নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও বৈঠক
আমার মনে হয় এইসব কারণেই ফিলিস্তিন স্বাধীনতা কখনোই পাবে না এবং পুতুল আব্বাসের সাথে হামাস ও সমমনাদের দণ্ড।
জাতীয় সন্মানের কোথাও চিন্তা করা উচিত আব্বাস সাহেবের। প্রটোকল বলেও একটা ব্যাপার থাকে ?
মূল সংবাদ -
ইসরাইলি শহর রোশ হা-আয়িনে নিজের বাসভবনে আব্বাসকে স্বাক্ষাৎ দিয়ে ধন্য করেছেন আব্বাসকে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ওই বৈঠকে নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন তারা। এটি এ দুই জনের মধ্যেকার দ্বিতীয় বৈঠক।
আমার মত -
অবস্থান যাই হোক ,তিনি একজন রাষ্ট্রপ্রধান। অথচ মনে হচ্ছে বা আব্বাস মেনেই নিয়েছে তিনি ইসরাইলের একজন পুতুল জেলা প্রশাসক। তাই তিনি কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে সাক্ষাতে যান বা গিয়েছেন।
এতো শহীদ এতো হত্যা এতো ধ্বংশ এর উপর বসে বসে নিজ জাতিকেই পঙ্গু করে দিচ্ছে পুতুল প্রশাসন।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে তিনি ঠিক কী করলে ফিলিস্তিনিরা উপকৃত হতো?
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।অধিকার আদায় করতে হয়
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: আমাদের সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের যা আছে এই আব্বাসের কি তা আছে?
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।বাটি চালানে জানা যাবে
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার ধারণা অলিক নয় ঠিক ই আছে । ফিলিষ্তিনি তো স্বাধীন রাস্ট্র অনেক আগে থেকেই । তবে আমি মনে করি ফিলিস্তিনীর-ইসরাইল সমস্যার সমাধান মানুষের হাতে নেই । এ্টার ফায়সালা স্বয়ং আল্লাহ্ করবেন ।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ঠিক।তবে- অবস্থান ভেদে চেষ্টা করা
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার ধারণা অলিক নয় ঠিক ই আছে । ফিলিষ্তিনি তো স্বাধীন রাস্ট্র অনেক আগে থেকেই । তবে আমি মনে করি ফিলিস্তিনীর-ইসরাইল সমস্যার সমাধান মানুষের হাতে নেই । এ্টার ফায়সালা স্বয়ং আল্লাহ্ করবেন ।
-আলাহ এখনো পেরে উঠছেন না, তবে চেষ্টা করে যাচ্ছেন।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। "আলাহ" শব্দটি বুঝতে পারলাম না ।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯
বিটপি বলেছেন: আল্লাহ এখনো পেরে উঠছেন না এই সব বুড়া হাবড়া মুক্তিযোদ্ধা দাবীদার আহম্মকদেরকে বুদ্ধি বাড়াতে। আর সব ক্ষেত্রে আল্লাহ যা প্রয়োজন মনে করছেন, তাই করছেন। হুয়া আহকামুল হাকিমীন - কুল্লি শাইইন কাদির। এসব কথার মর্ম এইসব বুইড়া বলদের পাল বুঝবে না।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।(আল্লাহ এখনো পেরে উঠছেন না)কথাটা ঠিক না।আর সহমত
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের পি এম মালদ্বীপ গেলে ওখানকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিসিভ করেন এয়ারপোর্টে। আর আপনে আছেন ফিলিস্তিন নিয়ে...
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।পিএম পিএম ঠিক আছে
৮| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০
মোঃ আলী জোহেব শাহরিয়ার বলেছেন: আব্বাস তো দেখা করবেই, কারণ আব্বাস ফিলিস্তিনের নির্বাচিত প্রতিনিধি না। ইসরায়েলের সহায়তায় জোর করে অগণতান্ত্রিক কায়দায় ক্ষমতা দখল করে থাকা দালাল শাসক। দালালের আবার প্রভুর সামনে গিয়ে লেজ নাড়াতে লজ্জা কিসের? দালালরা তো এমনিই নির্লজ্জ।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।জ্বী
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৫
সোবুজ বলেছেন: আরবরাষ্টগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক ভাল করলে ঐ এলাকায় শান্তি প্রতিষ্ঠা হবে।তখন রাষ্ট্র গঠনের পথ সহজ হবে।
৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: ক্ষমতার মজা বড়ই মজা।
আর তা রক্ষার জন্য অনেক সময় বাঘকেও ছাগকে মামু বোলাতে হয় এবং করতে হয় গালে গাল (মনে মনে গালাগাল) লাগিয়ে চুম্মাচাটি।