নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমকামী বিবাহ, বিপরীতলিঙ্গের আশীর্বাদ ছাড়া অপূর্ণাঙ্গই যদি থাকে তবে কেন এ নাটকের মঞ্চায়ন (!?)। বিবাহ মানে যৌন মিলনের লাইসেনচ্ছ নয় ,সন্তান উৎপাদনের বৈধতাও ।
অর্থাৎ যারা সমকামী বিবাহে আগ্রহী বা সমকামী বিবাহ করছেন ধরে নিতে হবে তারা অর্ধাঙ্গিনীর সঙ্গে প্রতারণার আশ্রয় নিচ্ছে , নিজেকে অত্যাধুনিক হিসাবে লাইমলাইটে আনার জন্য।
আমার এই কথাটি মনে হবার কারণ হলো -
আমরা জানি-সমকামী দম্পতি সন্তান লাভ করিতে পারেন কয়েকটি উপায়ে। সন্তান দত্তক লইতে পারেন। নারী-নারী সম্পর্কের ক্ষেত্রে, স্পার্ম ব্যাংক বা কোনও ইচ্ছুক পুরুষ বন্ধু বা আত্মীয়ের নিকট হইতে শুক্রাণু নিয়ে , তাহা দ্বারা কৃত্রিম উপায়ে দম্পতির এক জনের ডিম্বাণুকে নিষিক্ত করা যেতে পারে।
যে খবরটি আমি পত্রিকায় দেখলাম -
এবার বিয়ে করতে আংটি বদল দুই নারী চিকিৎসকের!
সারাজীবন একসঙ্গে চলার প্রতিশ্রুতি নিয়ে আংটি বদল দুই ভারতীয় (বাঙালি) কন্যার। পাকাপাকিভাবে একে অপরকে আজীবনের বন্ধনে জড়িয়ে নিতে চলেছেন পারমিতা এবং সুরভি। পেশায় চিকিৎসক এই দুই বাঙালি কন্যা সাত পাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ভারতে সমকামী সম্পর্কে আইনি বাধা না থাকলেও বিবাহে এখনও মেলেনি আইনি স্বীকৃতি। যদিও পারমিতা ও সুরভির মতে তাদের সম্পর্কটা আজীবনের। তাই এ সম্পর্ককে তারা পরিবার ও ঘনিষ্ঠদের সামনে স্বীকৃতি দিতে চাইছেন। পারমিতা ও সুরভির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে তাদের পরিবারও।
০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।গালাগাল শুনতে প্রস্তুত।
২| ০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৯
নতুন বলেছেন: অর্থাৎ যারা সমকামী বিবাহে আগ্রহী বা সমকামী বিবাহ করছেন ধরে নিতে হবে তারা অর্ধাঙ্গিনীর সঙ্গে প্রতারণার আশ্রয় নিচ্ছে , নিজেকে অত্যাধুনিক হিসাবে লাইমলাইটে আনার জন্য।
আপনি কি প্রতারনা কি জিনিস বুঝতে পেরেছেন?
আমাদের দেশে অনেক পুরুষ আছে যারা সমকামী কিন্তু সমাজের ভয়ে নারীকে বিয়ে করে কিন্তু স্ত্রীর সাথে তার কখনোই ভালো সম্পর্ক হয় না। তাদের অনেকে আবার অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে। আপনার মনে তেমন বিয়েকে কি বলে?
এখানে দুইজন তাদের মত করে জীবন জাপন করতে যাবে। এটাকে প্রতারনা বলছেন?
ধর্ম মতে এটা হারাম তাই সবাই এটা নিয়ে বেশি লাফালাফি করে। কিন্তু বাস্তবতা বোঝার চেস্টা করেনা। বুঝিনা মানুষ কেন অন্যের ব্যাপারে নাক গলাতে যায়।
এই দুজনের জীবনের চয়েসের মাঝে আমাদের কেন নাক গলাতে হবে?
