নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান বিএনপি`র বাংলাদেশের কর্ণধার (চেয়ারপারসন যেহেতু এখন বিছানায় ) জনাব ফখরুল সাহেব এর ভিবিন্ন বক্তব্যে আমার কাছে মনে হয় - "চেয়ারপারসন" বিদেশে চিকিৎসা চায় না।
একটি বক্তব্য বলছি -
খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা : ফখরুল সাহেব।
বর্তমান প্রেক্ষাপট -
বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে শয্যাশায়ী; মানুষ যখন তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠিত,বিচারের রায়ে নেত্রী দুর্নীতিগ্রস্থ এবং সাজা হয়েছে।বিএনপি রায় মেনে নেননি আদালতকে সন্মান পূর্বক তিনি সজাগ ভোগ করছেন (যদিও উপায় নেই) এমন পরিস্থিতিতে চেয়ারপারসন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। বিএনপির পক্ষে বিপক্ষে অনেকেই চাচ্ছে তিনি বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ যেন পান।বর্তমানে সাজার বিষয়ের চেয়ে বেশি জরুরি চিকিৎসায় সুষ্ঠ হওয়া বা করা। আমরা জানি অসুস্থ ফাঁসির আসামিকেও সুষ্ঠ করার পরে ফাঁসি দেয়া হয়। এমতবস্থায় - "খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা : ফখরুল সাহেব।" হঠাৎ এহেন প্রসঙ্গ উত্থাপন করা হলো কোন উদ্দেশে!?
তাই আমার মনে হয় -ফখরুল সাহেব চাননা -
"বিএনপি "চেয়ারপারসন"বিদেশে চিকিৎসা চায় না (!?)"
এখন প্রশ্ন হতে পারে তাতে লাভ কি ?
উত্তর হলো - দলকে বা দল প্রধানকে বিপদে ফেলে ,দলের পরবর্তী নেতাদের কেন ও কিভাবে লাভ হয় বা হতে পারে তা আমার জানা নেই (!?)
০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫১
প্রতিদিন বাংলা বলেছেন: সরি ও ধন্যবাদ
২| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: আমারই একই কথা শিরোনামটা কি ইচ্ছা করেই এরকম লিখেছেন?
০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫২
প্রতিদিন বাংলা বলেছেন: তা নয় ,ধন্যবাদ
৩| ০২ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
জ্যাকেল বলেছেন: আমার মনে হয় বিএনপির হাইকমান্ড একেবারে লাশ হইয়া গেছে এতদিন কোমায় ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে আর শ্বাস প্রশ্বাস কিছুও নাই। খালেদা জিয়াকে দিয়ে আন্দোলনের একটা জিগির ওঠবে আর তাতে হাই প্রোফাইল সমর্থক হইতে মোটামুটি মানের পয়সাকড়ি হাতানো যাবে, এর বেশি কিছু হইবে দেখতেছি না।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:০৩
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।সহমত।এরা ডিসিসন নিতে জানে না
৪| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:০০
সাসুম বলেছেন: গত ২ বছরে দেশে বিএনপির একমাত্র উদ্যেগ ও চিন্তা হল- খালেদা জিয়ার বিদেশ যাত্রা। এ ছাড়া বি এন পির কাছে আর কোন সমস্যা আছে বাংলাদেশে?
আওয়ামী লীগ জানে বিএনপি এই জিনিষ নিয়াই পইরা থাকবে এবং চিল্লাবে কারন বিএনপি তো দেশ নিয়া ভাবেনা ভাবে জিয়া পরিবার নিয়া। সো দেশের ১২ টা বাজালেও বিএনপির কিছু আসে যাবেনা। তাই এই মুলা ঝুলিয়ে রেখেছে আম্লিগ সরকার। এবং জীবনেও অনুমতি দিবেনা দেশের বাইরে নেবার খালেদা জিয়াকে।
আর মির্জা ফখ্রুল বিম্পি হাসান মাহমদ। পিরিয়ড
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:০৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।চিকিৎসা বিষয়েও বাচালতা।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৬
শেরজা তপন বলেছেন: 'কখরুন' থেকে শুরু করে বাকি বানানগুলো আপনি কি ইচ্ছে করে ভুল লিখেছেন -না কি?