট নিয়োগ করে আম্রিকান সরকারের লগে একটু কথা বলার জন্য, আর আপ্নে আইছেন আম্রিকার পেসিডেন্ট আমাগো উপর রাগ কইচ্ছে বা অপমান কইচ্ছে সে হিসাব লইয়া।
হায়রে মানোশ
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।এভাবে সত্য বলা ঠিক না
৫| ২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকা কি নিষেধাজ্ঞা দিলো?
৬ র্যাব সদস্যর ভিসা নিষেধাজ্ঞা। ভিসা দিবে না।
মানে ওনারা যদি কখনো এম্বেসিতে ভিসার জন্য দাঁড়ায়, ভিসা দিবে না।
আমেরিকা তো আমি বা আপনে দাড়ালেও ভিসা দিবে না। তাইলে এত উতলা হওয়ার কারন টা কি?
এই ৬ বুড়া র্যাব সদস্য আলু পিয়াজ কাটতে আমেরিকা যেতে না পারলে দেশের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে।
এত বিশাল ক্ষতি মেনে নেয়া যায় না।
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আরেকটু গভিরে গেলে বুঝা যায়,মনে হয় - সরকার প্রধানকে কটুক্তি(বর্তমান ট্রেন্ড) করছে
৬| ২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫
নতুন বলেছেন: আপনি কি অনলাইন পত্রিকা চালান?
এই খবরগুলি সেই রকমের মনে হচ্ছে
২১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।যে বিষয়গুলি গুরুত্ত্ব দেয়া উচিত অথচ আড়ালেই থাকে (আমার মতে )সেই বিষয়গুলি শেয়ার করি মাত্র
৭| ২১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০১
সাজিদ! বলেছেন: বাইডেনের বাপেরও সাহস নাই বাংলাদেশকে কিছু বলে। কিসের কটুক্তি? আমেরিকা এখন গরীব দেশের কাতারে চলে যাচ্ছে। অথচ এই করোনায় বাংলাদেশের কোন ক্ষতিই হয় নাই। মিলারের বিদায়ে কেউই তাই পাত্তা দিল না। আমাদের টাইম নেই আমেরিকাকে হিসেবে ধরার৷ আর এমনেও ওদের গৃহযুদ্ধ হয়ে ওরা সবাই মরবে।
২১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ , অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী সমপদমর্যাদার !
৮| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১২
জুল ভার্ন বলেছেন: আলগা মোমেন আসলে বুঝতেই পারেনি - এই শুভেচ্ছার মর্মার্থ।
২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১:৪১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
মূল কথা
৯| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
একটি দেশের রাজনীতি কতটা নীচে নেমে দেউলিয়া হয়ে গেলে নিজ দেশে সাম্রাজ্যবাদিদের হস্তক্ষেপ/হামলার আশায় আকাশ পানে চেয়ে থাকে।
এই রাজনীতির একদল শিক্ষিত সমর্থকরাও উলঙ্গপনা দেউলিয়াপনায় শেষ প্রান্তে।
২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১:৪৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আমরাই তৈরী করেছি রাজতন্ত্রের দেশ
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ২:০৭
সামিউন সিজান বলেছেন: নববর্ষের উপহার হয়তো জাহাজে করে এসেছে। ইউএসএ খালি হাতে শুভেচ্ছা জানাতে চায় নাই।