০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫
প্রতিদিন বাংলা বলেছেন: চমৎকার বলেছেন ,ধন্যবাদ।
আমি বলেছি -
বিবাহ মানে যৌন মিলনের লাইসেনচ্ছ নয় ,সন্তান উৎপাদনের বৈধতাও ।
সন্তান উৎপাদনে যেহেতু বিপরীত লিঙ্গের সাহায্য নিতেই হবে
তাহলে "সমকামী বিবাহ বিবাহ খেলার বা লোক জানানোর তো কোনো প্রয়োজন হয় না ".বরং তারা -লিভ টুগেদার বৈধ করার আন্দোলন করতে পারে। লিভ টুগেদার মানেই অর্ধাঙ্গিনী (দেনমোহরের বালাই নেই ,যৌতুক না ,বিচ্ছেদেও শুধু গুড বাই )ফলে আদালতেও মামলা কমবে .......
৩| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: ওয়াক থু
০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আমরা আধুনিক
৪| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মজার বিষয় হলো, সমলিঙ্গ হওয়া সত্ত্বেও ওরা নারী এবং পুরুষের অভিনয় করে।
০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।অর্থহীন শব্দটি ব্যান করা উচিত
৫| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০২
গেঁয়ো ভূত বলেছেন: এই বিষয় গুলুকে আমার কাছে স্রেফ বিকৃতি ছাড়া আর কিছুই মনে হয় না l জীব জগতে অন্য কোনো প্রাণীর মধ্যে কি এমনটা হয় ? তবে কি আমরা জীব-জানোয়ারের চাইতে নিচে নামার প্রতিযোগিতা শুরু করে দিলাম ?
০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।অর্থহীন শব্দটি ব্যান করা উচিত।জ্বী
৬| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৩
নতুন বলেছেন: গেঁয়ো ভূত বলেছেন: এই বিষয় গুলুকে আমার কাছে স্রেফ বিকৃতি ছাড়া আর কিছুই মনে হয় না l জীব জগতে অন্য কোনো প্রাণীর মধ্যে কি এমনটা হয় ? তবে কি আমরা জীব-জানোয়ারের চাইতে নিচে নামার প্রতিযোগিতা শুরু করে দিলাম ?
মানুষও অন্য জীবের মতন। জীব জগতে সমকামের ঘটনা বেশ কিছু প্রানীর মাঝে দেখা যায়।
ধর্মের নিষেধার কারনেই এই বিষয়টা মানুষ মেনে নিতে পারেনা। কিন্তু বাস্তাবে এটা সত্যিই ঘটে। এতে কিছু মানুষের নিয়ন্ত্রন থাকেনা। তাদের ব্রেন থেকেই তাদের পছন্দ আমাদের থেকে আলাদা হয়। এতে তাদের দোষ নেই।
৭| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: চমৎকার বলেছেন ,ধন্যবাদ।
আমি বলেছি -
বিবাহ মানে যৌন মিলনের লাইসেনচ্ছ নয় ,সন্তান উৎপাদনের বৈধতাও ।
সন্তান উৎপাদনে যেহেতু বিপরীত লিঙ্গের সাহায্য নিতেই হবে
তাহলে "সমকামী বিবাহ বিবাহ খেলার বা লোক জানানোর তো কোনো প্রয়োজন হয় না ".বরং তারা -লিভ টুগেদার বৈধ করার আন্দোলন করতে পারে। লিভ টুগেদার মানেই অর্ধাঙ্গিনী (দেনমোহরের বালাই নেই ,যৌতুক না ,বিচ্ছেদেও শুধু গুড বাই )ফলে আদালতেও মামলা কমবে .......
