নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হোক !

২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৪

একজন নাগরিক অভিমত ।
বিএনপি বলে -চিকিৎসার জিন্ত্রপাতি যন্ত্রপাতি বাংলাদেশে নেই ,(চিকিৎসক আছে )তাই বিদেশ যাবার অনুমতি চায় সরকারের কাছে।
সরকার যে কারণ দেখায় -সাজা প্রাপ্ত আসামিকে কারাগারের বাইরে প্রাইভেট চিকিৎসার সুযোগ দিয়ে সরকার অনেক মহানুভবতা দেখিয়েছে।
আমার কাছে দুপক্ষের কথাই সমর্থন যোগ্য মনে হয়।
আমি মনে করি -আইন নিয়ম নীতি সাজা বিষয়গুলো মানুষের কল্যানে বা মানুষ রক্ষায় তৈরী ,অর্থাৎ আইন রক্ষায় মানুষ কে জীবন দিতে হবে ,তা নয়। বরং জীবন রক্ষায় আইন পরিবর্তন করতে হবে।
ধরে নিলাম - খালেদা জিয়া বিদেশ গেলে আর ফায়ার আসবেনা , সরকারের বিরুদ্ধে উঠে পরে লাগবে,বৈধ অবৈধ পথে দেশে অরাজগতা ইন্ধন যোগাবে। ....
এখন কথা হলো - বিএনপির লোকজন যেমন দেশের বাইরে আছে ,তেমন সরকারের বা আওয়ামীলীগের লোকজন ও প্রশাসন বিভিন্ন দেশে আছে। আর বিদেশে বসে দেশে অরাজগতা তৈরী সহজ বিষয় নয়।
আমার মনে হয় খালেদা জিয়ার মুছলেকা (তিনিনির্ধিষ্ট সময়ে ফিরে না এলে
১। বিএনপিকে নিষিদ্ধ করা হবে ২। পাসপোর্ট বাতিল করা হবে ৩। জিয়ার কবর বগুড়ায় পাঠানো হবে ) বিদেশ চিকিৎসা করার অনুমতি দেয়া হোক

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া ১০ বছর প্রাইম মিনিষ্টার পদে ছিলেন, ভালো যন্ত্রপাতিসহ ভালো হাসপাতাল কেন করেননি? ডাক্তারদের চিকিৎসার মান উন্নয়নে ছাত্রদলের হাতে অস্ত্র দিয়েছেন; এখন উনার গলায় তাবিজ দেয়া হোক।

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।সময় পরিবর্তনশীল ,মানবতা মানুষ দ্বারা মানুষের জন্য

২| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: চিকিৎসা ব্যবস্থা উন্নত না করার ফল দরিদ্র জনগণের সাথে তিনিও ভোগ করছেন। কি আর করা। এটাকেই বলে ভাগ্যের পরিহাস! তিনি কি কখনো ভেবেছেন যে, একদা দরিদ্র জনগণের অসুবিধা তাঁকেও বরণ করতে হবে?

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ১০০% ঠিক বলেছেন।এমপি মন্ত্রীরা সাধারণ চেকাপ করাতেই উন্নত দেশে যায়।আমি বলছি মানবিক কারন (যদিও তিনি সাজা ভোগ করছেন )

৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: জিয়ার কবর বগুড়ায় পাঠানো হবে ..কেন ?

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ব্লগে বলেছি (যদি,অথবা,হয়তো....)

৪| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: যদি অথবা হয়তোই কেন বলেছেন ,সেইটাই জানতে চাই

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: (ব্লগে বলেছি (যদি,অথবা,হয়তো....)

আমার মনে হয় খালেদা জিয়ার মুছলেকা (তিনি নির্ধিষ্ট সময়ে ফিরে না এলে ১। বিএনপিকে নিষিদ্ধ করা হবে ২। পাসপোর্ট বাতিল করা হবে ৩। জিয়ার কবর বগুড়ায় পাঠানো হবে ) বিদেশ চিকিৎসা করার অনুমতি দেয়া হোক

৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৬

সেডরিক বলেছেন: বিরোধীতা করছি না, জানতে চাচ্ছিঃ
তাকে আলাদা ভাবে স্পেশাল ছাড় কেন দিতে হবে? তার জায়গায় একজন সাধারন নাগরিক কি এই সুবিধা পেতেন?

খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না কারন তার ছেলে চিকিৎসার নাম করে গিয়ে আর ফেরে নাই।

এই বিএনপিকে তো জনগনের জন্য রাজনীতি করতে দেখলাম না। ধর্ষন হইলে, তেলের দাম বাড়লে, ছাত্র মরলে, গাড়ি চাপায় মানুষ মরলে কোন সময়েই তাদের আন্দোলনে দেখি না। সরকারের মন্ত্রী-এমপিরা লুটেপুটে দেশ শেষ করে দিলেও তারা আন্দোলনে নামে না। তারা আন্দোলন করে খালেদা জিয়ার বাড়ি, কোকোর টাকা, নেতাদের জেল-মামলা ইস্যুতে।

এই দলের নেতাদের কথায় তাই পাবলিক এখন কোন গুরুত্বও দেয় না।

২২ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।১০০% ঠিক বলছেন।একজন দল প্রধান হিসেবে মানবিক কারন (যদিও তিনি সাজা ভোগ করছেন )

৬| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: বিদেশে গেলেই কি উনি সুস্থ হয়ে যাবেন?
বুঝতে হবে তার অনেক বয়স হয়েছে। এখন শরীরে নানান অসুখ বিসুখ দেখা দিবেই।

২২ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ঠিক বলছেন এখন শরীরে নানান অসুখ বিসুখ দেখা দিবেই তাই মানবিক কারনে যদি

৭| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: দেশ এরা শাসন করে শোষণ করে কাজ করে না। সময় কাউকে ছাড় দেয় না

২২ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৫৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।জ্বী,সময় কাউকে ছাড় দেয় না
তাই মানবিক কারনে যদি

৮| ২২ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৪৪

সোবুজ বলেছেন: ঈমান শক্ত করুন।আল্লাহর অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না।আল্লাহপাক যেদিন অনুমতি দিবে সরকারের অনুমতির কোন প্রয়োজন হবে না।

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আল্লাহ ভালো জানেন।

৯| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০১

বিটপি বলেছেন: উন্নত চিকিৎসা পাবার যোগ্যতা কি ওনার আছে? তিনি তিন টার্মের প্রধানমন্ত্রী ছিলেন। কি দিয়েছেন দেশকে? ওনার সময়ে আওয়ামী লীগের উৎপাত দেশবাসী সবচেয়ে বেশি সহ্য করেছে। কিছুই করতে পারেননি তিনি। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারার লজ্জায় অনেক আগেই মরে যাওয়া উচিত ছিল ওনার। এখন সুযোগ এসেছে দেশীয় চিকিৎসা নিয়ে মরে যাওয়া উচিত ওনার।

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।হয়তো তাই,বা তার কাছে তাই হওয়া উচিত,তবে -মানুষের কাছে,মানুষ আশা করা করা অন্যায় নয় !?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.