নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

এরপরে বাসে চড়তেও এনআইডি দাখিল করতে হবে !

২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:০১

এনআইডি `র(জাতীয় পরিচয় পত্র) মর্ম বা নিরাপত্তা বা (ব্যাক্তি তথ্য নিরাপত্তা) তারা বুঝবে কিভাবে তারাতো সরকারের নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরেন। বড় বড় টেলিফোন অপারেটর থেকে ,ব্যাঙ্ক থেকে,বিকাশ থেকে যেখানে গ্রাহকের তথ্য বেহাত হয়ে যাচ্ছে ,ভুক্তভুগীরাই জানেন জ্বালা কত প্রকার ও কি কি ,সেখানে - এখন থেকে নাকি কক্সবাজার গেলে আবাসিক হোটেলে "নিজেদের এনআইডি দেখানো ও দাখিল করতে হবে " .অথচ অনেক হোটেল মোটেলের লাইসেন্সই নাই (থাকলেই বা কি )
কক্সবাজার গৃহবধূ ধর্ষণ ঘটনায় শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার কক্সবাজারে আবাসিক হোটেল কক্ষ বুকিং দেওয়ার সময় এনআইডি (জাতীয় পরিচয়পত্র) প্রদর্শন ও দাখিল করতে হবে। জেলা প্রশাসনের জরুরি বৈঠকে গতকালজেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ওই সভায় আরো সাত সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্য সিদ্ধান্তগুলো
প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যাসংবলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে। পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্পডেস্ক স্থাপন করা হবে। প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু/জোরদার করতে হবে। হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং এবং সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হবে। হোটেল-মোটেল মালিক সমিতি জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।
এই সাধারণ জ্ঞান ছাড়া জেলা প্রশাসন চালায় কিভাবে ,
এই জ্ঞানে জেলা প্রশাসক হয় বলেই সেই জেলার অবস্থান খুন ধর্ষণ ইয়াবা ছিনতাইয়ের স্বর্গরাজ্য। এরপরে বাসে চড়তেও এনআইডি দাখিল করতে হবে বলবে। অপরাধ কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে তৎপরতা নাই। তৎপরতা শুধু অপরাধের শিকার কে বা কারা সেই বিষয়ে প্রচার ও প্রসার।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪৮

বিটপি বলেছেন: এই নিয়ম চালু করার পরেও ধর্ষক এনআইডি ছাড়াই ধর্ষন করতে পারবে। কিন্তু সাধারণ পর্যটকদের হোটেলে রুম বুক করার ক্ষেত্রে সমস্যা হবে।

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।যথার্থ

২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৯

রানার ব্লগ বলেছেন: নাহল তরকারি @ আপনি আপনার কমেন্ট সরিয়ে ফেলুন, আমি রিপর্ট করেছি !!!

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ব্যাক্তি আক্রমন কাম্য নয়,সে প্রধানমন্ত্রী বা ঝাড়ুদার যেই হোক।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: এনআইডি দিয়ে কি ধর্ষন বন্ধ করা যাবে? যাবে না।

২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ধর্ষণ বন্ধ নয় ,ধর্ষিতার প্রচারণা মুখ্য মনে হয় .

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৩

জুল ভার্ন বলেছেন: ধর্ষণ বন্ধ করতে চাই আইনের কঠোর প্রয়োগ এবং কাউন্সেলিং।

২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।প্রশাসনের বা প্রশাসকদের কাউন্সিলিং

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৮

নাহল তরকারি বলেছেন: আমার কমেন্ট রিমুব করে দিন। আমি এডিট করতে পারছি না।

২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.