যারা এমন ভাবনায় থাকে তারা আর দশজনের মতন সন্তান, পরিবার এমন ভাবেনা। তাই বেশির ভাগই সন্তান নেয় না। আর নিলেও সন্তান দত্তক নেয়।
আপনি সাভাবিক হলে, সমকামী মানুষের চিন্তা আপনার বুঝতে কস্ট হবে।
৮| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৮
প্রতিদিন বাংলা বলেছেন: নতুন বলেছেন:
যারা এমন ভাবনায় থাকে তারা আর দশজনের মতন সন্তান, পরিবার এমন ভাবেনা। তাই বেশির ভাগই সন্তান নেয় না। আর নিলেও সন্তান দত্তক নেয়
ধন্যবাদ।
তাহলেতো তাদের জন্য স্পেসিয়াল জোন (ইপিজেড ,চিড়িয়াখানা ) করে দেয়া উচিত
আর
দত্তক পাবে,দিবেন আপনি/আমি (অনিচ্ছা/অজান্তে সম্ভব )
৯| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৮
নতুন বলেছেন: ধন্যবাদ।
তাহলেতো তাদের জন্য স্পেসিয়াল জোন (ইপিজেড ,চিড়িয়াখানা ) করে দেয়া উচিত
আর
দত্তক পাবে,দিবেন আপনি/আমি (অনিচ্ছা/অজান্তে সম্ভব )
ভাই সব কিছু সবাই বুঝতে পারেনা। আপনিও বুঝতে না পারলে কিছুই করার নাই।
যারা এই রকমের মানুষদের ঘৃনা করে তারা শুধুই বড় হুজুর বলেছেন বলেই তাদের ঘৃনা করে।
তাদের কে কাছ থেকে বুঝতে চেস্টা করলে বুঝতে পারবেন বিষয়টা।
০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ঘৃনা/ভালোবাসার কথা নয়,বলছি অর্থহীন আইডিনটিটি (যেহেতু বংশবিস্তারে বিপরিত লীঙ্গ লাগবেই)
১০| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৩
নূর আলম হিরণ বলেছেন: সমকামী সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ নয়। আপনি ভাবছেন সমকামীদের মাঝে বিয়ে হলে আস্তে আস্তে সমাজ মানব শুন্য হয়ে যাবে। সমকামী ছিল, আছে, থাকবে। এটা প্রাকৃতিক ব্যাপার। কেউ ইচ্ছে করলেই এও জিন্দিগিতেও সমকামী হতে পারবে না।
০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সমকামী বিবাহ বিষয়ে বলছি ,সমকামী মিলন বিষয়ে কিছু বলছিনা।
সন্তান উৎপাদনে বিপরীত লিঙ্গের সহায়তা যেহেতু নিতেই হয়, তাহলে সন্তান সহ সমকামীরা পরিবার কিভাবে গড়বে ? দুজন সমকামীই তো পিত বা মাতা হতে পারেনা। তাই বলছি -সমকামী বিবাহ নয় সমকামী লিভটুগেদার আইন পাশ করা উত্তম।
১১| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০০
নতুন বলেছেন: @হিরন ভাই। এই জিনিসটাই মানুষ বুঝেনা শুধুই বড় হুজুরের ওয়াজ শুনেই একজন মানুষকে ঘৃনা করে।
কেউ চাইলেই সমকামী হতে পারেনা। আবার সমকামী যারা তারা চাইলেই বিপরীত লিঙ্গীের কাউকে পছন্দ করতে পারেনা।
১২| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৩
সাসুম বলেছেন: ওয়াকথুর পরিমান কম মনে হচ্ছে এই পোস্টে। ব্লগে কি ঘৃণাজীবি আর ওয়াক থু মারানির পরিমান কমে গেল?
ঐদিন জামান ভাইএর সেইম সমকামী বিয়ার পোস্টে তো ওয়াক থুর বন্যা বয়ে গিয়েছিল।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সমকামীতা হারাম ইসলামে।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
সোবুজ বলেছেন: প্রত্যেক মানুষের জীবন তার নিজের।অন্যের ক্ষতি না করে নিজের মতো করে বাঁচার স্বাধীনতা তার আছে।জাতিসংঘ সহ পৃথিবীর অনেক দেশ এটাকে স্বীকৃতি দিয়েছে।জেনেটিক কিছু বিষয় আসয় আছে এর সাথে যুক্ত।অভিজিৎ রায়ের সমকামিতা বইয়ে বিস্তারিত লেখা আছে।এটা মানুষের ইচ্ছা নিরপেক্ষ একটা বিষয়।
০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সমকামী বিবাহ বিষয়ে বলছি ,সমকামী মিলন বিষয়ে কিছু বলছিনা।
সন্তান উৎপাদনে বিপরীত লিঙ্গের সহায়তা যেহেতু নিতেই হয়, তাহলে সন্তান সহ সমকামীরা পরিবার কিভাবে গড়বে ? দুজন সমকামীই তো পিত বা মাতা হতে পারেনা। তাই বলছি -সমকামী বিবাহ নয় সমকামী লিভটুগেদার আইন পাশ করা উত্তম।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১০
তানভির জুমার বলেছেন: কয়েকজন ব্লগার বলতেছে সমকামিতা জেনেটিক বা হরমোনগত সমস্যা। এটা তারা চাইলেও ছাড়তে পারবে না। ১) শুনেন ভাই: যারা সিরিয়াল কিলার, রেপিষ্ট, ড্রাগ এডিক্টেড এদের নিয়ে অনেক মেডিকেল সাইন্সের গবেষণা আছে যে এইগুলো জেনেটিক বা হরমোনগত সমস্যার কারণে ও হয়, তাই বলে কি পৃথিবীর কোন সুস্থ্য মস্তিষ্কের মানুষ বলবে যে সিরিয়াল কিলিং, রেইপ করা, ড্রাগ এডিক্টেড হওয়া এইগুলো তোমার ব্যক্তিগত বেপার? তুমি এইগুলো কর তাতে আমাদের কোন সমস্যা নাই।
২) আপনারা কি জানেন যারা সমকামী তাদের অনেকের স্ত্রী-সন্তান আছে। এইরকম অনেক গবেষণা আছে যে গে জীন বলে কোন জীন নেই।
৩) সমকামিতা হল বিকৃত যৌনাচার মাত্র।
এইটা পড়ে দেখতে পারেন। হার্ভার্ড এর একজনের গবেষনা
০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০৯
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সমকামী বিবাহ বিষয়ে বলছি ,সমকামী মিলন বিষয়ে কিছু বলছিনা।
সন্তান উৎপাদনে বিপরীত লিঙ্গের সহায়তা যেহেতু নিতেই হয়, তাহলে সন্তান সহ সমকামীরা পরিবার কিভাবে গড়বে ? দুজন সমকামীই তো পিত বা মাতা হতে পারেনা। তাই বলছি -সমকামী বিবাহ নয় সমকামী লিভটুগেদার আইন পাশ করা উত্তম।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩১
নতুন বলেছেন: @তানভির মানুষ চাইলেই সমকামী হতে পারে না।
কেউই ই এটা জেনেটিক সমস্যা বলেনা। এটা সমস্যা না। এটা মানুষের জন্মগত একটা পছন্দ। এই পছন্দটা মস্তিস্কে মানুষের মাঝে হয়।
যাই হোক সেটা বুঝতে পারবেনা না। বড় হুজুর যেটা বলেছেন সেটাই ঠিক। মানুষকে ঘৃনা করেন সমস্যা নাই।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে তানভির জুমার ভালো মন্তব্য করেছে।
অনেক ধরণের অপরাধ আছে যেগুলির সাথে জিনেটিকাল ব্যাপার জড়িত। কিন্তু সেই কারণে কেউ এই অপরাধ করলে মাফ পায় না।
০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সমকামী বিবাহ বিষয়ে বলছি ,সমকামী মিলন বিষয়ে কিছু বলছিনা।
সন্তান উৎপাদনে বিপরীত লিঙ্গের সহায়তা যেহেতু নিতেই হয়, তাহলে সন্তান সহ সমকামীরা পরিবার কিভাবে গড়বে ? দুজন সমকামীই তো পিত বা মাতা হতে পারেনা। তাই বলছি -সমকামী বিবাহ নয় সমকামী লিভটুগেদার আইন পাশ করা উত্তম।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সমকামী বিবাহ বিষয়ে বলছি ,সমকামী মিলন বিষয়ে কিছু বলছিনা।
সন্তান উৎপাদনে বিপরীত লিঙ্গের সহায়তা যেহেতু নিতেই হয়, তাহলে সন্তান সহ সমকামীরা পরিবার কিভাবে গড়বে ? দুজন সমকামীই তো পিত বা মাতা হতে পারেনা। তাই বলছি -সমকামী বিবাহ নয় সমকামী লিভটুগেদার আইন পাশ করা উত্তম।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪
সাসুম বলেছেন: অনেক সুন্দর ও দামী পোস্ট। যাজাকাল্লাহ খায়রান। অনেকে অভিযোগ করে সামুতে কোয়ালিটিফুল ব্লগ আসেনা। এই পোস্ট সকলের চোখ খুলে দিবে।
পোস্ট স্টিকি করার দাবি জানাইলাম।
কইসসা পেলাচ।